আলাপ:ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... (ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। যেটি বাংলাদেশের অর্থীতিতে অবদান রাখছে। ফলে এটি বাংলা উইকিপিডিয়ার একটি ভালো ও উপযুক্ত নিবন্ধ হতে পারে। এই পাতাটি আমি তৈরি করছি। পাতাটির সম্প্রসারণ ও উন্নয়নে আমাকে সাহায্য করুন, ধন্যবাদ) --রুবেল শেখ ১৯:৪৩, ৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

ন্যাশনাল ফাইন্যান্স বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ৩১টি আর্থিক প্রতিষ্ঠানের একটি। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দিয়ে থাকে। তাছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে ও বিভিন্ন সংস্থার সাথে মিলে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এর ব্যাপক মিডিয়া কাভারেজও রয়েছে। এছাড়া এটি উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি)-এ উল্লেখিত "When evaluating the notability of organizations, please consider whether it has had any significant or demonstrable effects on culture, society, entertainment, athletics, economies, history, literature, science, or education" বিষয়টি পূরণ করছে। ফলে এই প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকতে পারে। --ওয়াকিম (আলাপ) ২২:২৭, ৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]