আলাপ:তিসিবিওস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

এই নিবন্ধের শিরোনামের বাংলা বানান কোন তথ্যসূত্রের ভিত্তিতে ব্যবহার করা হয়েছে? অবদানকারীর কাছে অনুরোধ রইলো এ ব্যাপারে যথাযথ তথ্যসূত্র যোগ করুন। সাধারণভাবে এই নিবন্ধের শিরোনামের বাংলা উচ্চারণ যদি টেসিবিওস বা তেসিবিওস হয় তাহলে কি কারণে তা ক্তিসিবিওস লেখা হবে?--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫০, ১৪ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

তিনটি কারণে। প্রথমত গুগল ট্রান্সলেটরে গিয়ে গ্রিক ভাষা নির্বাচন করে Κτησίβιος লিখে মাইকের চিহ্নে ক্লিক করলে উচ্চারণটা ঠিক "ক্তিসিবিওস" ই বলবে। দ্বিতীয় কারণ: আমি আজকেই একজন গ্রিক কে জিজ্ঞাস করেছি নিশ্চিত হতে চেয়েছি: উচ্চারণটা ক্ত না করে শুধু ত করলে সমস্যা আছে কিনা। তার উত্তর, গ্রিকরা কখনোই এটাকে শুধু ত-র মত উচ্চারণ করে না। এজন্যই দেখবেন ইংরেজরা টেসিবিয়াস উচ্চারণ করলেও লেখার সময় ঠিকই Ctesibius লিখে, অনেকে Ktesibius ও লেখে, কিন্তু কেউ Tesibius লেখে বলে আমার জানা নেই। আপনি চাইলে তিসিবিওস উচ্চারণ করতে পারেন, কিন্তু লেখার বেলা তেমনটা করা আমার মতে ঠিক হবে না, যেমনটা ইংরেজরাও করেনি। তৃতীয়ত এই লিংকে গিয়েও উচ্চারণটা নিশ্চিত হতে পারেন। -- মুহাম্মদ (আলাপ) ১৬:০৪, ১৪ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উচ্চারণের বেলায় করা যাবে কিন্তু লেখার বেলায় তেমন করা আপনার মতে কেন ঠিক হবে না আমি প্রশ্ন সেটাই। আপনি সেখানটাতে বিষয়টা পরিষ্কার করছেন না, আশা করি তা বিস্তারিত বলবেন। আর বাংলা ভাষায় শব্দের শুরু 'ক্ত' কিভাবে উচ্চারিত হয় সে বিষয়ে আপনার কাছে কোন সূত্র আছে কি? মানে বই পত্রে কি বলে?--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৫, ১৪ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উচ্চারণ করতে পারেন, কিন্তু সেটা ভুল উচ্চারণ- আমি সেটাই বলতে চেয়েছি। উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়, সেহেতু ছাড় দেয়া যায়। কিন্তু ক্তি লিখতে তো কোন কষ্ট নেই, তাহলে সেখানে ছাড় দেয়া হবে কেন? আমার কাছে এর চেয়ে বেশি তথ্যসূত্র নেই। Ctesibius=ক্তিসিবিওস, ইংরেজরা Tesibius লিখলে আমার বাংলায় তিসিবিওস লিখতে কোন আপত্তি থাকতো না। -- মুহাম্মদ (আলাপ) ১০:০৮, ১৫ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Ctesibius=ক্তিসিবিওস হচ্ছে কিসের ভিত্তিতে? গুগুলের উচ্চারিত শব্দটি বাংলা ক্তিসিবিওস বানানে সঠিকভাবে প্রকাশ পায়, তার কোন ভিত্তি নেই। শব্দের শুরুতে ক্ত এর ব্যবহার কতটুকু বাংলা ব্যাকরণ সম্মত তাতেও সন্দেহ রয়েছে। ইংরেজরা কিভাবে ইংরেজিতে বানান লেখে তার সাথে (শুধুমাত্র উচ্চারণ ছাড়া) বাংলা বানানরীতির কোন সম্পর্ক নাই? নিবন্ধের বিষয়টি যদি বাংলা ভাষায় সঠিক রূপে উচ্চারিত না হয় তাহলে সাধারণভাবে কাছাকাছি যে উচ্চারণে বাংলায় বানান করা যায় তাই ব্যবহার্য। প্রয়োজনে অডিওতে পাঠককে সঠিক উচ্চারণ শুনিয়ে দেওয়া যেতে পারে। ইংরেজি উইকিপিডিয়ায় খেয়াল করুন উক্ত নিবন্ধের শুরুতে or দিয়ে একটি সরল বানান Tesibius লেখা রয়েছে। লিপি ভাষার লিখিত রূপ, লেখা দেখে তা শব্দের উচ্চারণ করতে পারতে হবে নতুবা তা কোন শব্দের লিখিত রূপ হতে পারে না। আমার জীবনে কখনও শব্দের এমন বানান সাধারণত ব্যবহার করতে দেখিনি যা অন্তত উচ্চারণ করা যায় না। তাই নিবন্ধটির শিরোনামে সাধারণ বাংলা বানান ব্যবহারের অনুরোধ রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:০৭, ১৫ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]