আলাপ:রাজবংশী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা ZI Jony (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎রাজবংশীদের পরিচয়: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

সাহিত্য ভাবনা :

রাজবংশী ভাষায় কবিতা , গান , নাটক , গল্প রচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । DINABANDHU ROY18 (আলাপ) ১৫:১৩, ২৬ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রাজবংশীদের পরিচয়

এই পেজে বারে বারে এডিট করে লেখা হচ্ছে রাজবংশীরা বাঙালি।কিন্তু বেশীরভাগ ঐতিহাসিক তার বিরোধীতা করেন।তাই Unreliable যেসব Source দ্বারা রাজবংশীদের বাঙালি বলে বার বার চিহ্নিত করা হচ্ছে তা বন্ধ করুন। অসম সরকার রাজবংশীদের কোচ-রাজবংশী বলে উল্লেখ করে। বিস্তারিত জানার জন্য ইংরেজি উইকিপিডিয়া দেখুন। নাংচন (আলাপ) ১৪:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

রাজবংশীরা কোচ,এবিষয়ে চারুচন্দ্র সান্যাল তার Rajbanshis of North Bengal গ্রন্থে উল্লেখ করেছেন।রাজবংশীরা সেসব কোচ যারা ক্ষত্রিয়ত্ব গ্রহণ করে কোচ পরিচয় ত্যাগ করেছিলেন যদিও তা সাময়িক ছিলো। নাংচন (আলাপ) ১৪:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নাংচন যেই তথ্যসূত্রের উপর ভিত্তি করে বাঙালি বলা হয়েছে সেটি একটি উল্লেখযোগ্য পত্রিকা। রাজবংশী বাংলাদেশ, ভারত এবং নেপালে আছে এর যথেষ্ট তথ্যসূত্র আছে। আমি কিছুটা সংশোধন করেছি, তবে একেবারে অপসারণ করার যাবে না। জনি (আলাপ) ০২:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]