সাবিত্রী জিন্দাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
২৭ নং লাইন: ২৭ নং লাইন:
সাবিত্রী জিন্দাল [[হরিয়াণা|হরিয়ানার]] হিসার থেকে নির্বাচিত হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজিত হন। ২০০৫ সালে তার স্বামী ওম প্রকাশ জিন্দাল হেলিকপ্টার দূর্ঘটনায় মারা গেলে তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সনের দায়িত্ব নেন।<ref name="Forbes1">{{cite news|url=https://www.forbes.com/lists/2009/10/billionaires-2009-richest-people_Savitri-Jindal_6DXH.html|title=The World's Billionaires, #56Savitri Jindal|date=11 March 2009|publisher=[[Forbes]]|accessdate=13 July 2012}}</ref>
সাবিত্রী জিন্দাল [[হরিয়াণা|হরিয়ানার]] হিসার থেকে নির্বাচিত হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজিত হন। ২০০৫ সালে তার স্বামী ওম প্রকাশ জিন্দাল হেলিকপ্টার দূর্ঘটনায় মারা গেলে তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সনের দায়িত্ব নেন।<ref name="Forbes1">{{cite news|url=https://www.forbes.com/lists/2009/10/billionaires-2009-richest-people_Savitri-Jindal_6DXH.html|title=The World's Billionaires, #56Savitri Jindal|date=11 March 2009|publisher=[[Forbes]]|accessdate=13 July 2012}}</ref>


তিনি কোম্পানীর দায়িত্ব নেয়ার পর কোম্পানীর আয় ৪ গুন বৃদ্ধি পায়। ১৯৫২ সালে সাবিত্রী দেবীর স্বামী ওম প্রকাশ জিন্দাল ও.পি জিন্দাল গ্রুপ প্রতিষ্ঠা করেন, যিনি একজন [[প্রকৌশলী]] ছিলেন। পরবর্তীতে এটি ইস্পাত, শক্তি, খনির, তেল ও গ্যাস উৎপাদন শুরু করে। কোম্পানীর এই চারটি খাত তার চার পুত্র পৃথিভিরাজ, সজ্জন, রতন এবং নাভেন জিন্দাল কতৃক পরিচালিত হয়। জিন্দাল গ্রুপ [[ভারত|ভারতের]] ৩য় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।<ref>{{cite web|title=Savitri Jindal - India’s Richest Mother|url=http://www.iammadeinindia.com/?p=1111|accessdate=6 October 2014}}</ref>
তিনি কোম্পানীর দায়িত্ব নেয়ার পর কোম্পানীর আয় ৪ গুন বৃদ্ধি পায়। ১৯৫২ সালে সাবিত্রী দেবীর স্বামী ওম প্রকাশ জিন্দাল ও.পি জিন্দাল গ্রুপ প্রতিষ্ঠা করেন, যিনি একজন [[প্রকৌশলী]] ছিলেন। পরবর্তীতে এটি ইস্পাত, শক্তি, খনির, তেল ও গ্যাস উৎপাদন শুরু করে। কোম্পানীর এই চারটি খাত তার চার পুত্র পৃথিভিরাজ, সজ্জন, রতন এবং নাভেন জিন্দাল কতৃক পরিচালিত হয়। জিন্দাল গ্রুপ [[ভারত|ভারতের]] ৩য় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।<ref>{{cite web|title=Savitri Jindal - India’s Richest Mother|url=http://www.iammadeinindia.com/?p=1111|accessdate=6 October 2014|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20141008183802/http://www.iammadeinindia.com/?p=1111|আর্কাইভের-তারিখ=৮ অক্টোবর ২০১৪|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>


সাবিত্রী দেবী ভারতের সবচেয়ে ধনী নারী এবং ২০১৬ সালের হিসাবে সর্বভারতের ১৬ তম ধনী,<ref>{{Cite web|url=https://www.forbes.com/profile/savitri-jindal/?list=india-billionaires|title=Savitri Jindal & family|website=Forbes|access-date=2016-04-10}}</ref> তার $৪ বিলিয়ন ইউএস ডলারের উপর সম্পদ রয়েছে। এছাড়াও তিনি ২০১৬ সালের হিসাবে বিশ্বের ৪৫৩ তম ধনী।
সাবিত্রী দেবী ভারতের সবচেয়ে ধনী নারী এবং ২০১৬ সালের হিসাবে সর্বভারতের ১৬ তম ধনী,<ref>{{Cite web|url=https://www.forbes.com/profile/savitri-jindal/?list=india-billionaires|title=Savitri Jindal & family|website=Forbes|access-date=2016-04-10}}</ref> তার $৪ বিলিয়ন ইউএস ডলারের উপর সম্পদ রয়েছে। এছাড়াও তিনি ২০১৬ সালের হিসাবে বিশ্বের ৪৫৩ তম ধনী।

১৫:১২, ২০ মে ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

সাবিত্রী জিন্দাল
জন্ম (1950-03-20) ২০ মার্চ ১৯৫০ (বয়স ৭৪)[১]
জাতীয়তাভারতীয়
শিক্ষাডিপ্লোমা
পেশাচেয়ারপার্সন (জিন্দাল গ্রুপ)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীওম প্রকাশ জিন্দাল (১৯৭০-২০০৫)
সন্তানচার পুত্র পৃথিভিরাজ, সজ্জন, রতন,নাভেন জিন্দাল এবং আরও ৫ জন

সাবিত্রী দেবী জিন্দাল (জন্ম ২০ মার্চ ১৯৫০) একজন বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

জীবনী

সাবিত্রী ১৯৫০ সালে ২০ মার্চে আসামের তিনসুকিয়া জেলায় জন্মগ্রহন করেন। ১৯৭০ সালে তিনি ওম প্রকাশ জিন্দালিনকে বিয়ে করেন, যিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা। সাবিত্রী বর্তমানে এমেরিটাস, জিন্দাল ষ্টীল এন্ড পাওয়ার লিমিটেডের চেয়ারপার্সন।[৩]

সাবিত্রী জিন্দাল হরিয়ানার হিসার থেকে নির্বাচিত হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজিত হন। ২০০৫ সালে তার স্বামী ওম প্রকাশ জিন্দাল হেলিকপ্টার দূর্ঘটনায় মারা গেলে তিনি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সনের দায়িত্ব নেন।[৪]

তিনি কোম্পানীর দায়িত্ব নেয়ার পর কোম্পানীর আয় ৪ গুন বৃদ্ধি পায়। ১৯৫২ সালে সাবিত্রী দেবীর স্বামী ওম প্রকাশ জিন্দাল ও.পি জিন্দাল গ্রুপ প্রতিষ্ঠা করেন, যিনি একজন প্রকৌশলী ছিলেন। পরবর্তীতে এটি ইস্পাত, শক্তি, খনির, তেল ও গ্যাস উৎপাদন শুরু করে। কোম্পানীর এই চারটি খাত তার চার পুত্র পৃথিভিরাজ, সজ্জন, রতন এবং নাভেন জিন্দাল কতৃক পরিচালিত হয়। জিন্দাল গ্রুপ ভারতের ৩য় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।[৫]

সাবিত্রী দেবী ভারতের সবচেয়ে ধনী নারী এবং ২০১৬ সালের হিসাবে সর্বভারতের ১৬ তম ধনী,[৬] তার $৪ বিলিয়ন ইউএস ডলারের উপর সম্পদ রয়েছে। এছাড়াও তিনি ২০১৬ সালের হিসাবে বিশ্বের ৪৫৩ তম ধনী।

রাজনীতি

সাবিত্রী দেবী ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। ২০০৫ সালে জিন্দাল হিসার সংসদীয় আসন থেকে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হন, এই আসনে তার স্বামী ওম প্রকাশ জিন্দাল প্রতিনিধিত্ব করেন। ২০০৯ সালে তিনি পুনরায় নির্বাচিত হয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর পর্যন্ত রাজ্যসরকারের মন্ত্রী ছিলেন।[৭] তিনি রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, একীকরণ, পুনর্বাসন ও গৃহায়ন মন্ত্রণালয় এবং শহুরে স্থানীয় সংস্থা ও হাউজিং রাজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

  1. Haryana Vidhan Sabha MLA
  2. "Savitri Jindal" 
  3. "Savitri Jindal"। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪ 
  4. "The World's Billionaires, #56Savitri Jindal"Forbes। ১১ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১২ 
  5. "Savitri Jindal - India's Richest Mother"। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪ 
  6. "Savitri Jindal & family"Forbes। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১০ 
  7. "Savitri Jindal finds place in Haryana government"The Economic Times। ২০১৩-১০-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৩