মাইটোসিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hamid Abrar Khan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত
Hamid Abrar Khan (আলাপ)-এর সম্পাদিত 4916405 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছেঃ কারন?
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন: ১ নং লাইন:
[[চিত্র:Mitosis Mesenchymal Stem Cells.gif|right|thumb|মাইটোসিস বিভাজনরত জীবন্ত কোষের অনুবীক্ষণ চিত্র]]
{{কাজ চলছে/২০২১}}
{{pp-pc1}}
{{pp-pc1}}
[[File:Animal cell cycle-en.svg|right|thumb|350px|প্রাণীকোষের মাইটোসিস (ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রমান্বয়ে বিভাজনের পর্যায়গুলো দেখানো হয়েছে)]]
[[File:Major events in mitosis.svg|right|thumb|350px|মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম বিভক্ত হচ্ছে]]
[[File:Mitosis Mesenchymal Stem Cells.gif|thumb|মেসেনকাইমাল স্টেম কোষের মাইটোসিস বিভাজনের সরাসরি দৃশ্য]]
[[File:Wilson1900Fig2.jpg|right|thumb|350px|পেঁয়াজ কোষের কোষচক্রের বিভিন্ন পর্যায় আণুবীক্ষণযন্ত্রে ৮০০ ব্যাসরেখা বিবর্ধনের মাধ্যমে দেখানো হচ্ছে<br /> a. অবিভাজিত কোষ<br />b. বিভাজনের জন্য নিউক্লিয়াসের প্রস্তুতি গ্রহণ (স্পাইরেম পর্যায়) <br />c. বিভাজনরত কোষ মাইটোটিক আকার ধারণ করছে <br />e. বিভাজনের ফলে সৃষ্ট একজোড়া অপত্যকোষ]]


মাইটোসিস বা সমীকরণিক হলো এক ধরনের [[কোষ বিভাজন]]। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মূলত মাইটোসিস কোষ বিভাজন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://web.archive.org/web/20121027084115/http://biology.clc.uc.edu/courses/bio104/mitosis.htm|শিরোনাম=Mitosis|তারিখ=2012-10-27|ওয়েবসাইট=web.archive.org|সংগ্রহের-তারিখ=2020-10-19}}</ref> '''মাইটোসিস''' (Mitosis) বলতে বুঝায় যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন [[ক্রোমোজোম]] ও সমপরিমাণ [[সাইটোপ্লাজম]] সহ দুইটি অপত্য [[নিউক্লিয়াস|নিউক্লিয়াসের]] সৃষ্টি হওয়াকে। মাইটোসিস কোষ বিভাজন দুই ভাগে ঘটে।
কোষবিদ্যায় '''মাইটোসিস''' ({{IPAc-en|m|aɪ|ˈ|t|oʊ|s|ɪ|s}}) হল কোষ চক্রের একটি ধাপ যেখানে ক্রোমোজোম অনুলিপিত হয়ে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন সৃষ্ট নিউক্লিয়াসে গমন করে। এ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন ছাড়াই জিনগতভাবে সমবৈশিষ্ট্যসম্পন্ন কোষ সৃষ্টি হয়।<ref>{{cite web |url=https://www.britannica.com/science/cell-biology/Cell-division-and-growth |title=Cell division and growth |website=britannica.com |publisher=ENCYCLOPÆDIA BRITANNICA |access-date=2018-11-04 |archive-url=https://web.archive.org/web/20181028112924/https://www.britannica.com/science/cell-biology/Cell-division-and-growth |archive-date=2018-10-28 |url-status=live }}</ref> সাধারণত, মাইটোসিস বিভাজনের (নিউক্লিয়াসের বিভাজন) পূর্বে ইন্টারফেজ পর্যায়ের S ধাপ (যে ধাপে DNA অনুলিপন সম্পন্ন হয়) সংঘটিত হয় এবং মাইটোসিসের পরে সম্পন্ন হয় টেলোফেজ ও সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস পর্যায়ে একটি কোষের সাইটোপ্লাজম, কোষঅঙ্গাণু এবং কোষঝিল্লি বিভক্ত হয়ে প্রায় সমান কোষীয় উপাদান সমৃদ্ধ দুটি কোষ সৃষ্টি হয়।<ref>{{cite web |last= Carter |first= J. Stein | name-list-style = vanc |date= 2014-01-14 |title= Mitosis |url= http://biology.clc.uc.edu/courses/bio104/mitosis.htm |website= biology.clc.uc.edu |url-status= dead |archive-url= https://web.archive.org/web/20121027084115/http://biology.clc.uc.edu/courses/bio104/mitosis.htm |archive-date= 2012-10-27 |access-date= 2019-11-12 }}</ref>

একটি মাতৃকোষ বিভাজিত হয়ে জিনগতভাবে অভিন্ন দুটি কোষের সৃষ্টিই হল মাইটোসিসের বিভিন্ন পর্যায়ের সম্মিলনে গঠিত প্রাণীকোষচক্রের '''মাইটোটিক''' ('''M''') '''ফেজ'''।<ref>{{Cite web|title=Mitosis - an overview {{!}} ScienceDirect Topics|url=https://www.sciencedirect.com/topics/neuroscience/mitosis|access-date=2020-11-24|website=www.sciencedirect.com}}</ref>
১. ক্যারিওকাইনেসিস(নিউক্লিয়াসের বিভাজন)<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.nature.com/scitable/topicpage/mitosis-and-cell-division-205/|শিরোনাম=Cell Division: Stages of Mitosis {{!}} Learn Science at Scitable|ওয়েবসাইট=www.nature.com|সংগ্রহের-তারিখ=2020-10-19}}</ref>

২.সাইটোকাইনেসিস(সাইটোপ্লাজমের বিভাজন)

মাইটোসিস ও সাইটোকাইনেসিস কে একসাথে মাইটোটিক বলে।

== কোথায় ঘটে? ==
প্রাণীর বর্ধনশীল সমস্ত দেহকোষে মাইটোসিস হয়। [[মেরুদণ্ডী প্রাণী|মেরুদণ্ডী প্রাণীর]] অস্থিমজ্জায় , লোমকূপে, অন্ত্রের ভিলাসগুলির অন্তর্বর্তী কূপে, অণ্ডকোষে, ক্ষতস্থানের আশে পাশে সবথেকে বেশি মাইটোসিস হয়। তবে, [[উদ্ভিদ|উদ্ভিদের]] বর্ধনশীল কান্ডে, ভূণমুকুলে, ভূণমূলে ও [[ভাজক কলা|ভাজক কলায়]] মাইটোসিস হয়। এ ছাড়া আর কিছুই নয়।

== ইন্টারফেজ ==
কোষ বিভাজনের পূর্বে কোষকে বিভাজনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়াই হলো ইন্টারফেজ। একবার কোষ সৃষ্টির পর বৃদ্ধি পেয়ে বিভাজন পর্যন্ত প্রক্রিয়াকে বলা হয় কোষচক্র। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষচক্রের ৯০-৯৫% সময় ইন্টারফেজে ব্যবহৃত হয়। বাকি ৫-১০% সময়টুকু প্রকৃতপক্ষে কোষবিভাজনের জন্য ব্যবহৃত হয়।

ইন্টারফেজ দশা বেশ বড়ো তাই একে ৩াট উপ-পর্যায় বিভক্ত করা হয়েছে।

# গ্যাপ ১ (G<sub>1<big>)</big></sub>
# সিনথেসিস ( S)
# গ্যাপ ২ (G<sub>2 <big>)</big></sub>

==== গ্যাপ ১ : ====
এই দশাতে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ (Cyclin Dependent Kinase / cdk) ভূমিকা রাখে।

== মাইটোসিস বিভাজনের ধাপসমূহ ==
মাইটোসিস বিভাজন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, তবু্ও বর্ণনার সুবিধার্থে ৫টি পর্যায় বিভক্ত করা হয়েছে।
* [[প্রোফেজ]]
*প্রো-মেটাফেজ
*মেটাফেজ
*অ্যানাফেজ
*টেলোফেজ

উদ্ভিদের বর্ধনশীল কান্ডে, ভূণমুকুলে, ভূণমূলে ও ভাজক কলায় মাইটোসিস বিভাজন ঘটে।

== মাইটোসিসের গুরুত্ব ==
মাইটোসিস কোষ বিভাজন জীবের জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ; কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি প্রাপ্ত হয়৷ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই উন্নত ধরনের জীব সৃষ্টি হতে পারে৷ এর মাধ্যমে জননাঙ্গ সৃষ্টি হয় বলে বংশবৃদ্ধির ক্রমধারা রক্ষিত হয়। প্রাণী দেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট; এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়।

== মাইটোসিসের বৈশিষ্ট্য ==
১| এ প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়।

২| প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোসোম তার নিকটস্থ মেরুতে পৌছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমসোম সংখ্যা সমান থাকে।

৩| অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুনসম্পন্ন হয়,কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোসোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়।

৪| অপত্য কোষের ক্রোমসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমসোম সংখ্যার সমান হয়ে থাকে।
৫| অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়।

== তথ্যসূত্র ==

[[বিষয়শ্রেণী:কোষ জীববিজ্ঞান]]
[[বিষয়শ্রেণী:কোষ বিভাজন]]
[[বিষয়শ্রেণী:আণবিক জীববিজ্ঞান]]

১৬:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

মাইটোসিস বিভাজনরত জীবন্ত কোষের অনুবীক্ষণ চিত্র

মাইটোসিস বা সমীকরণিক হলো এক ধরনের কোষ বিভাজন। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মূলত মাইটোসিস কোষ বিভাজন।[১] মাইটোসিস (Mitosis) বলতে বুঝায় যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোম ও সমপরিমাণ সাইটোপ্লাজম সহ দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হওয়াকে। মাইটোসিস কোষ বিভাজন দুই ভাগে ঘটে।

১. ক্যারিওকাইনেসিস(নিউক্লিয়াসের বিভাজন)[২]

২.সাইটোকাইনেসিস(সাইটোপ্লাজমের বিভাজন)

মাইটোসিস ও সাইটোকাইনেসিস কে একসাথে মাইটোটিক বলে।

কোথায় ঘটে?

প্রাণীর বর্ধনশীল সমস্ত দেহকোষে মাইটোসিস হয়। মেরুদণ্ডী প্রাণীর অস্থিমজ্জায় , লোমকূপে, অন্ত্রের ভিলাসগুলির অন্তর্বর্তী কূপে, অণ্ডকোষে, ক্ষতস্থানের আশে পাশে সবথেকে বেশি মাইটোসিস হয়। তবে, উদ্ভিদের বর্ধনশীল কান্ডে, ভূণমুকুলে, ভূণমূলে ও ভাজক কলায় মাইটোসিস হয়। এ ছাড়া আর কিছুই নয়।

ইন্টারফেজ

কোষ বিভাজনের পূর্বে কোষকে বিভাজনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়াই হলো ইন্টারফেজ। একবার কোষ সৃষ্টির পর বৃদ্ধি পেয়ে বিভাজন পর্যন্ত প্রক্রিয়াকে বলা হয় কোষচক্র। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষচক্রের ৯০-৯৫% সময় ইন্টারফেজে ব্যবহৃত হয়। বাকি ৫-১০% সময়টুকু প্রকৃতপক্ষে কোষবিভাজনের জন্য ব্যবহৃত হয়।

ইন্টারফেজ দশা বেশ বড়ো তাই একে ৩াট উপ-পর্যায় বিভক্ত করা হয়েছে।

  1. গ্যাপ ১ (G1)
  2. সিনথেসিস ( S)
  3. গ্যাপ ২ (G2 )

গ্যাপ ১ :

এই দশাতে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ (Cyclin Dependent Kinase / cdk) ভূমিকা রাখে।

মাইটোসিস বিভাজনের ধাপসমূহ

মাইটোসিস বিভাজন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, তবু্ও বর্ণনার সুবিধার্থে ৫টি পর্যায় বিভক্ত করা হয়েছে।

  • প্রোফেজ
  • প্রো-মেটাফেজ
  • মেটাফেজ
  • অ্যানাফেজ
  • টেলোফেজ

উদ্ভিদের বর্ধনশীল কান্ডে, ভূণমুকুলে, ভূণমূলে ও ভাজক কলায় মাইটোসিস বিভাজন ঘটে।

মাইটোসিসের গুরুত্ব

মাইটোসিস কোষ বিভাজন জীবের জন্য খুবই গুরুত্ত্বপূর্ণ; কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি প্রাপ্ত হয়৷ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই উন্নত ধরনের জীব সৃষ্টি হতে পারে৷ এর মাধ্যমে জননাঙ্গ সৃষ্টি হয় বলে বংশবৃদ্ধির ক্রমধারা রক্ষিত হয়। প্রাণী দেহে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট; এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়।

মাইটোসিসের বৈশিষ্ট্য

১| এ প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়।

২| প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোসোম তার নিকটস্থ মেরুতে পৌছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমসোম সংখ্যা সমান থাকে।

৩| অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুনসম্পন্ন হয়,কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোসোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়।

৪| অপত্য কোষের ক্রোমসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমসোম সংখ্যার সমান হয়ে থাকে। ৫| অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়।

তথ্যসূত্র

  1. "Mitosis"web.archive.org। ২০১২-১০-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  2. "Cell Division: Stages of Mitosis | Learn Science at Scitable"www.nature.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯