ব্যবহারকারী আলাপ:Nahian: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "সম্পাদনা অপসারণ" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৬ নং লাইন: ২৬ নং লাইন:
:[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাব ভাই]]: TrinidRishi, TriggMoff ফেসবুক গ্রুপে আমি বলেছিলাম সবাইকে। नाहयान অ্যাকাউন্ট চালানো হয়নি, কিন্তু হঠাৎ মনে পড়ায় আপনাকে ইমেইলে জানালাম। আপনি অ্যাকাউন্টগুলিকে বাধা দিয়ে দিন। <b>~ [[ব্যবহারকারী:Nahian|<span style="color:#1167b1;">নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian|<span style="color:#1167b1;">আলাপ</span>]]</sup></b> ১৬:১১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
:[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাব ভাই]]: TrinidRishi, TriggMoff ফেসবুক গ্রুপে আমি বলেছিলাম সবাইকে। नाहयान অ্যাকাউন্ট চালানো হয়নি, কিন্তু হঠাৎ মনে পড়ায় আপনাকে ইমেইলে জানালাম। আপনি অ্যাকাউন্টগুলিকে বাধা দিয়ে দিন। <b>~ [[ব্যবহারকারী:Nahian|<span style="color:#1167b1;">নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian|<span style="color:#1167b1;">আলাপ</span>]]</sup></b> ১৬:১১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
::আচ্ছা। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৬:২১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
::আচ্ছা। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৬:২১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)
::: সৎভাবে বলার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে কোন ক্রমেই এই অ্যাকাউন্টগুলিতে ঢুকবে না ও কোন নতুন অ্যাকাউন্ট তৈরি করবে না। মনে যেন থাকে। আর সংগ্রহশালা নিয়ে আমার পরামর্শ হল, পুরো বছরের আলাপ এক সংগ্রহশালায় না রেখে /সংগ্রহশালা ১, /সংগ্রহশালা ২ ইত্যাদি তৈরি কর, এতে সব একখানে রাখতে হবে না। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:৩৯, ১৪ জুন ২০২০ (ইউটিসি)


== [[:খুশি কাপুর]] নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা ==
== [[:খুশি কাপুর]] নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা ==

১৮:৩৯, ১৪ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

ব্যবহারকারী আলাপ:Nahian/আ

শানায়া কাপুর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

শানায়া কাপুর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শানায়া কাপুর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ১৭:৫৩, ১২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা অপসারণ

সুধী, লক্ষ্য করলাম শানায়া কাপুর নিবন্ধের অপসারণ প্রস্তাবনার প্রেক্ষিতে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে যে বার্তাটি দেওয়া হয়েছিল আপনি সেটা রোলব্যাক করেছেন। আমার মনে হয় এমনটা না করে বার্তাটি এভাবেই রেখে দেওয়া অথবা সংগ্রহশালায় স্থানান্তর করা উচিৎ। ধন্যবাদ।~ইসমাইল (আলাপ) ০৮:২৮, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে খুব সম্ভবত পূর্বে অনুরোধ করেছি আমিও এবং অন্য ব্যবহারকারীগণ যে, আলাপ পাতার সব আলোচনা সংগ্রহশালা করবেন। এটাই নিয়ম। এখন পর্যন্ত আপনার আলাপ পাতায় দেওয়া সকল পরামর্শ দয়া করে উদ্ধার করে সংগ্রহশালায় নিন। কারণ আপনাকে অবদানকারীগণ সময় ব্যয় করে পরামর্শ দিচ্ছে কিন্তু সেগুলো আপনি মুছে ফেলছেন। এটিতো ভালো কাজ হলো না। আপনার বাধা বিষয়ক আলোচনার উক্ত সংগ্রহশালা কোথায় করেছেন? এছাড়া, আপনাকে উক্ত বাধার অপসারণের সময় অন্য অ্যাকাউন্ট ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলাম। আপনি পুনরায় কোন অ্যাকাউন্ট ব্যবহার করেছেন কি? যদি অন্য কোন অ্যাকাউন্টে লগ-ইন করে থাকেন। তাহলে আপনার বাধা অপসারণ করার সিদ্ধান্ত ভুল ছিলো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩৫, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: আমি আপনার কথামতো দরকারি সমস্ত বার্তা সংগ্রহশালায় রেখেছি। কিন্তু বাধাপ্রাপ্ত ব্যবহারকারী বিশাল খানের পোস্টার আপলোড করার জন্যে বার্তাগুলো এতো বেশি পরিমাণে হয়ে যায় যে, আমার সংগ্রহশালা লোড হতে দেরি হচ্ছিলো বর্তমান নেটওয়ার্ক। তাই আমি তার বার্তাগুলো সরিয়ে ফেলেছি, যেগুলো প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য বার্তা সংগ্রহশালায় খুঁজে পাবেন, এমনকি আপনি পূর্বে বলেছিলেন বার্তা সংগ্রহশালায় জমা রাখতে, সে বার্তাটিও আছে এখনো। ~ নাহিয়ান আলাপ ০৩:৪৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সংগ্রহশালায় সমস্ত বার্তা আবার ফেরত আনা হয়েছে। জ্বী না, আমি অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করছিনা, আমার মূল অ্যাকাউন্ট সক্রিয়, বেশ কিছু অধিকারও রয়েছে, এসব রেখে নতুন অ্যাকাউন্ট চালানো অনর্থক। তবে AnmunBot নামে আমার একটি বট অ্যাকাউন্ট রয়েছে, যা একই ইমেইল দিয়ে তৈরি করা। সেটি উইকিপিডিয়া:বট অনুসারে তৈরি করেছি, তবে কোডিংয়ের কিছু কিছু কাজ না জানায় সেটিতেও লগিন করছিনা, পরে কোডিং জেনে কাজ করবো আশায়। আমায় বাধা প্রদানের বার্তাটি সংগ্রহশালাতেই ছিল, সরাইনি আমি। আমি শুধু বিশাল খানের বার্তাগুলিই সরিয়েছিলাম, সাথে হয়তো আরিফ ভাইয়েরও কিছু বার্তা ছিল। সব পূর্বাবস্থায় ফেরত আনা হয়েছে। আমি চেষ্টা করি উইকিতে অবদান রাখতে, ভুলক্রুটি কিছু হয়ে যায় প্রায়ই, তবে তা ক্ষমা দৃষ্টিতে দেখেবেন। অপব্যবহার/ধ্বংসপ্রবণতা চালানো আমার উদ্দেশ্য নয় কখনোই। ~ নাহিয়ান আলাপ ০৪:০৩, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আমি বট অ্যাকাউন্টের কথা বলছি না। আপনি অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করেছেন যা পূর্বের কোন আলাপে ঘোষণা করেননি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৪, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: জ্বী, এমন অ্যাকাউন্ট আছে। পূর্বের আলোচনাগুলোতে আমি কোনোটারই নাম উল্লেখ করিনি। Anmunforever নামে আমার নিজের অ্যাকাউন্ট, TrinidRishi নামে আমার রুমম্যাটের অ্যাকাউন্ট...দুটোর মাঝে কোনোটিই আপনার কাছে উল্লেখ করিনি। আপনি কোনটি কোনটি ব্লক করেছিলেন তাও আমি জানিনা। তবে অ্যাকাউন্টটির ব্যপারে আমি ফেসবুক গ্রুপে ম্যাসেজে সবার সম্মুখেই বলেছিলাম অনেক আগেই। আমি Anmunforever এর পরপরই নাম পরিবর্তন করতে চাই TrinidRishi এর, তবে ব্যার্থ হই, কেননা আমি যে নাম চাই তা অন্যকারো ছিলো। তো আবার আমায় ঢুকতে হয় নাম পরিবর্তন করতে। কাজটি ক্ষমাসুন্দরভাবে দেখবেন, আমি অপব্যবহারের উদ্দেশ্যে লগিন করিনি। ~ নাহিয়ান আলাপ ১১:৫১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
তুমি কি আমাকে বলতে পারবে, আগের আলোচনায় তুমি নাহিদ ভাইয়ের কোন কথাটা বুঝতে পারনি? তোমাকে মানা করা সত্ত্বেও আবার তুমি অন্য একাউন্টে ঢুকেছ। বুঝলাম অতীতে যা তৈরি করে ফেলেছ তা ফেরত নেওয়ার উপায় নেই, সেই ভুল ঠিক করতে চাইছ। কিন্তু তা করতে যেয়ে তুমি মানা উপেক্ষা করছ ও ক্ষমাসুন্দরভাবে দেখার কথা বলছ। এটা করতে যেয়ে তুমি কিন্তু এই বার্তা দিচ্ছি যে বারবার একই ভুল করলে সমস্যা নেই বাংলা উইকিতে, প্রশাসক কিছুই করবে না। আমার পয়েন্টটা বুঝতে পারছ? তোমাকে শেষভাবের মত বলছি অন্য কোন একাউন্টে ঢুকবে না। আর এই একই আলোচনা যাতে ভবিষ্যতে না করা লাগে, তাই তুমি অনুগ্রহ করে বল তুমি অতীতে আর কোন একাউন্ট খুলেছিলে কিনা? তোমাকে একই সাথে বলেই দেই, তোমার এই মোবাইল দিয়ে কোন বন্ধু বা কাউকে উইকিপিডিয়া একাউন্ট খুলে দিবে না, কাউকে এই মোবাইল ব্যবহার করে প্রবেশ করতে (লগইন) করতে দিবে না। আর সংগ্রহশালায় তুমি পুরো এক বছরের আলোচনা একসাথে না রেখে সংগ্রহশালা ১, ২ তৈরি কর, তাতে পুরো ৫০০ কেবি ডাটা প্রতিবার ব্যয় হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৪৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, অতীতে একই দিনে/পাশাপাশি দিনে বেশ কয়েকটি অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম। যেমন, Anmunforever, TrinidRishi, এবং আরেকটা হিন্দিতে লেখা নাহিয়ান। আমি বরাবর চেষ্টা করেছি সেগুলো লুকানোর, কিন্তু যতবার লুকানোর চেষ্টা করেছি, উল্টো ততবার ধরা খেয়েছি। তবে আমি সেগুলো বিজ্ঞাপন/ধ্বংপ্রবণতামূলক কিছু করতে খুলিনি। তবে মনে ভয় (ব্লক করা হয় কিনা আমায়, সক-পাপেট বলা হয় কিনা), দুশ্চিন্তা (অন্য অ্যাকাউন্ট চালাবোনা তো নাম কেন রাখবো, অন্যের নাম কেন রাখবো) এসবের ফলে আপনাদের মানা করা সত্ত্বেও আমি লগিন করি, ইমেইলগুলি রিমুভ করি, নাম পরিবর্তনের আবেদন করে বেরিয়ে পরি। Anmunforever এর নাম পাল্টালেও TrinidRishi ব্যার্থ হয়, তাই আবার ঢুকে আবার আবেদন করি। আমি শেষবার ক্ষমা চাইছি, আগামীতে একই ভুল আর হবেওনা, হবেওনা এ কারণে যে আমি আর ঢুকবোনা+নামগুলো চেঞ্জ হয়ে দুশ্চিন্তা কমে গেছে। ~ নাহিয়ান আলাপ ১৩:৫৭, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Anmunforever-এর কথা আগে বলেছ, TrinidRishi ও नाहयान বাদে আর কোনো অ্যাকাউন্ট খুলেছিলে? ভালো করে মনে করে দেখ। আর মনে যেন থাকে, ভবিষ্যতে কোন নতুন অ্যাকাউন্ট খুলবে না ও অতীতে অ্যাকাউন্টে ঢুকবে না (হোক এমনকি তা অন্যের নামে খোলা বা অন্য কোন কারণ)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৫, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আফতাব ভাই: TrinidRishi, TriggMoff ফেসবুক গ্রুপে আমি বলেছিলাম সবাইকে। नाहयान অ্যাকাউন্ট চালানো হয়নি, কিন্তু হঠাৎ মনে পড়ায় আপনাকে ইমেইলে জানালাম। আপনি অ্যাকাউন্টগুলিকে বাধা দিয়ে দিন। ~ নাহিয়ান আলাপ ১৬:১১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২১, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
সৎভাবে বলার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে কোন ক্রমেই এই অ্যাকাউন্টগুলিতে ঢুকবে না ও কোন নতুন অ্যাকাউন্ট তৈরি করবে না। মনে যেন থাকে। আর সংগ্রহশালা নিয়ে আমার পরামর্শ হল, পুরো বছরের আলাপ এক সংগ্রহশালায় না রেখে /সংগ্রহশালা ১, /সংগ্রহশালা ২ ইত্যাদি তৈরি কর, এতে সব একখানে রাখতে হবে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৯, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

খুশি কাপুর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

খুশি কাপুর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/খুশি কাপুর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ১৪:৪৮, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অন্বেষী জৈন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

অন্বেষী জৈন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অন্বেষী জৈন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৫:৪৭, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন