বিল পিটো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিল পিটো
জন্ম
এবেনেজার উইলিয়াম পিটো

(১৮৬৯-০২-১৪)১৪ ফেব্রুয়ারি ১৮৬৯
মৃত্যু২৩ মার্চ ১৯৪৩(1943-03-23) (বয়স ৭৪)
জাতীয়তাবৃটিশ, কানাডিয়
পেশাউদ্যান ওয়ার্ডেন, সৈনিক
পরিচিতির কারণপর্বত পথ প্রদর্শন, প্রাণী শিকার, উদ্যান ব্যবস্থাপনা

এবেনেজার উইলিয়াম 'বিল' পিটো (উচ্চারণ:/ˈpt/ PEE-toh)(জন্মঃ ১৪ ফেব্রুয়ারি, ১৮৬৯, কেন্ট, ইংল্যান্ড - মৃত্যুঃ ২৩ মার্চ, ১৯৪৩ ব্যানফ, আলবার্টা)[১] একজন অগ্রণী পর্বত-পথপ্রদর্শক, এবং কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত ব্যানফ জাতীয় উদ্যানের শুরুর সময়ের উদ্যান অয়ার্ডেন। তিনি ইংরেজ পর্বতারোহি ও অভিযাত্রী এডওয়ার্ড হোয়াইম্পারকে ভারমিলিয়ন গিরিপথে পথ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিলেন।[২] তার তোলা বিশাল চিত্রে আলবার্টার ব্যানফ শহরের প্রবেশপথ সুষ্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল। পিটো হিমবাহ, পিটো পর্বত, মহাদেশীয় বিভাজকে অবস্থিত পিটো হ্রদ তার সম্মানে নামকরণ করা হয়েছে।

কর্মজীবন[সম্পাদনা]

বিল পিটো কানাডায় আগমনের পূর্বে ইংল্যান্ডে বাস করতেন।[৩] তিনি ১৮৮৭ সালের ফেব্রুয়ারিতে কানাডায় অভিগমন করেন, এবং কানাডিয় রকি পর্বমালা অঞ্চলে রেলওয়ে শ্রমিকের কাজ করেন।[৪] পরবর্তিতে তিনি পর্বতারোহী, অভিযাত্রীদের পথ প্রদর্শকের কাজ করেন।[৫] ১৮৯০-এর দশকের মধ্য সময়ে তিনি বো নদীর কাছে কাঠের গুড়ি দিয়ে একটি ঘর তৈরী করেছিলেন, যেখানে তিনি বিভিন্ন প্রাণী শিকার ও বধের ফাঁদ এবং নিজস্ব তৈজসপত্র রাখতেন।[৬] বিল পিটো ১৯১৩ সালে ব্যানফ জাতীয় উদ্যানের অয়ার্ডেন হিসেবে যোগদেন[৪] চাকরিরত অবস্থায় তিনি তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেন।-

  • ১৮৯৯ সালে কানাডার লর্ড স্ট্র্যাথকোনা'র হর্স রেজিমেন্টের হয়ে বয়ের যুদ্ধে অংশ নেন।
  • কানাডার ১২তম মাউন্টেড রেজিমেন্ট ও মেশিন গান ব্রিগেডের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স ও বেলজিয়ামে লড়াই করেন।
  • ইপ্রেসের যুদ্ধে তার ডান পা আঘাত পান।

অবসর ও মৃত্যু[সম্পাদনা]

বিল পিটো ১৯১৩ হতে ১৯৩৬ সাল্ পর্যন্ত ব্যানফ জাতীয় উদ্যানের অয়ার্ডেনের চাকরি করেন। ১৯৩৬ সালে অবসরের পর তিনি একাকাঈ জীবন যাপন করতেন[৫] ১৯৪৩ সালের ২৩ মার্চ ব্যানফ শহরে মৃত্যু বরণ করেন[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.pioneersalberta.org/profiles/p.html#peyto "Pioneer Profiles"
  2. "Archived copy"। ২০১১-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  3. Themes, Subatomic। "Bill Peyto Park Guardian | Canadian Rockies Vacations Guide - Banff National Park" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১ 
  4. "Archived copy"। ২০১৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  5. গোল্ড, জ্যাকি (২০০৭-০৮-২০)। "BILL PEYTO: A RARE BREED IN BANFF"ব্যানফ হেরিটেজ ট্যুরিজম। ২০০৭-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১ 
  6. "Archived copy"। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১২ 
  7. "Bill Peyto (1869-1943) - Find A Grave Memorial"www.findagrave.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০১