বিবিআইএন সংযুক্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিবিআইএন
সদস্য দেশগুলি গাঢ় সবুজ বর্ণের
সদস্য দেশগুলি গাঢ় সবুজ বর্ণের
প্রতিষ্ঠা১৪ মে ১৯৯৭
আয়তন
• মোট
৩৪,৯৯,৫৫৯ কিমি (১৩,৫১,১৮৭ মা)
জনসংখ্যা
• ২০১৪ আনুমানিক
১৪৬৫২৩৬০০০
জিডিপি (পিপিপি)২০১৫ আনুমানিক
• মোট
$৮.৬৪৬ টিলিওন

বিবিআইএন বা "বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সংযুক্তি" হল সার্ক ভুক্ত চারটি দেশ নেপাল, ভুটান, বাংলাদেশভারতের মধ্যে একটি পরিকাঠামো, যেটির উদ্দেশ্য জলের উৎসের সঠিক ব্যবহার এবং বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। বিবিআইএন ভূমি বেষ্টিত (ল্যান্ড ব্লক) দেশ নেপালভুটান ভারত এর কলকাতা বন্দর, হলদিয়া বন্দর এবং বাংলাদেশ এর চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ব্যবহারের বিশেষ সুবিধা পাবে।

ইতিহাস[সম্পাদনা]

বিবিআইএন ১৯৯৭ সালের ১৪ মে গড়ে ওঠে। ৮ জুন ২০১৫ সালে বাংলাদেশ সরকার বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট এর খসড়া তৈরি করে ও ১৫ জুন (২০১৫) ভুটান-এর রাজধানী থিম্পুতে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। এই চুক্তি দ্বারা চারটি দেশের যাত্রীবাহি,পন্যবাহি ও ব্যক্তিগত যানবাহন নির্দিষ্ট রুটে চলাচল করতে পারবে এবং সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে।

বিবিআইএন সড়ক রুট[সম্পাদনা]

ভারত-বাংলাদেশ-ভারত রুট[সম্পাদনা]

ভুটান-ভারত-বাংলাদেশ রুট[সম্পাদনা]

নেপাল-ভারত-বাংলাদেশ রুট[সম্পাদনা]

  • ১. কাঠমান্ডু-কাকরভিটা-নেপাল ভারত সীমান্ত-শিলিগুড়ি-ভারত বাংলাদেশ সীমান্ত-চট্টগ্রাম বা মোংলা বন্দর।

তথ্যসূত্র[সম্পাদনা]