বিনেশ্বর ব্রহ্ম প্রকৌশল মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনেশ্বর ব্রহ্ম প্রকৌশল মহাবিদ্যালয়
Bineswar Brahma Engineering College
ধরনসরকারি
স্থাপিত২০০৮
অধ্যক্ষকমল কুমার ব্রহ্ম
স্নাতক১২০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনউপ-শহরাঞ্চল
সংক্ষিপ্ত নামবিবিইচি ( BBEC )
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আসাম
ওয়েবসাইটwww.bbec.ac.in

বিনেশ্বর ব্রহ্ম প্রকৌশল মহাবিদ্যালয়(Bineswar Brahma Engineering College) আসাম সরকার দ্বারা ২০০৮ সালে কোকরাঝাড় জেলায় প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালে আসাম সরকার কোকরাঝাড়ে একটি প্রকৌশল মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা করেছিলেন। সেইমর্মে ২০০৮ সালের ১৬ আগস্ট তারিখে আসামের মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ নিজেই কোকরাঝাড় শহর থেকে ৫ কি.মি. দূরে চন্দ্রপারা গাঁওতে বিনেশ্বর ব্রহ্ম প্রকৌশল মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মহাবিদ্যালয়টির নামকরণ বড়ো সাহিত্য সভার প্রাক্তন সভাপতি বিনেশ্বর ব্রহ্মের নাম করা হয়। এই প্রকৌশল মহাবিদ্যালয়টি AICTE (All India Council for Technical Education )-অর মান্যতাপ্রাপ্ত[১]। এই প্রতিষ্ঠানটি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ।

অবস্থান এবং পরিবহণ[সম্পাদনা]

বিনেশ্বর ব্রহ্ম প্রকৌশল মহাবিদ্যালয় কোকরাঝাড় শহর থেকে ৫ কি.মি. দূরে চন্দ্রপারা গাঁওতে অবস্থিত।

শিক্ষা[সম্পাদনা]

মহাবিদ্যালয়ে নিম্নোক্ত শাখাসমূহে শিক্ষা এবং স্নাতক ডিগ্রী প্রদান করা হয়

প্রকৌশল পাঠক্রম[সম্পাদনা]

বিষয় সময় আসন
রসায়নিক প্রকৌশল ( Chemical Engineering) ৪ বছর ৬০
বৈদ্যুতিক প্রকৌশল ( Electrical engineering) ৪ বছর ৬০

| style="text-align: left; vertical-align: top; " |

উৎসব[সম্পাদনা]

এখানে " Technisia " নামের বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন স্থানের ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এখানে মূলতঃ প্রযুক্তি এবং কলা-সংস্কৃতির সাথে জড়িত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে নিয়মিতভাবে "আলোচনাচক্র", "রোবটিক কর্মশালা" এবং বার্ষিক মহাবিদ্যালয় সপ্তাহ অনুষ্ঠিত হয়।

ট্রেইনিং এবং প্লেসমেন্ট[সম্পাদনা]

মহাবিদ্যালয়ের ট্রেনিং এবং প্লেসমেন্ট সেল ছাত্র-ছাত্রীর ইন্টার্নশিপ ট্রেনিং এবং ক্যাম্পাস ইন্টারভিউসমূহ দেখাশুনা করে। মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সংস্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

তথ্য সংযোগ[সম্পাদনা]

  1. "AICTE মান্যতা"। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]