বিষয়বস্তুতে চলুন

তরুণ গগৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তরুণ গগৈ
মুখ্যমন্ত্রী (অসম)
উত্তরসূরীIncumbent
সংসদীয় এলাকাTitabar
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-০৪-০১)১ এপ্রিল ১৯৩৬
রাঙ্গাজান, যোরহাট, আসাম, ভারত
মৃত্যু২৩ নভেম্বর ২০২০(2020-11-23) (বয়স ৮৪)
গুয়াহাটি, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীডলি গগৈ
সন্তানএকটি পুত্র এবং একটি কন্যা
বাসস্থানযোরহাট, আসাম, ভারত
১৮ জুন, ২০০৬ অনুযায়ী
উৎস: অসম সরকার

তরুণ গগৈ (অসমীয়া: তৰুণ গগৈ) (১ এপ্রিল ১৯৩৬-২৩ নভেম্বর ২০২০[][] ) হলেন ভারতের আসামের রাজ্যের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তরুণ গগৈ ১৯৩৬ সালের ১ এপ্রিল আসামের যোরহাট জেলার রাঙ্গাজান চা-বাগানে জন্মগ্রহণ করেন।[] তিনি অসমের যোরহাট গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষালাভ করেন এবং যোরহাটের জে. বি. কলেজ থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হন। এরপর তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। এরপর ১৯৭৭, ১৯৮৩ এবং ১৯৯১ সালে তিনি লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত তিনি ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী) ছিলেন এবং ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী ছিলেন। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তরুণ গগৈ মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে অসম বিধানসভার সদস্য ছিলেন। ১৯৯৯ সালে তিনি আবার লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। ২০০১ সালে তরুণ গগৈ অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালের নির্বাচনেও তরুণ গগৈয়ের নেতৃত্বাধীনে ভারতীয় জাতীয় কংগ্রেস পুনরায় জয়লাভ করে এবং শ্রী গগৈ দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী পদাভিষিক্ত হন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৬৮ সনে তরুণ গগৈ যোরহাট পৌরসভা সদস্য হিসাবে নির্বাচিত হন।[]

সাংসদ হিসাবে

[সম্পাদনা]

বিধায়ক হিসাবে

[সম্পাদনা]

মুখ্যমন্ত্রী হিসাবে

[সম্পাদনা]

২০০১ সনের ১৭ মে তারিখে তরুণ গগৈ অসমের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন। এর পরে ২০০৬ এবং ২০১১ সনে তৃতীয়বার সমষ্টির অসমের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।[]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Former Assam Chief Minister Tarun Gogoi dies at 86"ndtv.com। NDTV। ২৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ নভেম্বর ২৩, ২০২০ 
  2. "Former Assam chief minister Tarun Gogoi passes away at 84"hindustantimes.com। Hindustan Times। ২৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ নভেম্বর ২৩, ২০২০ 
  3. "About Chief Minister of Assam"। Government of Assam। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১২ 
  4. "তরুণ গগৈর তথ্য"National Informatics Centre, Assam State Centre, Guwahati। Assam Legislative Assembly, Dispur, Guwahati। সংগ্রহের তারিখ October 02, 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)