বিদ্যা সাগর কেশরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিদ্যা সাগর কেশরী একজন রাজনীতিবিদ, সমাজকর্মী এবং বিহারের আরারিয়া শহরের ফোর্বসগঞ্জ থেকে আগত একজন শিক্ষাবিদ। কলেজের তিনি ছাত্রনেতা হিসাবে সক্রিয় ছিলেন। পরবর্তীকালে, তিনি আরও বেশি করে সামাজিক কাজে জড়িত হন বিশেষত নিম্ন বর্ণের মানুষদের সামাজিক উন্নয়নে কাজ করেন। তিনি বিভিন্ন বর্ণের মধ্যে সামাজিক সম্প্রীতি তৈরি করার চেষ্টা করে চলেছেন এবং এ লক্ষ্যে তিনি সৌহারদা ভারত নামে একটি এনজিও পরিচালনা করেন, যা আন্তঃজাতি উৎসব, মেলা ও পূজা আয়োজনে সক্রিয়ভাবে জড়িত থাকে। তিনি বিহারের ভারতীয় জনতা পার্টির সদস্য। ২০১৪ সালে ফোর্বসগঞ্জ আসন থেকে তিনি বিহার বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। [১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]