বার্ট্রান্ড রাসেলের দার্শনিক দৃষ্টিভঙ্গি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বার্ট্রান্ড রাসেলের দার্শনিক দৃষ্টিভঙ্গি দার্শনিক এবং গণিতবিদ বার্ট্রান্ড রাসেলের (১৮৭২ - ১৯৭০) দর্শন সম্পর্কিত পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে, যেটি ১৮৯৬ সালে তার প্রথম লেখা প্রকাশের পর থেকে ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রকাশিত তার লেখা ও কর্মের প্রেক্ষিতে বিবেচনা করা হয়।

দর্শন বিষয়ক কাজ[সম্পাদনা]

রাসেলকে সাধারণত বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে কৃতিত্ব দেওয়া হয় এবং তিনি যুক্তিবিদ্যা, গণিতের দর্শন, অধিবিদ্যা, নীতিশাস্ত্র এবং জ্ঞানতত্ত্ব সম্পর্কিত বহু কাজও করেছিলেন।

বিশ্লেষণাত্মক দর্শন[সম্পাদনা]

এখন যাকে "বিশ্লেষণী দর্শন" বলা হয় তা বিকাশে বার্ট্রান্ড রাসেল সহায়তা করেছিলেন। জি. ই. মুরের পাশাপাশি রাসেলকে আদর্শবাদ, একটি দার্শনিক ধারা যা জি ডব্লিউ.এফ. হেগেল এবং তার ব্রিটিশ অনুসারী এফ. এইচ. ব্র্যাডলি দ্বারা প্রভাবিত হয়েছিল, -এর বিরুদ্ধে ব্রিটিশ প্রতিপক্ষ হিসাবে দেখানো হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Copleston, Frederick Charles (১৯৭৫)। History of Philosophy। Paulist Press। পৃষ্ঠা 577। আইএসবিএন 0-8091-0072-X। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

বার্ট্রান্ড রাসেলের দর্শন সম্পর্কিত রচনা

বার্ট্রান্ড রাসেলের দর্শন বিষয়ক রচনা

অডিও

অন্যান্য