বাংলার ক্রিকেটারদের তালিকা
অবয়ব
এটি সেই সমস্ত ক্রিকেটারদের তালিকা যারা বাংলা ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণী, লিস্ট এ বা টি- টি২০ ক্রিকেট খেলেছেন।[১] প্রদত্ত ঋতু প্রথম এবং শেষ ঋতু; খেলোয়াড় অগত্যা মধ্যবর্তী সব মৌসুমে খেলেন না। বোল্ড খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
২০১৫/১৬ মৌসুমের শেষে সর্বশেষ আপডেট করা হয়েছে।
অ
[সম্পাদনা]- অদ্রীশ ব্যানার্জি, ১৯৯২/৯৩[ক]
- অনির্বাণ চ্যাটার্জি, ২০০৩/০৪-২০০৪/০৫
- অনিল ভট্টাচার্য, ১৯৫৩/৫৪-১৯৬৪/৬৫
- অভিষেক চৌধুরী, ২০১০/১১
- অভিষেক ব্যানার্জি, ২০০৮/০৯
- অভিক চৌধুরী, ২০০৭/০৮-২০০৮/০৯
- অমিত ব্যানার্জি, ২০১৪/১৫
- অমিতাভ চক্রবর্তী, ২০০১/০২-২০০৭/০৮
- অমিতাভ ব্যানার্জি, ১৯৯৬/৯৭-২০০০/০১
- অরিজিৎ বসু, ২০০০/০১-২০০২/০৩
- অরূপ ভট্টাচার্য, ১৯৮০/৮১-১৯৮৯/৯০
- অশোক চ্যাটার্জি, ১৯৪৩/৪৪-১৯৪৭/৪৮
- অলোক ভট্টাচার্য, ১৯৭০/৭১-১৯৮৬/৮৭
উ
[সম্পাদনা]- উদয়ভানু ব্যানার্জী, ১৯৭৮/৭৯-১৯৮৫/৮৬
- উৎপল চ্যাটার্জি, ১৯৮৪/৮৫-২০০৪/০৫
ঋ
[সম্পাদনা]- ঋত্বিক চ্যাটার্জী, ২০১৩/১৪
ক
[সম্পাদনা]- কপিল অরোরা, ১৯৯৪/৯৫
- কমল ভট্টাচার্য, ১৯৬৩/৬৪
- কমল ভট্টাচার্য, ১৯৩৫/৩৬-১৯৪৬/৪৭
- কল্যাণ চৌধুরী, ১৯৭০/৭১-১৯৭৮/৭৯
- কল্যাণ বিশ্বাস, ১৯৫৫/৫৬-১৯৬১/৬২
- কার্তিক বোস, ১৯৩৫/৩৬-১৯৫১/৫২
গ
[সম্পাদনা]- গণপতি বোস, ১৯৬৫/৬৬
- গণেশ বোস, ১৯৩৫/৩৬-১৯৪২/৪৩
- গীতিময় বসু, ২০১০/১১–২০১৩/১৪
- গোপাল চক্রবর্তী, ১৯৫৪/৫৫-১৯৬৩/৬৪
- গোপাল বোস, ১৯৬৮/৬৯-১৯৭৭/৭৮
চ
[সম্পাদনা]- চন্দ্রনাথ চ্যাটার্জি, ১৯৮৬/৮৭
- চম্পি চ্যাটার্জি, ১৯৮৩/৮৪
- চরণজিৎ সিং, ১৯৯৭/৯৮-১৯৯৯/০০
জ
[সম্পাদনা]- জন ব্রকলব্যাঙ্ক, ১৯৪৭/৪৮
- জয়জিৎ বসু, ২০১১/১২–২০১৩/১৪
- জর্জ কার্টার, ১৯৩৭/৩৮-১৯৩৮/৩৯
- জি আরাতুন, ১৯৩৫/৩৬
- জিতেন্দ্র ব্যানার্জি, ১৯৩৫/৩৬-১৯৩৯/৪০
- জেমস আলেকজান্ডার, ১৯৩৬/৩৭-১৯৩৭/৩৮
- জ্যাক বেডওয়েল, ১৯৪০/৪১
- জেএস ব্ল্যাকবার্ন, ১৯৬২/৬৩
ড
[সম্পাদনা]- ডি অধিকারী, ১৯৮০/৮১-১৯৮২/৮৩
- ডেভিড কুপার, ১৯৪২/৪৩
ত
[সম্পাদনা]- তপন ব্যানার্জি, ৬৫/৬৬-১৯৮২/৮৯
- তপন ভট্টাচার্য, ১৯৭৪/৭৫
- তারা ভট্টাচার্য, ১৯৩৮/৩৯-১৯৪০/৪১
দ
[সম্পাদনা]- দিব্যেন্দু চক্রবর্তী, ২০০৩/০৪-২০১০/১১
- দেবাশিস চক্রবর্তী, ১৯৮৪/৮৫
ন
[সম্পাদনা]- নন্দু চন্দ্রভারকর, ১৯৭৪/৭৫
- নির্মল চ্যাটার্জি, ১৯৩৭/৩৮-১৯৫৪/৫৫
- নৃপেশ বিশ্বাস, ১৯৬৩/৬৪
প
[সম্পাদনা]- পরিমল বসু, ১৯৬২/৬৩
- পল কেরি, ১৯৪৪/৪৫
- পার্থসারথি ভট্টাচার্য, ২০১১/১২–২০১৫/১৬
- নিরোদ চৌধুরী, ১৯৪৪/৪৫-১৯৫৪/৫৫
- প্রকাশ ভান্ডারী, ১৯৫৮/৫৯-১৯৬৩/৬৪
- অলোক প্রতাপ সিং, ২০১২/১৩–২০১৫/১৬
- প্রবীণ আম্রে, ১৯৯৬/৯৭
- প্রবীর আচার্য, ১৯৯৫/৯৭
- প্রবীর চাইল, ১৯৭৭/৭৮-১৯৮২/৮৩
- প্রমোদ চান্ডিলা, ২০১৫/১৬
- প্রলে চেইল, ১৯৬৯/৭০-১৯৭৫/৭৬
- প্রশান্ত ভট্টাচার্য, ১৯৫৮/৫৯-১৯৫৯/৬০
- প্রীতম চক্রবর্তী, ২০১৩/১৪-২০১৪/১৫
- প্রেমাংসু চ্যাটার্জি, ১৯৪৬/৪৭-১৯৫৯/৬০
ব
[সম্পাদনা]- বরুন বর্মণ, ১৯৭২/৭৩-১৯৮৬/৮৭
- বাপি বোস, ১৯৩৫/৩৬
- বিকাশ চৌধুরী, ১৯৫৯/৬০-১৯৬২/৬৩
- বোদ্দুপল্লী অমিত, ২০১৩/১৪
ম
[সম্পাদনা]- মন্টু ব্যানার্জি, ১৯৪১/৪৩-১৯৫৩/৫৪
- মলয় ব্যানার্জি, ১৯৭৬/৭৭-১৯৮০/৮১
- মাধব আপ্তে, ১৯৫৭/৫৮
- মাধুর্য বড়ুয়া, ১৯৫৯/৬০
- মুনীশ অরোরা, ১৯৯৮/৯৯
র
[সম্পাদনা]- রণদেব বসু, ১৯৯৮/৯৯-২০১১/১২
- রবি বন্দ্যোপাধ্যায়, ১৯৭০/৭১-১৯৭৪/৭৫
- রবীন্দ্র চন্দ, ১৯৫৪/৫৫-১৯৬৩/৬৪
- রমেশ ভাটিয়া, ১৯৬৪/৬৪-১৯৭১/৭২
- রানা চৌধুরী, ২০০৬/০৭-২০০৭/০৮
- রোহন বন্দ্যোপাধ্যায়, ২০০৮/০৯-২০১৪/১৫
শ
[সম্পাদনা]- শঙ্কর ভট্টাচার্য, ১৯৮৯/৮৭
- শিবাজী বসু, ১৯৪৯/৫০-১৯৫৭/৫৮
- শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ২০১৪/১৫
- শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, ১৯৭৭/৭৮-১৯৭৮/৭৯
- শুট ব্যানার্জী, ১৯৩৫/৩৬-১৯৩৬/৩৭
স
[সম্পাদনা]- সত্যেন ভট্টাচার্য, ১৯৯১/৯২
- সনৎ ভট্টাচার্য, ১৯৮২/৮৩
- সমীর চক্রবর্তী, ১৯৭১/৭২-১৯৭৫/৭৬
- সম্বরন ব্যানার্জি, ১৯৭৩/৭৪-১৯৮৯/৯০
- সলিল ব্যানার্জি, ১৯৫৮/৫৯-১৯৬১/৬২
- সুজিত বোস, ১৯৫৭/৫৮-১৯৫৯/৬০
- সুদীপ চ্যাটার্জি, ২০০৯/১০-২০১৫/১৬
- সুদীপ চন্দ, ১৯৯৮/৯৯
- সুবীর ভট্টাচার্য, ১৯৮০/৮০
- সুশীল বোস, ১৯৩৫/৩৬-১৯৪৮/৪৯
- সৌভিক ব্যানার্জি, ১৯৯৬/৯৭
- স্ট্যানলি বেহেরেন্ড, ১৯৩৫/৩৬-১৯৪০/৪১
- সুব্রত ব্যানার্জি, ১৯৯৬/৯৭-১৯৯৮/৯৯
- সৌরভ গাঙ্গুলি ১৯৯২-২০০৮
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bengal players"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ Punjab v Bengal, scorecard, CricktArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ India under-19s v England under-19s, CricketArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ Audrish Banerjee, CricketArchive. Retrieved 19 June 2020. (সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ Audrish Banerjee, CricInfo. Retrieved 19 June 2020.
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ফেব্রুয়ারি ১৯৯৩-এ রঞ্জি ট্রফিতে বাংলার পক্ষে একমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন বন্দ্যোপাধ্যায়। মূলত একজন বোলার, তিনি ১৬ ওভার উইকেটশূন্য বোলিং করেছেন এবং ৪ রান করেছেন।[২] ব্যানার্জি বছরের শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছিলেন,[৩] কিন্তু ১৯৯৩ সালের ফেব্রুয়ারির পর আর কোনো ক্রিকেট খেলেননি বলে জানা গেছেন।[৪] তিনি ১৯৭৫ সালে বেলুরমাঠে জন্মগ্রহণ করেন।[৫]