বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
অবয়ব
(বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর | |
---|---|
ধরন | দলের নির্বাহী কর্মকর্তা |
যার কাছে জবাবদিহি করে | জাতীয় কাউন্সিল |
মনোনয়নদাতা | নির্বাহী পরিষদের সদস্য |
নিয়োগকর্তা | নির্বাহী পরিষদের সদস্য |
সর্বপ্রথম | আবুল আ'লা মওদুদী |
গঠন | ১৯৭৫ |
প্রতিষ্ঠাতা | আবুল আ'লা মওদুদী |
ডেপুটি | নায়েবে আমীর |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বা আমীরে জামায়াত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ শীর্ষ স্থানীয় নেতা। তিনি দলের দিক নিদর্শন প্রদর্শন করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন। তিনি দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিন বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।[১][২][৩][৪]
তালিকা
[সম্পাদনা]ক্রম | প্রতিকৃতি | নাম | যোগদান | অব্যাহতি |
---|---|---|---|---|
০১ | আবদুর রহিম | ১৯৫৬ | ১৯৬০ | |
০২ | গোলাম আযম | ১৯৬০ | ১৯৭১ | |
আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত) | ১৯৭৯ | ১৯৯২ | ||
০২ | গোলাম আযম | ১৯৯২ | ২০০০ | |
০৩ | মতিউর রহমান নিজামী | ২০০০ | ২০১৬ | |
০৪ | মকবুল আহমদ | ২০১৬ | ২০১৯ | |
০৫ | শফিকুর রহমান | ২০১৯ | বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জামায়াতে নতুন আমির শফিকুর রহমান"। দৈনিক ইত্তেফাক। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
- ↑ "সরকারের সঙ্গে সংঘাতে যাবে না জামায়াতে ইসলামী"। বণিক বার্তা। ১ ফেব্রুয়ারী ২০২৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত আমীর"। দৈনিক নয়া দিগন্ত। ৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আবারও জামায়াতের আমির শফিকুর রহমান"। বাংলা ট্রিবিউন। ৩১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।