বিষয়বস্তুতে চলুন

বল্লভভাই পটেল বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২২°৩৩′১৮″ উত্তর ৭২°৫৫′৩০″ পূর্ব / ২২.৫৫৫° উত্তর ৭২.৯২৫° পূর্ব / 22.555; 72.925
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বল্লভভাই পটেল বিশ্ববিদ্যালয়
સરદાર પટેલ યુનિવર્સીટી
অন্যান্য নাম
এসপিইউ
প্রাক্তন নাম
সর্দার বল্লভভাই বিদ্যাপীঠ
নীতিবাক্য
शीलवृत्तफलं श्रुतम्
বাংলায় নীতিবাক্য
চরিত্র ও আচরণ শিক্ষার ফল
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত৩১ অক্টোবর ১৯৫৫ (1955-10-31)
প্রতিষ্ঠাতাভাইলালভাই পটেল
আচার্যগুজরাটের রাজ্যপাল তাঁর কার্যালয় থেকে।
উপাচার্যঅধ্যাপক নিরঞ্জন পটেল (কর্মকর্তা)
অবস্থান, ,
388120
,
২২°৩৩′১৮″ উত্তর ৭২°৫৫′৩০″ পূর্ব / ২২.৫৫৫° উত্তর ৭২.৯২৫° পূর্ব / 22.555; 72.925
শিক্ষাঙ্গনগ্রামীণ
অধিভুক্তিইউজিসি; ন্যাক;
ওয়েবসাইটwww.spuvvn.edu
মানচিত্র

বল্লভভাই পটেল বিশ্ববিদ্যালয় (এসপিইউ) হল ভারতের গুজরাট রাজ্যের বল্লভ বিদ্যানগরের শহরের একটি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নামকরণ ভারতের লৌহমানব বল্লভভাই পটেলের নামানুসারে করা হয়েছে। এটি ১৯৫৫ সালের অক্টোবর মাসে তৎকালীন বোম্বাই প্রদেশের আইনসভার[] একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইউজিসি কর্তৃক ১৯৬৮ সালের অক্টোবর মাসে ইউজিসি আইনের ২(এফ)-এর অধীনে স্বীকৃত হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "NAAC Accreditation"www.naac.gov.in। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Sardar Patel University Act, 1955."। ১৯৫৫-১০-৩১।