বলেশ্বর নদী
অবয়ব
(বলেশ্বর নদ থেকে পুনর্নির্দেশিত)
বলেশ্বর নদী | |
বলেশ্বর নদী
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | বরিশাল বিভাগ |
জেলাসমূহ | পিরোজপুর জেলা বরগুনা জেলা, বাগেরহাট জেলা |
উৎস | কালীগঙ্গা নদী |
মোহনা | বঙ্গোপসাগর |
দৈর্ঘ্য | ১৪৬ কিলোমিটার (৯১ মাইল) |
বলেশ্বর নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পিরোজপুর, বাগেরহাট ও বরগুনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৪৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৬৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পাণ্ডব নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৯।[১] এই নদীটি সুন্দরবনের মাঝে অবস্থিত একটি নদী।
বর্ণনা
[সম্পাদনা]বলেশ্বর নদীটি বাগেরহাট জেলার পূর্ব সীমান্তে এবং বরগুনা জেলার পশ্চিম সীমান্তে অবস্থিত।[২] নদীটির পূর্ব প্রান্তে পৃথিবীর সর্ববৃহৎ উপকূলীয় বনভূমি সুন্দরবন অবস্থিত। নদীটি গঙ্গা-ভ্রম্মপুতে ডেলটায় অবস্থিত। বলেশ্বর নদী দক্ষিণে প্রবাহিত হয়ে হরিণঘাটা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীর মোহনায় লালদিয়া সমুদ্রসৈকত অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৫৩-৫৪। আইএসবিএন 984-70120-0436-4।
- ↑ HM Khaled Kamal (২০১২)। "Bagerhat District"। Sirajul Islam and Ahmed A. Jamal। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫।
বাংলাদেশের নদী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |