ফ্লোরা সাইনি
অবয়ব
ফ্লোরা সাইনি | |
---|---|
জন্ম | |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
ফ্লোরা সাইনি (তার পর্দায় নাম আশা সাইনি নামেও পরিচিত) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।[১] তিনি মূলত তেলুগু চলচ্চিত্রে কাজ করেন; এছাড়াও তিনি কন্নড়, তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র প্রেমা কোসাম-এ অভিষেকের পর তিনি এপর্যন্ত ৫০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন; যেখানে তার বিপরীতে রজনীকান্ত, বিজয়কান্ত, প্রভু, কার্তিক, বালকৃষ্ণ, ভেঙ্কটেশ, জগপতী বাবু এবং রাজশেখরের মতো অভিনেতারা অভিনয় করেছেন।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৯৯ | প্রেমা কোসাম | ঐশ্বর্য | তেলুগু | |
২০০০ | আন্থা মানা মাঞ্চিকে | নিশা | ||
আম্মো! ওকাতো তারিখু | জিকে স্ত্রী | |||
সাবসে বাড়া বেইমান | হিন্দি | |||
ইয়ে হ্যায় গ্রিন সিগন্যাল | ||||
মানাসুন্না মারাজু | তেলুগু | |||
চালা বাগুন্দি | গঙ্গা | |||
২০০১ | ছেপ্পালানি ভুন্দি | |||
সারদুকুপোদাম রান্ডি | নিশা | |||
টাইমপাস | ||||
আক্কা বাভেক্কাড়া | শিল্পা | |||
নাভভুথু বাথাকালিরা | ||||
নারাসিমহা নাইড়ু | সন্ধ্যা | |||
প্রেমাথো রা | আনিথা | |||
রাউডিশিটার | ||||
সুভাকারিয়াম | ||||
নুভভু নাকু নাচাভ | আশা | |||
২০০২ | ও চিন্নাদানা | আশা | ||
আদ্রুস্তাম | স্মিতা / পিঙ্কি | |||
কোদান্দা রামা | সঙ্গীতা | কন্নড় | ||
সোন্থাম | আশা | তেলুগু | বিশেষ উপস্থিতি | |
ভারত ভাগ্য বিধাতা | শবনম | হিন্দি | ||
২০০৩ | ওত্তেসি ছেপুথুন্না | তেলুগু | ||
২০০৪ | লাভ ইন নেপাল | ম্যাক্সি | হিন্দি | |
১৪৩ | তেলুগু | |||
স্বামী | বিশেষ উপস্থিতি | |||
গজেন্দ্র | কৌশল্য | তামিল | ||
২০০৫ | গিরি | কন্নড় | ||
মি. এরাবাবু | তেলুগু | বিশেষ উপস্থিতি | ||
নাম্মান্না | কন্নড় | |||
সরি এনাকু কালিয়ানামায়িদিচু | মঞ্জু | তামিল | ||
২০০৬ | কুস্থি | অভি | ||
২০০৮ | মাইকেল মাদান কামারাজু | মন্দিরা | তেলুগু | |
স্বাগতম | দিপ্তি | |||
কুসেলান | তামিল | বিশেষ উপস্থিতি | ||
ধিমাকু | ইন্দিরা দেবী | কন্নড় | ||
চেড়ুগুড়ু | তেলুগু | |||
ডিন্ডিগুল সারথি | তামিল | বিশেষ উপস্থিতি | ||
২০০৯ | আ ইন্টলো | পল্লবী | তেলুগু | |
জাংশন | বিশেষ উপস্থিতি | |||
২০১০ | কমেডি এক্সপ্রেস | |||
নানে এন্নুল ইলাই | তামিল | |||
কানাগায়েল কাক্কা | বিশেষ উপস্থিতি | |||
ব্রকার | গনপতির স্ত্রী | তেলুগু | ||
ভিসমায়া প্রামায়া | মীরা | কন্নড় | ||
ভাহ রে ভাহ | ||||
২০১১ | চাট্টাম | তেলুগু | বিশেষ উপস্থিতি | |
মানি মানি, মোর মানি | ||||
২০১২ | দাবাং ২ | হিন্দি | বিশেষ উপস্থিতি | |
২০১৩ | সিআইডি এশা | কন্নড় | ||
আকাসামলো সাগাম | বসু | তেলুগু | ||
সাহাস্রা | বিশেষ উপস্থিতি | |||
২০১৪ | ইয়া রব | হিন্দি | ||
লক্ষ্মী | স্বর্ণা | |||
প্যায়সা ইয়ার এন পাঙ্গা | মীরা | পাঞ্জাবী | ||
২০১৫ | এমএসজি: দ্য মেসেঞ্জার | মুসকান | হিন্দি | |
ধানাক | ||||
গুড্ডু কি গান | নার্স | |||
২০১৭ | বেগম জান | ময়না | ||
২০১৮ | স্ত্রী | স্ত্রী | ||
২০১৯ | ফ্রড সাইয়া | ফ্রড সাইয়া |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "#MeToo Movement: Flora Saini appreciates the way men are supporting the movement"।
- ↑ Vinita Chaturvedi (২০১১-১২-১৯)। "Flora Saini: Another southern hottie ready to storm Bollywood"। The Times of India। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফ্লোরা সাইনি (ইংরেজি)