ফুলহার নদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফুলহার থেকে পুনর্নির্দেশিত)
ফুলহার নদ
দেশ ভারত
রাজ্যসমূহ পশ্চিমবঙ্গ, বিহার
জেলাসমূহ কিশানগঞ্জ জেলা কাটিহার জেলা, মালদা জেলা
উৎস মহানন্দা নদী
মোহনা পদ্মা নদী
দৈর্ঘ্য ২২০ কিলোমিটার কিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "ক"। মাইল)

ফুলহার নদ(ইংরেজি: Fulahar River)[১] ভারতের, বিহারপশ্চিমবঙ্গে প্রবাহিত একটি আন্তর্রাজ্যীয় নদী।

গতিপথ[সম্পাদনা]

ফুলহার নদ কিশানগঞ্জের লখিমারার কাছে মহানন্দা নদী থেকে আলাদা হয়ে, বিহারের কাটিহার হয়ে মালদা জেলাতে প্রবেশ করে ভুতনির কাছে গঙ্গা নদীতে পতিত হয়েছে। এই নদের গভীরতা কম হওয়াই বর্ষাকালে প্রচুর বন্যা হয়।

২০১৪-এর বন্যা[সম্পাদনা]

ফুলহার নদে ২০১৪ সালে প্রচুর বন্যা হয় ও মহানন্দা বাঁধ টুটে, যার ফলে মালদা জেলার বিভিন্ন এলাকা বিপদগ্রস্ত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফুলহারে সেতুর শিলান্যাস হল না, হতাশ চাঁচল"আনন্দবাজার পত্রিকা। ০২ অগাস্ট, ২০১৪। সংগ্রহের তারিখ ০৪ সেপ্টেম্বর ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "জলস্তর কমলেও ফুলহার বিপদসীমার উপরেই"। আনন্দবাজার পত্রিকা। ১৯ অগাস্ট, ২০১৪। সংগ্রহের তারিখ ০৪ সেপ্টেম্বর ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)