ফারকাটিং জংশন রেলওয়ে স্টেশন
অবয়ব
(ফুরকাটিং জংশন রেলওয়ে স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
ভারতীয় রেল জংশন স্টেশন | |
অবস্থান | এসএইস - ৩৪, ফারকাটিং, গোলাঘাট, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°২৭′৫৬″ উত্তর ৯৪°০০′১০″ পূর্ব / ২৬.৪৬৫৫° উত্তর ৯৪.০০২৭° পূর্ব |
উচ্চতা | ১০১ মিটার (৩৩১ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | লামডিং-ডিব্রুগড় সেকশন ফারকাটিং-জোরহাট-মারিয়ানি শাখা লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | FKG |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | তিনসুকিয়া রেলওয়ে বিভাগ |
অবস্থান | |
ফারকাটিং হল ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলার প্রধান রেলওয়ে জংশন। এটি গোলাঘাট শহর থেকে প্রায় ১০ কিমি দূরে।
ইতিহাস
[সম্পাদনা]আসাম বেঙ্গল রেলওয়ের চট্টগ্রাম থেকে লামডিং পর্যন্ত মিটারগেজ রেলওয়ে ট্র্যাকটিকে ১৯০৩ সালে ডিব্রু-সাদিয়া লাইনে তিনসুকিয়া পর্যন্ত সম্প্রসারিত করা হয়।[১][২]
মারিয়ানি-ফারকাটিং লাইনটি জোড়হাট-প্রাদেশিক রেলওয়ে দ্বারা পরিচালিত হয়েছিল।[১]
লুমডিং-ডিব্রুগড় সেকশনকে, মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের প্রকল্পটি ১৯৯৭ সালের শেষের দিকে সম্পন্ন হয়েছিল।
সুযোগ-সুবিধা
[সম্পাদনা]ফারকাটিং রেলওয়ে স্টেশনে একটি দুই-শয্যাবিশিষ্ট অবসর গ্রহণের ঘর রয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "History of Tinsukia Division"। NF Railway। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।
- ↑ Urban History of India: A Case-Study by Deepali Barua, pages 79-80, আইএসবিএন ৮১-৭০৯৯-৫৩৮-৮, Mittal Publications, A-110 Mohan Garden, New Delhi – 110059
- ↑ "Retiring rooms in North East Frontier Railway"। Indian Railways। ১৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩।