ফসিউল আলম
অধ্যাপক ড. ফসিউল আলম | |
---|---|
উপাচার্য | |
ফেনী বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১৬ এপ্রিল ২০১৩ – ১৫ এপ্রিল ২০১৭ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | সাইফুদ্দিন শাহ্ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ | ৫ ফেব্রুয়ারি ১৯৫২
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
ফসিউল আলম (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৫২) একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি ১৯৫২ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
[সম্পাদনা]আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিকম (স্নাতক) এবং এমকম ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের চণ্ডীগড়ে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]ফসিউল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বাণিজ্য অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে তার অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফসিউল আলম ২০১৩ সালের ১৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ফেনীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৪]
প্রকাশনা
[সম্পাদনা]দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hon'ble Vice-Chancellor" [মাননীয় উপাচার্য]। ফেনী বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "PROF. DR. MD. FASHIUL ALAM" [অধ্যাপক ড. মো. ফসিউল আলম]। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ "Executive Committee" [নির্বাহী পরিষদ]। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Feni University" [ফেনী বিশ্ববিদ্যালয়]। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইংরেজি ভাষায়)। ১৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২২।