বিষয়বস্তুতে চলুন

ফরিদা সিদ্দিকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফরিদা সিদ্দিকি
فریدہ صدیقی
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৭৩
মিরাট, ভারত
মৃত্যুআগস্ট, ২০১৩
করাচি, পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
সন্তান
শিক্ষাকরাচি বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর)

ড. ফরিদা আহমেদ সিদ্দিকি (আনু. ১৯৭৩ - আগস্ট ২০১৩) ছিলেন একজন পাকিস্তানি ধর্মীয় পণ্ডিত। তিনি পাকিস্তানের জাতীয় সংসদ সদস্যও ছিলেন।[]

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

ফরিদা সিদ্দিকি ভারতের মিরাট শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৫৮ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পাকিস্তানি ইসলামি পণ্ডিত, অতীন্দ্রিয়বাদী, পুর্নজাগরণবাদী ও রাজনীতিবিদ মাওলানা শাহ আহমদ নুরানি ছিলেন তাঁর বড় ভাই।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি উইমেন ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আঞ্জুমান-ই-তাবলীগ-ই-ইসলাম এবং ইসলামিক কল্যাণে মিশনের সদস্য ছিলেন।[] তিনি বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন।[][] তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য এবং মৃত্যুর পূর্বে তিনি ইসলামী আদর্শ পরিষদের একমাত্র কার্যরত নারী ছিলেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৩ সালের আগস্টে দীর্ঘ অসুস্থতার পরে তিনি করাচির একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছিলেন।[] তিনি দুইটি ছেলে ও একটি মেয়ে রেখে গিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Council in question | Special Report | thenews.com.pk"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  2. Newspaper, From the (২০১৩-০৮-০৮)। "Noorani's sister dies"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭ 
  3. "Sister of Maulana Noorani dies – Business Recorder" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৭