প্রোটিক দ্রাবক
অবয়ব
রসায়নে প্রোটিক দ্রাবক (ইংরেজি: Protic Solvent) হল একধরনের দ্রাবক পদার্থ যাতে হাইড্রোজেন পরমাণু উপস্থিত ও তা নাইট্রোজেন বা অক্সিজেন বা ফ্লুরিন পরমাণুর সাথে সরাসরি বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাই এদের মধ্যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বর্তমান। এই দ্রাবক H+ (প্রোটন) আয়ন প্রচুর পরিমাণে উৎপন্ন করতে সক্ষম।
এর বিপরীতে পোলার অ-প্রোটিক দ্রাবক পদার্থ প্রোটন দ্রবণে ত্যাগ করতে না পারলেও বহু দ্রাব এতে দ্রবীভূত হতে পারে।[১][২]
কিছু প্রোটিক দ্রাবকের উদাহরণ নিম্নলিখিত:
দ্রাবক | রাসায়নিক সংকেত | স্ফুটনাঙ্ক | পরাবৈদ্যুতিক ধ্রুবক | ঘনত্ব | দ্বিমেরু ভ্রামক (D) |
---|---|---|---|---|---|
ধ্রুবীয় প্রোটিক দ্রাবক | |||||
ফরমিক অ্যাসিড | HCO2H | ১০১ °C | ৫৮ | ১.২১ g/mL | ১.৪১ D |
এন-বিউটানল | CH3CH2CH2CH2OH | ১১৮ °C | ১৮ | ০.৮১ g/mL | ১.৬৩ D |
আইসোপ্রোপানল | (CH3)2CH(OH) | ৮২ °C | ১৮ | ০.৭৮৫ g/mL | ১.৬৬ D |
নাইট্রোমিথেন | CH3NO2 | ১০১°C | ৩৫.৮৭ | ১.১৩৭১ g/mL | ৩.৫৬ D |
ইথানল (EtOH) | CH3CH2OH | ৭৮ °C | ২৪.৫৫ | ০.৭৮৯ g/mL | ১.৬৯ D |
মিথানল (MeOH) | CH3OH | ৬৫ °C | ৩৩ | ০.৭৯১ g/mL | ১.৭ D |
অ্যাসিটিক অ্যাসিড (AcOH) | CH3CO2H | ১১৮ °C | ৬.২ | ১.০৪৯ g/mL | ১.৭৪ D |
জল | H2O | ১০০ °C | ৮০ | ১ g/mL | ১.৮৫ D |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Stoye, Dieter (২০০০)। "Solvents"। উলম্যানস এনসাইক্লোপিডিয়া অব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওয়েইনহেইম: উইলি-ভিসিএইচ। ডিওআই:10.1002/14356007.a24_437।
- ↑ John R. Rumble (সম্পাদক)। "Laboratory Solvent Solvents and Other Liquid Reagents"। CRC Handbook of Chemistry and Physics, 102nd Edition (Internet Version 2021)। Boca Raton, FL, USA: CRC Press/Taylor & Francis।