রাহুল ব্যানার্জী
রাহুল বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৬ অক্টোবর ১৯৮৩ |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | আশুতোষ কলেজ |
পেশা | অভিনেতা, লেখক |
দাম্পত্য সঙ্গী | প্রিয়াঙ্কা সরকার (বি. ২০১০–২০১৭) |
সন্তান | ১ |
রাহুল বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৬ অক্টোবর ১৯৮৩) একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি প্রথম তার বাবার সাথে রাজ দর্শন নামে একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলে অভিনয় করেন। তারপর থেকে, তিনি প্রায় ৪৫০ টি নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনি তুমি যে আমার (২০০৮) বক্স অফিসে প্রচুর সফলতা লাভ করে।
ব্যক্তিজীবন
[সম্পাদনা]তিনি থিয়েটার শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিজয়গর আত্মপ্রকাশ নামে একটি নাট্যদলের পরিচালক ছিলেন। তিনি নাকতলা হাই স্কুলে পড়েন এবং আশুতোষ কলেজ থেকে স্নাতক হন ।
তিনি ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার –কে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদা ভাবে থাকা শুরু করেন এবং বিচ্ছেদ হন।[১][২]
কর্মজীবন
[সম্পাদনা]চলচ্চিত্র এবং টেলিভিশনে আসার আগে রাহুল বেশ কয়েকটি থিয়েটার প্রোগ্রাম করেছিলেন। এটি করার পরে তিনি টেলিভিশনে একটি কর্মজীবন বেছে নেন এবং জি বাংলার একটি বিখ্যাত অনুষ্ঠান খেলা শিরোনামের আদিত্য চরিত্রে উপস্থিত হওয়ার পরে একটি সাফল্য পান। এরপর, তিনি একটি চলচ্চিত্রের প্রস্তাব পান যা তাকে ব্যাপক পরিচিতি দেয়।
চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৪ | আবার আসবো ফিরে | রবি ওঝা | ||
২০০৮ | চিরদিনি তুমি যে আমার | কৃষ্ণ | রাজ চক্রবর্তী | |
২০০৯ | জ্যাকপট | ডোডো | কৌশিক গাঙ্গুলী | |
কেনো কিছু কথা বলো না | স্বপন সাহা | |||
পরাণ যায় জ্বলিয়া রে | রবি কিনাগী | |||
২০০৯ | ভালোবাসা জিন্দাবাদ | রেশমী মিত্র | ||
২০১০ | লাভ সার্কাস | দুলাল ভৌমিক | ||
২০১০ | শোন মন বলি তোমায় | প্রদীপ সাহা | ||
বর বউ খেলা | জগন্নাথ গুহ | |||
২০১০ | হ্যাংওভার | প্রভাত রায় | অতিথি শিল্পী | |
২০১০ | গেম | সুদিপ্ত ঘটক, অজয় সিং | ||
২০১০ | লিপস্টিক | প্রিতম ঝলন | ||
২০১০ | সূচনা | অরুন রায় | ||
২০১০ | ভালোবাসা.কম | প্রভাত রায় | ||
২০১০ | জীয়ো কাকা | পরমব্রত চট্টোপাধ্যায় | ||
২০১০ | কে জানে কা ঘণ্টা | |||
২০১০ | প্রায়শ্চিত্ত | অনুপ সেনগুপ্ত | ||
২০১০ | রাজ নন্দিনী | পিয়া সেনগুপ্ত | ||
২০১০ | কাগজের বউ | বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় | ||
২০১০ | আনটাইটেল্ড ভেঞ্চার | অনুরভা কাশনবিশ | ||
২০১১ | বৃষ্টি…বৃষ্টি | অনিমেশ রায় | ||
২০১১ | মেঘে ঢাকা তারা | কমলেশ্বর মুখোপাধ্যায় | ||
২০১৪ | অরুন্ধতী | সুজিত মন্ডল | ||
২০১৪ | অভিশপ্ত নাইটি | বিরসা দাসগুপ্ত | ||
২০১৪ | জুলফিকার | সৃজিত মুখোপাধ্যায় | ||
২০১৭ | যকের ধন | সায়ন্তন ঘোষাল | ||
২০২১ | সহবাসে | অঞ্জন কাঞ্জিলাল | ||
মানবমানবী | সমরেশ | সুব্রত সেন | ||
শ্লীলতাহানীর পরে | রেশমি মিত্র | |||
২০২২ | আবার কাঞ্চনজঙ্ঘা | দেবেশ | রাজর্ষি দে | |
ঝরা পালক | সায়ন্তন মুখোপাধ্যায় | |||
আকাশ অংশত মেঘলা | অনির্বাণ | জয়দীপ মুখার্জি | ||
২০২৩ | মায়া | রাজর্ষি দে | ||
ফাতেমা | আতিউল ইসলাম | |||
আসন্ন | বীরপুরুষ | রাজর্ষি দে |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]বছর | সিরিজ/শর্ট ফিল্ম | পরিচালক | সহ তারকারা | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৭ | আদরশিনী | রাহুল সাপুই | যোগ সময় | |
২০১৮ | অ্যাকশন এরিয়া 11বি | অভিরূপ বসু | বিদীপ্তা চক্রবর্তী , অনিন্দিতা বোস , অঙ্কন মল্লিক | যোগ সময় |
২০১৮ | কালি সিজন ১ | পাওলি বাঁধ | জি৫ | |
২০১৯ | পাপ সিজন ১ | পূজা ব্যানার্জি | হইচই | |
২০২০ | কালি সিজন ২ | পাওলি দাম | দি৫ আসল | |
২০২১ | পাপ সিজন ২ | জয়দীপ মুখার্জি | পূজা ব্যানার্জি | হইচই আসল |
২০২২ | ফেলুদার গোয়েন্দগিরি | সৃজিত মুখার্জি | তোতা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পনা মিত্র | হইচই |
২০২৩ | সেভেন | অঞ্জন দত্ত | গৌরব চক্রবর্তী , ঋদ্ধিমা ঘোষ ও সুপ্রভাত দাস | জি৫ |
ইন্দুবালা ভাতের হোটেল | দেবলয় ভট্টাচার্য | শুভশ্রী গাঙ্গুলী | হইচই | |
দূর্গো রহস্য | অজিত | হইচই |
টেলিভিশন
[সম্পাদনা]- খেলা (২০০৬-২০০৮) আদিত্য বর্মন চরিত্রে, (পরে দেবাঞ্জন চ্যাটার্জি দ্বারা প্রতিস্থাপিত) জি বাংলা
- মোহনা (২০০৮) অর্ক চরিত্রে, জি বাংলা
- তুমি আসবে বোলে (২০১৪-২০১৬) রাহুল দেবরয়ের চরিত্রে, স্টার জলসা
- স্বপ্ন উড়ান (২০১৭) রূপায়ন সেন চরিত্রে, স্টার জলসা
- অর্ধাঙ্গিনী (২০১৮) উমাপতি ভট্টাচার্য চরিত্রে, স্টার জলসা
- আয়ে খুকু আয়ে (২০১৯-২০২০) রাহুল চরিত্রে,সান বাংলা
- দেশের মাটি (২০২১) ডাঃ রাজরূপ ব্যানার্জী ওরফে রাজা চরিত্রে,স্টার জলসা
- লালকুঠি (২০২২) বিক্রম দস্তিদার চরিত্রে,জি বাংলা
- Horogouri Pice Hotel (২০২৩) চরিত্রে প্রভাকর ঘোষ,Star Jalsha
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nag, Kushali (২৯ জুলাই ২০০৮)। "The Telegraph-Reality show"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৪।
- ↑ Nag, Kushali (৯ আগস্ট ২০০৮)। "The Telegraph-SPOT LIGHT"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাহুল ব্যানার্জী (ইংরেজি)