রাজকন্যা নোরা বিনতে আব্দুল রহমান বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজকন্যা নোরা বিনতে আবদুর রহমান বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজকন্যা নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة الأميرة نورة بنت عبد الرحمن) সৌদি আরবের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি শুধুমাত্র নারীদের জন্য। বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যে নারীদের জন্য বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেয়। রিয়াদ ও আশেপাশের শহরে ৩৪টি কলেজে ৬০,০০০ জন এরও বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। এখানে ৫০০ জনেরও বেশি একাডেমিক এবং প্রশাসনিক কর্মী রয়েছে।[১]

ইতিহাস এবং নাম[সম্পাদনা]

১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় রাজ্যে নারীদের প্রথম কলেজ হিসেবে। এরপর ২৫ বছরের মধ্যে দেশে প্রায় ৭২ টি শহরে ১০২ টি এই ধরনের কলেজ ছিলো। যেখানে ৬০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতো। 

২০০৪ সালে সৌদি আরবে প্রথম নারী-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সারা দেশের এই ধরনের কলেজকে একত্রিত করা হয় এবং তাদেরর কার্যক্রম প্রসারিত করা হয়

২০০৮ সালে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্ভোধন করেন এবং এর নাম পরিবর্তন করে রাজকন্যা নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয় রাখেন। এই মহিলা বাদশাহ আব্দ্যল আজিজের বোন ছিলেন।[২] নোরা শব্দটি আরবি। এর অর্থ হলো "আলো"।[৩] এই বিশ্ববিদ্যালয়টি তখন থেকে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত হলো।

২০১১ সালের জুন মাসে, এই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস খোলা হয়েছিল। সেদিন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ বলেন:

"নারী সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে মেয়েদের দায়িত্ব আছে। তাদের দায়িত্ব দেশ ও দেশের বাইরে সর্বোচ্চ মানদণ্ডে নিজের সম্প্রদায় ও জাতির প্রতিনিধিত্ব করা। যত্নশীল মা হতে, উদাহরণযোগ্য নাগরিক এবং উত্পাদনশীল কর্মচারী হতে হবে। দেশের বাইরে তাকে তার দেশ এবং সম্প্রদায়ের দূত হতে হবে, তার ধর্ম, বিশ্বাস এবং আমাদের মানের প্রতিনিধিত্ব করতে হবে।"

কলেজ ও বিভাগ[৪][সম্পাদনা]

স্বাস্থ্য কলেজ

বিজ্ঞান কলেজ

মানবিক কলেজ

ক্যাম্পাস সেবা ও সুবিধা[সম্পাদনা]

এই ক্যাম্পাস নির্মাণ করা হয়েছিল মাত্র দুই বছর সময়ে। প্রায় ৭৫ হাজার নির্মাণ শ্রমিক এবং নতুন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিলো। এর আয়তন ৪ মিলিয়ন স্কয়ার মিটার।[৫] এর সর্বোচ্চ ক্ষমতা ৬০ হাজার ছাত্রী। ক্যাম্পাসে ৬০০ উচ্চ কারিগরি, স্মার্ট ভবন, বৃহৎ পাঠাগার, বিভিন্ন অনুষদ ভবন ইত্যাদি আছে। এছাড়া এখানে কেন্দ্রীয় গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শিক্ষার্থী সাহায্য সেন্টার, ক্রীড়া সুবিধা ইত্যাদি ছাত্রীরা ব্যবহার করতে পারেন।[৬]

টেকসই নকশা[সম্পাদনা]

  • জল পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট
  • সোলার থার্মাল প্ল্যান্ট
  • ৪ হাজার বর্গ. মিটার সৌর প্যানেল,

কেন্দ্রীয় গ্রন্থাগার[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ২ মিলিয়ন বই (আরবি ও ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার বই) আছে। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৫ মিলিয়ন। এছাড়াও অসংখ্য জার্নাল সাবস্ক্রিপশন, সরকারি প্রকাশনা, গবেষণামূল, উপাত্ত, এবং পান্ডুলিপি রয়েছে।[৭]

গবেষণা কেন্দ্র[সম্পাদনা]

সামাজিক গবেষণা ও নারী অধ্যয়ন

সাহায্য কেন্দ্র[সম্পাদনা]

  • সংগঠন ও ছাত্র পরিষদ
  • মিটিং কক্ষ এবং অফিস
  • মিডিয়া এবং স্ক্রীনিং রুম
  • রেস্টুরেন্ট এবং ক্যাফে
  • ভোজ হল
  • বইয়ের দোকান
  • ফার্মেসী
  • সুপারমার্কেট
  • ব্যাংক

কনভেনশন সেন্টার[সম্পাদনা]

  • ২ টি বড় হল
  • ২৭০০ আসন (দেশে বৃহত্তম)
  • ১৩৫০ আসন
  • ১৩ সম্মেলন এবং মিটিং কক্ষ

পরিবহন[সম্পাদনা]

বৃহত্তর ক্যাম্পাসের জন্য একটি উন্নত উপায়ে ছাত্রী পরিবহন ব্যবস্থা প্রয়োজন। এখানে ২২টি চালকবিহীন ট্রেন ও ১৪টি স্টেশন আছে।[৮] প্রতিটির সর্বোচ্চ গতি ৬০ কিমি/ঘঃ ও যাত্রী ধারণ ক্ষমতা ১১০ জন।[৯]

আন্তর্জাতিক অংশীদারিত্ব[সম্পাদনা]

আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্যতা[সম্পাদনা]

  • ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব বিশ্ববিদ্যালয়স
  • ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়সমূহের ফেডারেশন
  • আরব বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন
  • আরব বিশ্ববিদ্যালয় সোসাইটি
  • আরব নার্সিং অনুষদ
  • এসোসিয়েশন অফ সোসাল সার্ভিসেস
  • আমেরিকান কাউন্সিল অন এডুকেশন
  • ফাইন আর্টস কলেজ এর এসোসিয়েশন
  • বিজ্ঞান কলেজ সমাজ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Self-learning projects by PNU students on display" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০১১ তারিখে Arab News, 18 May 2011
  2. Madawi Al-Rasheed (৩০ এপ্রিল ২০১৩)। A Most Masculine State: Gender, Politics and Religion in Saudi Arabia। Cambridge University Press। পৃষ্ঠা 43। আইএসবিএন 978-0-521-76104-8। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৩ 
  3. Al Ghamdi, Mohamed (৩০ অক্টোবর ২০০৮)। "Light dawns on girls' education"সৌদি গেজেট। ২৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  4. "University English web site"। ১৬ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৭ 
  5. Brewer, Georgina (১৬ মার্চ ২০১৩)। "Royal visit casts light on women's sheltered existence in Saudi Arabia"আইটিভি। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩ 
  6. ""Steps of the Devil" Denial of Women's and Girls' Rights to Sport in Saudi Arabia" (পিডিএফ)। Human Rights Watch। ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২০ মে ২০১২ 
  7. "Princess Nourah Bint Abdulrahman University" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১১ তারিখে Saudi Ministry of Higher Education Portal
  8. "Princess Nourah Bint Abdulrahman University gets license for automated on-campus metro"Middle East North Africa Financial Network (MENAFN)। ৫ সেপ্টেম্বর ২০১২। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২ 
  9. Andy Hellawell (২১ আগস্ট ২০১২)। "Princess Nourah Bint Abdulrahman University driverless metro opens"রেলওয়ে গেজেট আন্তর্জাতিক। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৭