প্রাণহুতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাণহুতি হল মন্ত্র পাঠ করার আচার, যার মাধ্যমে পাঁচটি প্রাণের প্রতি খাবার প্রদানের প্রস্তাবে আহবান করা হয়। কেউ কেউ খাবারের দেবী অন্নপূর্ণেশ্বরীকে আহবান করেন। আনার কেউ কেউ ব্রহ্মহনুমানকে আহবান করে। এটি বেশিরভাগ গোঁড়া ব্রাহ্মণরা তাদের আহার গ্রহণের পূর্বে এই অনুশীলন করে।[১] এটি শ্রাদ্ধের সময়েও সম্পাদিত হয়, পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pranahuti, Prāṇāhūti, Prana-ahuti: 4 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  2. "Brahman Bhojan, Agnoukaran & Pindapujan Ritual"Hindu Janajagruti Samiti। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২