প্রভানলিনী ভাণ্ডারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভানলিনী ভাণ্ডারী
জন্ম১৯০৯
মৃত্যু১ জানুয়ারি ১৯৭৬
(বর্তমান ভারত ভারত)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
কর্মজীবন১৯৩০ সাল লবণ আইন আন্দোলন
১৯৩২ সাল আইন-অমান্য আন্দোলন
১৯৪২ সাল ভারত ছাড়ো আন্দোলন
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীচারুচন্দ্র ভাণ্ডারী
পিতা-মাতা
  • হেমচন্দ্র হালদার (পিতা)
  • মোহিনী দেবী (মাতা)

প্রভানলিনী ভাণ্ডারী (১৯০৯ - ১ জানুয়ারি ১৯৭৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

প্রভানলিনী ভাণ্ডারী ১৯০৯ সালে চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হেমচন্দ্র হালদার ও মাতার নাম মোহিনী দেবী। স্বামীর আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন। চারুচন্দ্র ভাণ্ডারী সাথে বিবাহ হয়। উনার মা ছিলেন কংগ্রেস কর্মী।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

প্রভানলিনী ভাণ্ডারী পরিবার রাজনৈতিক পরিবার। ১৯৩০ সালে 'লবণ আইন আন্দোলন' করেন। ১৯৩২ সালে 'আইন-অমান্য আন্দোলন' এ যোগ দেন এবং তিন মাসের জেল হয়। ১৯৩৩ সালে আবার তিন মাসের জেল হয়। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ায় সাতমাসের জেল হয়।[১]

মৃত্যু[সম্পাদনা]

প্রভানলিনী ভাণ্ডারী ১ জানুয়ারি ১৯৭৬ মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৯৭। আইএসবিএন 978-81-85459-82-0