বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:জলদস্যুতা/নির্বাচিত জীবনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিং শী

চিং শী (১৭৭৫-১৮৪৪) (সরলীকৃত চীনা: 郑氏; প্রথাগত চীনা: 鄭氏; ফিনিন: Zhèng Shì; ক্যানটোনীজ: জিং শী; জেং -এর বিধবা স্ত্রী) ছিলেন চীনের কুখ্যাত নারী জলদস্যু যিনি ১৯ শতকের শুরুর দিকে চীন সাগরে জলদস্যুতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি চেং ই সাও (সরলীকৃত চীনা: 郑一嫂; সনাতন চীনা: 鄭一嫂; পিনয়িন: Zhèng Yī Sǎo; ক্যানটোনীজ: Jihng Yāt Sóu; "জেং ইয়ের স্ত্রী") নামেও পরিচিত ছিলেন। তিনি ৩০০ -এর অধিক ছোট জাহাজের কমান্ডার ছিলেন এবং ২০,০০০ থেকে ৪০,০০০ -এর নেতৃত্ত্বে ছিলেন। অন্য একটি তথ্যে দাবি করা হয় চিং -এর বহরে ১৮০০ নৌকা ও ৮০,০০০ জলদস্যু ছিল, যাদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও ছিল। সেসময় তিনি বিভিন্ন সাম্রাজ্যের বিরোদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন, তারমধ্যে ব্রিটিশ সাম্রাজ্য, পর্তুগীজ ও চীনের কিং বংশধরেরা ছিলেন। অপ্রতিরোধ্য এই নারী চীন ও এশিয়ার সবচেয়ে ক্ষমতাবান, এবং সাড়া বিশ্বের অত্যধিক ক্ষমতাবান জলদস্যুদের মধ্যে একজন ছিলেন। তিনি অল্প সংখ্যক জলদস্যুদের মত কোন প্রকার বিচারের সম্মুখীন না হয়েই জলদস্যুতা থেকে অবসর গ্রহণ করেন। তাকে নিয়ে অসংখ্য বই, উপন্যাস, ভিডিও গেম ও চলচ্চিত্র নির্মীত হয়েছে। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ভুক্তির তালিকা