পূর্ণম এলাহাবাদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ণম এলাহাবাদি
জন্ম১৯৪০[১]
মৃত্যু৯ জুন ২০০৯
পেশাগীতিকার, কবি[১]
পরিচিতির কারণকাওয়ালি গান

মুহাম্মাদ মুসা হাশমি,[২] যিনি তার ছদ্মনাম পূর্ণম এলাহাবাদি নামে পরিচিত ছিলেন; তিনি একজন উর্দু কবি এবং গীতিকার। তিনি তার বিশ্বব্যাপী বিখ্যাত কাওয়ালি ভর দো ঝোলি মেরি ইয়া মুহাম্মাদ গানর জন্য পরিচিত ছিলেন যা সাবরি ভ্রাতৃবর্গ গেয়েছিলেন।[৩] এছাড়া তিনি তুমহে দিল লাগি গানের রচয়িতা, যা নুসরাত ফতেহ আলী খান গেয়েছিলেন।

প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

পূর্ণম এলাহাবাদি ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন।[১] ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর তিনি করাচিতে বসতি স্থাপন করেন কিন্তু পরে পারিবারিক বিরোধের কারণে পাকিস্তানের লাহোরে চলে আসেন। সেখানে তিনি লাহোরের আনারকলি বাজারে একটি একক কক্ষের ফ্ল্যাটে থাকতেন।[২]

ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের জন্য গান-গীতি লেখার পাশাপাশি, তিনি সেরা শিল্পকর্ম কাওয়ালি "ভর দো ঝোলি মেরি ইয়া মুহাম্মাদ" এবং "ও শারাবি ছোড় দে পীনা" রচনা করেছেন। এগুলো গেয়েছেন সাবরি ব্রাদার্স, যা একটি সর্বকালীন ব্লকবাস্টার হিট হয়ে রয়েছে।[৪][৫]

এলাহাবাদী মাস্টারপিস গজল "তুমহে দিল লাগি ভুল জানি পড়েগি" গানটিও লিখেছেন, যা মূলত নুসরাত ফতেহ আলী খান গেয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]