বিষয়বস্তুতে চলুন

পশ্চিম লাইন (মুম্বই শহরতলি রেল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিম লাইন
সংক্ষিপ্ত বিবরণ
মালিকভারতীয় রেল
অঞ্চলমুম্বই, মহারাষ্ট্র, ভারত
থানে, মহারাষ্ট্র, ভারত
পলঘর, মহারাষ্ট্র, ভারত
বিরতিস্থল
স্টেশন৩৬
ওয়েবসাইটপশ্চিম রেল মুম্বই উপনগরীয়
পরিষেবা
ব্যবস্থামুম্বই উপনগরীয় রেল
সেবা
তালিকা
পরিচালকপশ্চিম রেল জোন
ডিপোবিরার, কান্দিবালিমুম্বই সেন্ট্রাল
ইতিহাস
চালু১২ এপ্রিল ১৮৬৭ (1867-04-12)
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য১২৩.৭৮ কিলোমিটার (৭৬.৯১ মাইল)
বৈশিষ্ট্যভূমিগত
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি)
চালন গতি১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা (৬২ মাইল প্রতি ঘণ্টা)

পশ্চিম লাইন, মহারাষ্ট্রের, মুম্বই মহানগর অঞ্চলে জনপরিবহন পরিষেবা প্রদানকারী ভারতীয় রেলের, পশ্চিম রেল কর্তৃক পরিচালিত মুম্বই উপনগরীয় রেলের পশ্চিম তট বরাবর ধবমান লাইনটিই পশ্চিম লাইন। এই, পশ্চিম লাইনে স্থানীয় ট্রেনের জন্য মোট ৩৬টি স্টেশন আছে। এই লাইনের প্রথম তথা দক্ষিণ প্রান্তের স্টেশন টি চার্চগেট স্টেশন এবং উত্তর প্রান্তের স্টেশনটির নাম ডাহাণু রোড

ইতিহাস

[সম্পাদনা]

স্টেশনসমূহ

[সম্পাদনা]
পশ্চিম লাইনে বর্তমানে চালুকৃত নতুন ট্রেন
চার্চগেট স্টেশন ছাড়তি ট্রেন
সান্তাক্রুজ স্টেশন

(যে নামগুলি মোটা অক্ষরে লেখে সেগুলিতে ফাস্ট ট্রেন থামে)

পশ্চিম লাইন
# স্টেশন নাম সংক্ষেপ সংযোগ
বাংলামারাঠিহিন্দি
চার্চগেট স্টেশনचर्चगेटचर्चगेटCCGনেই
ম্যারিন লাইন্সमरीन लाईन्समरीन लाईन्सনেই
চার্নি রোডचर्नी रोडचर्नी रोडCYRনেই
গ্রান্ট রেডग्रँट रोडग्रँट रोडGTRনেই
মুম্বই সেন্ট্রালमुंबई सेंट्रलमुंबई सेंट्रलBCLনেই
মহালক্ষ্মী স্টেশনमहालक्ष्मीमहालक्ष्मीMXনেই
লোয়ার পারেলलोअर परळलोअर परेलPLনেই
এলফিনস্টোন রোতएल्फिन्स्टन रोडएल्फिन्स्टन रोडEPRপারেল
(মধ্য লাইন)
দাদারदादरदादरDDRমধ্য লাইন
১০মাটুংগা রোডमाटुंगा रोडमाटुंगा रोडMRUনেই
১১মাহিম স্টেশনमाहिममाहिमMMহারবার লাইন
১২বান্দ্রা স্টেশনवांद्रे'बान्द्रा/बान्दरा/बांद्राBAহারবার লাইন
১৩খার রোডखार रोडखार रोडKHARহারবার লাইন
১৪সান্তাক্রুজसांताक्रुझसांताक्रुजSTCহারবার লাইন
১৫ভিলে পার্লেविले पार्लेविले पार्लेVLPহারবার লাইন
১৬অন্ধেরীअंधेरीअन्धेरीADHহারবার লাইন
১৭যোগেশ্বরী স্টেশনजोगेश्वरीजोगेश्वरीJOSনেই
১৮ওশিওয়ারাओशिवाराओशीवराনেই
১৯গোরেগাঁওगोरेगाँवगोरेगाँवGMNনেই
২০মালাডमालाडमालाडMDDনেই
২১কান্দিবালিकांदिवलीकांदिवलीKILEনেই
২২বোরিবালিबोरिवलीबोरिवलीBVIনেই
২৩দহিসরदहिसरदहिसरDICনেই
২৪মীরা রোডमीरा रोडमीरा रोडMIRAনেই
২৫ভাঈন্দরभाईंदरभायन्दरBYRনেই
২৬নায়গাঁওनायगांवनायगांवNIGনেই
২৭বসাই রোডवसई रोडवसई रोडBSR(ট্রান্স-হারবার লাইন দ্বারা) মধ্য লাইন
২৮নালা সোপারनालासोपारानालासोपाराNSPনেই
২৯বিরারविरारविरारVRনেই
৩০বৈতরণাवैतरणावैतरनाVTNনেই
৩১সাফালেसफाळेसफालेSAHনেই
৩২কালবে রোডकेळवे रोडकेलवे रोडKLVনেই
৩৩পালঘরपालघरपालघरPLGনেই
৩৪উমরোলিउमरोळीउमरोलीUOIনেই
৩৫বোইসরबोईसरबोईसरBORনেই
৩৬বনগাঁওवाणगाँववानगाँवVGNনেই
৩৭ডাহাণু রোডडहाणू रोडदहानू रोडDRDনেই

‡ চিহ্নিত স্টেশনগুলিতে চার্চগেট থেকে ছাড়া ট্রেন ৫টা অপরাহ্ণ থেকে ৮টা অপরাহ্ণ সময়ে থামে না।[]

এলফিনস্টোন রোড, একটি উড়ালপথে মধ্য লাইনের পারেল স্টেশনের সাথে যুক্ত।

চার্চগেট স্টেশন মুম্বইউপনগরীয় রেলের প্রথম ও দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি টার্মিনাস। স্টেশনটি শুধুমাত্র স্থানীয়/লোকাল ট্রেনের জন্য টার্মিনাস হিসেবে ব্যবহার করা হয় দূরপাল্লার অথবা মালগাড়ির জন্য চার্চগেট স্টেশন ব্যবহৃত নয়।

উপরের তালিকাটিতে উল্লেখিত স্টেশনগুলি পশ্চিম লাইনের দক্ষিণ প্রান্তীয় স্টেশন থেকে ক্রমাগত উত্তরদিকে এগোনো হয়েছে।

অন্ধেরী স্টেশন

সুবিধা

[সম্পাদনা]

পরিষেবা

[সম্পাদনা]

ঐতিহাসিক

[সম্পাদনা]

নিচে ছকটিতে বিগত কয়েকবছরে পশ্চিম লাইনে যাত্রী পরিসংখ্যান দেওয়া হল []

সালপরিষেবা সংখ্যাদৈনিক যাত্রী
১৮৬৭তথ্য নেই
১৯৯০-৯১৮৬৬২.৩ মিলিয়ন
১৯৯১-১৯৯২৯০০২.৫ মিলিয়ন
২০০০-০১৯৬১২.৮২ মিলিয়ন
২০১৩১৩০৫৩.৯মিলিয়ন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Timetable of the Western line between 5PM and 8PM
  2. WR brings Dahanu closer to city today – Times Of India ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৪-২১ তারিখে. Articles.timesofindia.indiatimes.com (2013-04-16). Retrieved on 2013-07-16.