পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
অবয়ব
সরকারী রূপরেখা | |
---|---|
গঠিত | ২৯ এপ্রিল ১৯৭৪ |
ধরন | পর্যটন, ইকো ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, প্যাকেজ ট্যুর |
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ, ভারত |
সদর দপ্তর | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
নীতিবাক্য | এক্সপেরিয়েন্স বেঙ্গল ভারতের মধুরতম অংশ |
সরকারী নির্বাহী |
|
মূল বিভাগ | পর্যটন বিভাগ (পশ্চিমবঙ্গ), পশ্চিমবঙ্গ সরকার |
ওয়েবসাইট | www |
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা ৷ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBTDCL) কোম্পানি আইন, ১৯৫৬ এর অধীনে ২৯শে এপ্রিল ১৯৭৪-এ অন্তর্ভূক্ত হয়েছিল। কর্পোরেশনটি পর্যটন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন এবং কোম্পানির সম্পূর্ণ শেয়ার মূলধন রাজ্য সরকার দ্বারা অনুদান করা হয়৷[১] এই সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত ৷
অতিথিশালা
[সম্পাদনা]পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ৩৮টি অতিথিশালা রয়েছে।[২]
অতিথিশালা | জেলা |
---|---|
অরণ্য পর্যটন সম্পত্তি, জলদাপাড়া | জলপাইগুড়ি |
বালুটোত পর্যটন সম্পত্তি, বাকখালী | দক্ষিণ ২৪ পরগনা |
ভোরের আলো পর্যটন সম্পত্তি, গজলডোবা | জলপাইগুড়ি |
বিষ্ণুপুর পর্যটন সম্পত্তি, বাঁকুড়া | বাঁকুড়া |
দার্জিলিং পর্যটন সম্পত্তি | দার্জিলিং |
দীঘালি - আমি পর্যটন সম্পত্তি, দীঘা | পূর্ব মেদিনীপুর |
দীঘালি - II পর্যটন সম্পত্তি, দীঘা | পূর্ব মেদিনীপুর |
গঙ্গাসাগর পর্যটন সম্পত্তি | দক্ষিণ ২৪ পরগনা |
ঝাড়গ্রাম রাজবাড়ি পর্যটন প্রকল্প | মেদিনীপুর |
মঙ্গলধারা পর্যটন সম্পত্তি, ব্যারাকপুর | উত্তর 24 পরগনা |
মাতলা পর্যটন সম্পত্তি, সজনেখালী | দক্ষিণ ২৪ পরগনা |
মূর্তি পর্যটন সম্পত্তি, মূর্তি | জলপাইগুড়ি |
মরগান কটেজ, কালিম্পং | দার্জিলিং |
মরগান হাউস পর্যটন সম্পত্তি, কালিম্পং | দার্জিলিং |
মতিঝিল পর্যটন সম্পত্তি, মুর্শিদাবাদ | মুর্শিদাবাদ |
মুক্তধারা পর্যটন সম্পত্তি, মাইথন | বর্ধমান |
রাঙাবিতান পর্যটন সম্পত্তি, বোলপুর | বীরভূম |
সাগরিকা পর্যটন সম্পত্তি, ডায়মন্ড হারবার | দক্ষিণ ২৪ পরগনা |
শান্তিবিতান পর্যটন সম্পত্তি, বোলপুর | বীরভূম |
তিলোত্তমা পর্যটন সম্পত্তি, গোরুমরা | জলপাইগুড়ি |
আম্রপালি পর্যটন সম্পত্তি, মালদা | মালদা |
বাটাবাড়ি পর্যটন সম্পত্তি, গোরুমরা | জলপাইগুড়ি |
বাউল একাডেমি পর্যটন সম্পত্তি, জয়দেব কেন্দুলি, বীরভূম | বীরভূম |
বোহর পর্যটন সম্পত্তি, বহরমপুর | মুর্শিদাবাদ |
দিনান্তে পর্যটন সম্পত্তি, রায়গঞ্জ | উত্তর দিনাজপুর |
হিল টপ ট্যুরিজম প্রপার্টি, কালিম্পং | দার্জিলিং |
হলং ট্যুরিস্ট লজ | আলিপুরদুয়ার |
মঙ্গলধারা পর্যটন সম্পত্তি, ব্যারাকপুরে হাউসবোট | উত্তর 24 পরগনা |
KURSEONG পর্যটন সম্পত্তি | দার্জিলিং |
মাইনাক পর্যটন সম্পত্তি, শিলিগুড়ি | দার্জিলিং |
মৃত্তিকা পর্যটন সম্পত্তি, পশ্চিম মেদিনীপুর | পশ্চিম মেদিনীপুর |
নটরাজ পর্যটন সম্পত্তি, তারকেশ্বর | হুগলি |
রূপমঞ্জরী পর্যটন সম্পত্তি, গাদিয়াড়া | হাওড়া |
সবুজদ্বীপ পর্যটন সম্পত্তি, বালাগড় | হুগলি |
শৈলপিক পর্যটন সম্পত্তি, দুর্গাপুর | বর্ধমান |
তাশিদিং (মরগান হাউস অ্যানেক্স) পর্যটন সম্পত্তি, কালিম্পং | কালিম্পং |
তিস্তা সুন্দরী পর্যটন সম্পত্তি, জলপাইগুড়ি | জলপাইগুড়ি |
উদয়াচল পর্যটন সম্পত্তি, সল্টলেক | কলকাতা |
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অতিথিশালাগুলির তালিকা
[সম্পাদনা]- বকখালি, দক্ষিণ ২৪ পরগণা জেলা [সমুদ্র সৈকত]
- বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা [ঐতিহাসিক নিদর্শন]
- বহরমপুর, মুর্শিদাবাদ জেলা [ঐতিহাসিক নিদর্শন]
- দীঘা, পূর্ব মেদিনীপুর জেলা [সমুদ্র সৈকত]
- জলদাপাড়া, জলপাইগুড়ি জেলা [অভয়ারণ্য]
- কালিম্পঙ (হিলটপ), দার্জিলিং জেলা [শৈল শহর]
- কালিম্পঙ (তাশিডিং), দার্জিলিং জেলা [শৈল শহর]
- কার্শিয়াং, দার্জিলিং জেলা [শৈল শহর]
- মালদা, মালদা জেলা [ঐতিহাসিক নিদর্শন]
- মালবাজার, জলপাইগুড়ি জেলা [পর্ব্বতের পাদদেশ ও অরণ্য]
- শান্তিনিকেতন, বীরভূম জেলা [আশ্রম ও বিশ্ববিদ্যালয়]
- মাইথন, বর্ধমান জেলা, [বাঁধ ও হ্রদ, তীর্থক্ষেত্র]
- দুর্গাপুর (পথিক মোটেল), বর্ধমান জেলা, [শিল্প শহর]
- গাদিয়াড়া, হাওড়া জেলা, [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান]
- সজনেখালী, দক্ষিণ ২৪ পরগণা জেলা [অভয়ারণ্য]
- তারকেশ্বর, হুগলী জেলা [তীর্থক্ষেত্র]
- ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা জেলা [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান]
- দার্জিলিং, দার্জিলিং জেলা [শৈল শহর]
- শিলিগুড়ি (মৈনাক), দার্জিলিং জেলা [নগর]
- ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা জেলা [সেনানিবাস ও ঐতিহাসিক নিদর্শন]
- রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা[পক্ষীনিবাস]
- কলকাতা (উদয়াচল, সল্টলেক), কলকাতা জেলা [মহানগর]
- রানী শিরোমনি পর্যটক আবাস, পশ্চিম মেদিনীপুর জেলা, [অরণ্য]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "West Bengal Tourism Development Corporation"। www.wbtdcl.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬।
- ↑ ":: WBTDCL ::"। wbtdcl.wbtourismgov.in। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬।