বিষয়বস্তুতে চলুন

পল্লীপুরম, আলেপ্পি

স্থানাঙ্ক: ৯°৪৫′২৪″ উত্তর ৭৬°২১′৩৯″ পূর্ব / ৯.৭৫৬৬° উত্তর ৭৬.৩৬০৭° পূর্ব / 9.7566; 76.3607
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল্লীপুরম
പള്ളിപ്പുറം
দ্বীপশহর
পল্লীপুরম দ্বীপের তট বরাবর সাদা বালির বালিয়াড়ি
পল্লীপুরম দ্বীপের তট বরাবর সাদা বালির বালিয়াড়ি
পল্লীপুরম কেরল-এ অবস্থিত
পল্লীপুরম
পল্লীপুরম
পল্লীপুরম ভারত-এ অবস্থিত
পল্লীপুরম
পল্লীপুরম
কেরালার আলেপ্পি জেলায় পল্লীপুরমের অবস্থান
স্থানাঙ্ক: ৯°৪৫′২৪″ উত্তর ৭৬°২১′৩৯″ পূর্ব / ৯.৭৫৬৬° উত্তর ৭৬.৩৬০৭° পূর্ব / 9.7566; 76.3607
রাষ্ট্র ভারত
রাজ্যকেরল
জেলাআলেপ্পি
আয়তন
 • মোট২৫.৫৩ বর্গকিমি (৯.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,২৭৬
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকমালয়ালম, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬৮৮
টেলিফোন কোড০৪৭৮
যানবাহন নিবন্ধনKL-32 (কেএল-৩২), KL-04 (কেএল-০৪)
লিঙ্গানুপাত১০৪৩ / ১০০০
লোকসভা নির্বাচন কেন্দ্রআলেপ্পি
বিধানসভা নির্বাচন কেন্দ্রঅরূর

পল্লীপুরম দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের আলেপ্পি জেলার চের্তলা তালুকে অবস্থিত একটি দ্বীপ তথা জনগণনা নগর৷ এটি চের্তলা থেকে ৫ কিলোমিটার (৩.১ মা) দূরে অবস্থিত৷

ভূগোল

[সম্পাদনা]

চের্তলা পৌরনিগম ও তাইকট্টুসেরি গ্রামপঞ্চায়েতের মাঝে অবস্থিত একটি শান্ত দ্বীপ পল্লীপুরম৷ এটির তিনদিকে উত্তর-পূর্ব-পশ্চিমে রয়েছে ভেম্বনাড় হ্রদ এবং দক্ষিণ দিকে রয়েছে চেঙ্গণ্ডা নদী৷ মূল ভুখণ্ডের চের্তলার সাথে এই দ্বীপটি উড়ালপুলের মাধ্যমে যুক্ত এবং ফেরিঘাটের মাধ্যমে বাইকম থেকে পল্লীপুরমে নিয়মিত নৌ-পরিবহন ব্যবস্থার সুবিধা রয়েছে৷

পল্লীপুরমের তট বরাবর অধিক সিলিকাযুক্ত সাদাটে বালির উপস্থিতির জন্য এটি সুপরিচিত৷ এই অধিক সিলিকাযুক্ত বালি কাঁচ ও সিমেণ্ট শিল্পের জন্য উত্তম৷ কেরালা সরকার অধিকৃত মালাবার সিমেণ্ট প্রতিষ্ঠানটির একটি বৃহত্তর কেন্দ্র রয়েছে এই দ্বীপে৷

উপাসনালয়

[সম্পাদনা]

পল্লীপুরম দ্বীপের অন্যতম আকর্ষণ সৃষ্টি ও তৃতীয় শতাব্দীতে নির্মিত পল্লীপুরম গির্জা। কাদবিল মহালক্ষ্মী মন্দিরটি এই দ্বীপের অপর একটি ধর্মীয় আকর্ষণ।

শিক্ষা

[সম্পাদনা]

মানবসম্পদ উন্নয়ন প্রতিষ্ঠান পরিচালিত এবং কোচিন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় সংসৃষ্ট চের্তলা প্রযুক্তিবিদ্যা মহাবিদ্যালয়টি ২০০৪ খ্রিস্টাব্দে পল্লীপুরম দ্বীপে উদ্বোধন করা হয়। পঞ্চায়েতের মধ্যে রয়েছে তিন বছরের ডিগ্রী কোর্স যুক্ত এনএসএস কলেজ।‌ ১৯৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভের পর এই কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার ব্যবস্থা রয়েছে।[]

ব্যাক্তিবর্গ

[সম্পাদনা]

কেরালায় ইন্ডিয়ান কফি হাউজের প্রতিষ্ঠাতা নাদক্কাল পরমেশ্বরণ পিল্লাইয়ের বাসস্থান পল্লীপুরমে৷

তথ্যসূত্র

[সম্পাদনা]