পদ্মনাভ বরদলৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্মনাভ বরদলৈ
প্রাথমিক তথ্য
জন্ম (1988-08-24) আগস্ট ২৪, ১৯৮৮ (বয়স ৩৫)
গুয়াহাটী, আসাম, ভারত
ধরনভারতীয় শাস্ত্ৰীয় সঙ্গীত, অসমীয়া লোকগীত, পাশ্চাত্য সঙ্গীত,
পেশাসংগীত পরিচালক, গীতিকার, সংগীত ব্যবস্থাপক
বাদ্যযন্ত্রকণ্ঠ
লেবেলবিভিন্ন
জাতীয়তাভারত ভারতীয়

পদ্মনাভ বরদলৈ (অসমীয়া: পদ্মনাভ বৰদলৈ) একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক [১]। তিনি বাংলা, হিন্দী, নেপালী, মারাঠিইংরেজি ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রথম হিন্দী গান তেরি জো বাতে হ্যায় গানের জন্য তিনি গ্লোব্যাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমী পুরস্কারের নন ফিল্ম শাখায় মনোন্নিত হয়েছিলেন[২][৩]। অংগরাগ মহন্তের পরে তিনিই এই পদে মনোনীত দ্বিতীয় অসমীয়া ব্যক্তি[৪]

জন্ম[সম্পাদনা]

১৯৮৮ সালের ২৪ আগস্ট তারিখে বিপুল শর্মার ঔরস ও প্রণিতা শর্মার গর্ভে আসামের গুয়াহাটিতে পদ্মনাভ বরদলৈয়ের জন্ম হয়। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের প্রশিক্ষণ প্রাপ্ত করেছেন[১]। ইন্ডিয়ান আয়ডোলের ফাইনেলিস্টে পৌঁছানো প্রথম অসমীয়া ব্যক্তি ছিলেন তিনি। পরবর্তী সময়ে জিটিভি সারেগামাপার ফাইনালিস্ট হয়েছিলেন। তিনি রাস্তে নামক দ্বি-ভাষিক অ্যালবামের শিল্পী ছিলেন[৫]

সম্মান ও পুরস্কার[সম্পাদনা]

  • সোনী টিভির ইন্ডিয়ান আইডল সিজন-৩র প্ৰতিযোগী হওয়া উত্তর পূর্ব ভারতের প্ৰথম ব্যক্তি
  • জীটিভির সা রে গা মা পা ২০১২-র প্ৰথম ৮ ফাইনেলিস্ট
  • আকাশবাণীর ২০০৪ সনত অনুজ্ঞাপ্ৰাপ্ত সুগম সংগীত/আধুনিক সঙ্গীত কণ্ঠশিল্পী
  • ২০০৮ সালের Young Achievers Award প্ৰাপ্ত
  • তেরি জো বাতেঁ হ্যের বাবে গ্লোবেল ইন্ডিয়ান মিউজিক একাডেমি পুরস্কার নন-ফিল্ম শাখাতে মনোনয়ন লাভ
  • Ramdhenu Viewers Choice Awards 2016র শ্ৰেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ

সংগীত[সম্পাদনা]

  • ধ্বনি(২০১০)
  • রাস্তে (আলিবাট) (২০১৪)
  • দিহিং দিসাং ডিমোরু (২০১৬)
  • তেরি জো বাতেঁ হ্যে'
  • আগুয়াই যাওঁ আমি
  • দিলকশী
  • বিহু মারুগৈ আহ
  • জোনাকে বিসারে
  • অ' বোলো রৈ যা
  • রুমঝুম
  • বগাকৈ ধুনীয়া ( দ্বৈত কণ্ঠর গীত)
  • আই এম ইন লাভ (অসমীয়া আধুনিক গীত)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Padmanav Bordoloi Concert in UK"। assamtimes.org। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৫ 
  2. "Non-Film Nominees"GIMA। GIMA। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৪ 
  3. "Padmanav Bordoloi Nominated for GIMA 2016"Guwahati। vibesnortheast.in। ৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  4. "Padmanav Bordoloi nominated for Gobal Indian Music Academy Award"Guwahati। The North-East Today। ২০১৬-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৪ 
  5. "Padmanav Bordoloi releases his first Bihu xuriya album dihing disang dimoru"Guwahati। Magical Assam।