ন্যাশনাল ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিন
অবয়ব
জাতীয় ইউনানি ঔষধ সংস্থান | |
ধরন | ইউনানি চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৮৪ |
অধিভুক্তি | আয়ুষ মন্ত্রক |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | রাজীব গান্ধী স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় |
পরিচালক | আবদুল ওয়াদুদ |
অবস্থান | , , ভারত |
শিক্ষাঙ্গন | শহুরে |
সংক্ষিপ্ত নাম | এনআইইউএম |
ওয়েবসাইট | www |
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিন (এনআইইউএম) ভারতে ইউনানি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের জন্য গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (আয়ুষ) বিভাগ[১][২] ও কর্ণটাক সরকারের যৌথ উদ্যোগে ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[৩] ২০০৪ সালে প্রতিষ্ঠানটিতে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি রাজীব গান্ধী স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
বিভাগ
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে ১০টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স (এমডি ইন ইউনানি) চালু আছে। এগুলো হলো:
- মোয়ালাজাত (সাধারণ ঔষধ)
- ইলমুল আদভিয়া (ঔষধবিজ্ঞান)
- তাহাফফুজি ওয়া সামাজি তিব (প্রতিরোধমূলক ও সামাজিক চিকিৎসাবিজ্ঞান)
- ইলমুল কাবালাত ওয়া আমরাজে নিসওয়ান (স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা)
- ইলমুল সায়িদলা (ফার্মাসি)
- ইলমুল জরাহাত (অস্ত্রোপচার)
- ইলাজ বিত তাদবিরির (রেজিমেন্টাল থেরাপি)
- কুল্লিয়াত (মূলনীতি)
- মাহিয়াতুল আমরাজ (রোগবিজ্ঞান)
- আমরাজে জিল্দ ওয়া মাফাজিল (চর্ম ও বাতবিদ্যা)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National Institutes"। আয়ুষ, ভারত সরকার। ২০১৩-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ S. L. Goel; R. Kumar (২০০৪)। Hospital Preventive and Promotive Services: Hospital Administration in the 21st Century। Deep & Deep Publications। পৃষ্ঠা ২৪–। আইএসবিএন 978-81-7629-318-1।
- ↑ "National Institute of Unani Medicine, Bangalore"। AYUSH। ২০১৩-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২০।