কর্ণাটক সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্ণাটক সরকার
সরকারের আসনবিধানসভা, বেঙ্গালুরু
কার্যনির্বাহী
রাজ্যপালভাজুভাই বালা
মুখ্যমন্ত্রীSiddaramaiah
আইনসভা
বিধানসভা
স্পিকারK.B.Koliwad
বিধানসভার সদস্য২২৫
বিধান পরিষদKarnataka Legislative Council
চেয়ারম্যানD. H. Shankaramurthy
বিধান পরিষদের সদস্য৭৫
বিচার বিভাগ
উচ্চ আদালতকর্ণাটক উচ্চ আদালত
প্রধান বিচারপতিশুভ্র কমল মুখার্জী

কর্ণাটক সরকার [১][২] সাংবিধানিক প্রধান হিসাবে গভর্নর সঙ্গে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংস্থা।রাজ্যপাল দ্বারা পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর এবং তার মন্ত্রীদের কাউন্সিল নিয়োগ করে।যদিও রাজ্যপাল রাজ্যের আনুষ্ঠানিক প্রধান , তবুও সরকারের চলমান কার্যক্রমে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং তার মন্ত্রী পরিষদের তত্ত্বাবধান করা হয়, যাঁর মধ্যে বেশ কয়েকটি বিধিবদ্ধ ক্ষমতা রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Karnataka government"  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. ".kar.nic.in"। Archived from the original on ১৯ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৭