নোমান আল মাহমুদ
অবয়ব
নোমান আল মাহমুদ | |
|---|---|
| একাদশ জাতীয় সংসদের সদস্য | |
| কাজের মেয়াদ ৯ মে ২০২৩[১] – ৭ জানুয়ারি ২০২৪ | |
| পূর্বসূরী | মোছলেম উদ্দিন আহমদ |
| উত্তরসূরী | আবদুচ ছালাম |
| নির্বাচনী এলাকা | চট্টগ্রাম-৮ |
| ব্যক্তিগত বিবরণ | |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | শামীমা আক্তার চৌধুরী |
| পিতামাতা | রশিদ আহমদ (পিতা) জোবেদা খাতুন (মাতা) |
| শিক্ষা | এইচ.এস.সি. |
| পেশা | ব্যবসা[২] |
নোমান আল মাহমুদ হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত হন।[৩] তিনি বর্তমানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৪]
নোমান আল মাহমুদ ১৯৭১-৭৩ সালে সিটি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৭৪-৭৭ সালে তিনি মহানগর ছাত্রলীগের কমিটিতে শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি যুবলীগের মহানগর কমিটির সদস্য হন। ১৯৮৭ সালে তিনি মহানগর যুবলীগ সভাপতি ও ১৯৯৪ সালে শেখ সেলিম-কাজী ইকবাল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ১৯৯৭ সালে জাহাঙ্গীর কবির নানক-মির্জা আজম কমিটির সদস্য হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নোমান"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ "হলফনামা - নোমান আল মাহমুদ (চট্টগ্রাম-৮ শূন্য আসনের নির্বাচন-২৭-০৪-২৩)" (পিডিএফ)। ইসি। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ব্যুরো, চট্টগ্রাম। "চট্টগ্রাম-৮: ভোটের হার ১৪%, বিজয়ী নোমান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "কে এই নোমান আল-মাহমুদ ?"। দৈনিক দেশবাংলা। ২৫ মার্চ ২০২৩। ২৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩।