বিষয়বস্তুতে চলুন

নুনো তাভারেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুনো তাভারেস
২০১৯ সালে বেনফিকার হয়ে তাভারেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নুনো আলবের্তিনো ভারেলা তাভারেস
জন্ম (2000-01-26) ২৬ জানুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান লিসবন, পর্তুগাল
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
২০০৯–২০১০ কাসা পিয়া
২০১০–২০১৩ স্পোর্টিং সিপি
২০১৩–২০১৫ কাসা পিয়া
২০১৫–২০১৮ বেনফিকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০১৯ বেনফিকা বি ১৯ (০)
২০১৯–২০২১ বেনফিকা ২৫ (১)
২০২১– আর্সেনাল ২২ (১)
২০২২–২০২৩মার্সেই (ধার) ৩১ (৬)
জাতীয় দল
২০১৮ পর্তুগাল অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮–২০১৯ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ ১৪ (১)
২০১৯– পর্তুগাল অনূর্ধ্ব-২১ ১৬ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:২৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:২৩, ৪ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নুনো আলবের্তিনো ভারেলা তাভারেস (পর্তুগিজ: Nuno Tavares; জন্ম: ২৬ জানুয়ারি ২০০০; নুনো তাভারেস নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯–১০ মৌসুমে, মাত্র ৯ বছর বয়সে, পর্তুগিজ ফুটবল ক্লাব কাসা পিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তাভারেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে স্পোর্টিং সিপি এবং বেনফিকার যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, প্রথমে বেনফিকা বি এবং পরবর্তীকালে বেনফিকার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; বেনফিকার হয়ে দুই মৌসুমে ২৫ ম্যাচে ১টি গোল করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি প্রায় ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেনফিকা হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।

২০১৮ সালে, তাভারেস পর্তুগাল অনূর্ধ্ব-১৮ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, তাভারেস এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি বেনফিকার হয়ে জয়লাভ করেছেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নুনো আলবের্তিনো ভারেলা তাভারেস ২০০০ সালের ২৬শে জানুয়ারি তারিখে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি কাবু ভের্দীয় বংশোদ্ভূত।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

তাভারেস পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Benfica stick five past Sporting in season curtain-raiser"। PortuGOAL। ৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯ 
  2. Moura, Bruno da। "Benfica de Luis Lopes é campeão nacional de juniores | DTudo1Pouco" 
  3. "Convocatória final para o Europeu" [ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল]। fpf.pt (পর্তুগিজ ভাষায়)। ২০ জুন ২০২৩। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  4. "Portugal U21 Squad" [পর্তুগাল অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ৩ জুলাই ২০২৩। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 
  5. "Portugal U21 - Detailed squad 2023" [পর্তুগাল অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]