নীরজ পাণ্ডে
অবয়ব
নীরজ পাণ্ডে | |
---|---|
![]() ২০১৭ সালে মুম্বইয়ে আইআইটিতে নীরজ | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | শ্রী অরবিন্দ কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, লেখক, প্রযোজক |
কর্মজীবন | ২০০৮-বর্তমান |
নীরজ পাণ্ডে (জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৭৩) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। এ ওয়েডনেসডে! দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে, যা সমালোচকদের প্রশংসা লাভ করে এবং পরে এটি অনেক পুরস্কার অর্জন করে। তার দ্বিতীয় চলচ্চিত্র স্পেশাল ২৬ (২০১৩), এবং পরে বেবি (২০১৫) সমালোচকদের প্রশংসা লাভ করে এবং বিপুল ব্যবসাসফল হয়। তিনি রুস্তম (২০১৬)-এর প্রযোজক হিসেবে কাজ করেন। পাণ্ডে ২০১৬ সালে প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার এম. এস. ধোনির জীবনীনির্ভরএমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে পরিচালনায় ফিরে আসেন, যা সমালোচনামূলক ও ব্যবসায়িকভাবে ভাল করেছে। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি পাণ্ডে একজন লেখক এবং ২০১৩ সালে গালিব ডেঞ্জার নামে একটি উপন্যাস লিখেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | পরিচালক | চিত্রনাট্য | প্রযোজক |
---|---|---|---|---|
২০০৮ | এ ওয়েডনেসডে! | হ্যাঁ | হ্যাঁ | |
২০১১ | তারিঞ্চে বেইট | হ্যাঁ | ||
২০১৩ | স্পেশাল ২৬ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৪ | দ্য রয়েল বেঙ্গল টাইগার | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৪ | টোটাল সিয়াপা | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৫ | বেবি | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৬ | রুস্তম | হ্যাঁ | ||
২০১৬ | এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৬ | সাত উছাক্কে | হ্যাঁ | ||
২০১৭ | নাম শাবানা | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৭ | টয়লেট: এক প্রেম কথা | হ্যাঁ | ||
২০১৮ | আইয়ারি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০১৮ | মিসিং | হ্যাঁ |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | ধারাবাহিক | পরিচালক | চিত্রনাট্য | প্রযোজক | অন্তর্জাল |
---|---|---|---|---|---|
২০২০ | স্পেশাল ওপিএস [১] | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হটস্টার |
২০২১ | সিক্রেটস অব সিনাউলি | হ্যাঁ | ডিসকভারি প্লাস | ||
২০২১ | স্পেশাল অপস ১.৫: দ্য হিম্মত স্টোরি | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ডিজনি+ হটস্টার |
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- গালিব ডেঞ্জার (২০১৩)
পুরস্কার
[সম্পাদনা]চলচ্চিত্র | পুরস্কারের নাম | বছর | মন্তব্য |
---|---|---|---|
এ ওয়েডনেসডে! | জাতীয় চলচ্চিত্র পুরস্কার - একজন পরিচালকের সেরা প্রথম চলচ্চিত্র | ২০০৮ | |
এ ওয়েডনেসডে! | শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে স্টার স্ক্রিন, | ২০০৯ | |
এ ওয়েডনেসডে! | শ্রেষ্ঠ কাহিনি বিভাগে আইফা পুরস্কার, | ২০০৯ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Neeraj Pandey to Helm Spy Thriller Web Series 'Special Ops'"। www.news18.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে নীরজ পাণ্ডে সংক্রান্ত মিডিয়া রয়েছে।