বিষয়বস্তুতে চলুন

নিধি ভানুশালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিধি ভানুশালি
জন্ম (2001-03-16) ১৬ মার্চ ২০০১ (বয়স ২৩)
জাতীয়তাভারতীয়
পেশাটেলিভিশন অভিনেত্রী
কর্মজীবন২০১২-বর্তমান
পরিচিতির কারণতারাক মেহতা কা উল্টা চশমা
আত্মীয়পুষ্পা ভানুশালি (মা)

নিধি ভানুশালি একজন ভারতীয় টেলিভিশন অভিনয় শিল্পী।তিনি মূলত ভারতীয় টেলিভিশন কমেডি ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমা তে সোনালিকা ভিরে বা সনু নামে অভিনয় করার কারণেই বেশি পরিচিত।[]

অভিনয় জীবন

[সম্পাদনা]

২০১২ সালে নিধি তারাক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের সনু চরিত্রের আগের অভিনেত্রী(ঝিল মেহতা) চলে যায়।সেই চরিত্রের জন্য নিধি অডিশন দেন এবং নির্বাচিত হন।তার প্রথম পর্বটি নভেম্বর ২০১২ তে প্রচারিত হয়।সনু চরিত্রটি একজন দুষ্ট,চঞ্চল,সুন্দরী ও মেধাবী মেয়ে,যে কিনা আতমারাম তুকারাম ভিরে নামক এক শিক্ষকের মেয়ে।

টেলিভিশন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]