নিখিল ভারত ছাত্র সমিতি
প্রতিষ্ঠাকাল | ৯ আগস্ট ১৯৯০ |
---|---|
ধরন | ছাত্র সংগঠন |
আইনি অবস্থা | সচল |
সদরদপ্তর | দিল্লী, ভারতবর্ষ |
সাধারণ সম্পাদক | সন্দীপ সৌরভ |
সভাপতি | এন সাই বালাজী |
সম্পৃক্ত সংগঠন | সিপিআইএমএল লিবারেশন |
ওয়েবসাইট | www |
নিখিল ভারত ছাত্র সমিতি বা আইসা হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন-র ছাত্র সংগঠন। এটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ও এটি বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তর বামপন্থী ছাত্র সংগঠন।[১][২]
সংগঠন
[সম্পাদনা]যদিও সমগ্র ভারতেই আইসা সক্রিয় ভূমিকা পালন করে তবুও ছাত্র রাজনীতিতে এর অস্তিত্ব প্রকট মূলত পশ্চিমবঙ্গ, দিল্লী, বিহার এবং ঝাড়খণ্ডে। এছাড়াও অন্যান্য সকল রাজ্যগুলিতেও এর কিছু সাংগঠনিক শক্তি রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও দিল্লীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আইসা-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যান্য যে কয়েকটি অঞ্চলে এর সামান্য সংগঠন রয়েছে সেগুলি হল, দিল্লি বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয়, প্রভৃতি। এটি ভারতের তথা সমগ্র বিশ্বের অন্যতম বৃহত্তম বামপন্থী ছাত্র সংগঠন।
গঠনতন্ত্রের ইতিহাস
[সম্পাদনা]অল বেঙ্গল স্টুডেন্ট আসোসিয়েশন সহ মোট ৭ টা অতি-বামপন্থী ছাত্রসংগঠন একত্রিত হয়ে ১৯৯০ সালে গঠিত হয় আইসা। প্রাথমিকভাবে এটি গঠিত হয় আইপিএফ-এর ছাত্র সংগঠন হিসেবে। পরবর্তীকালে সিপিআইএমএল লিবারেশন পার্টি প্রকাশ্য রাজনীতিতে এলে ও আইপিএফ সংগঠন অবলুপ্ত হলে এটি সিপিআইএমএল লিবারেশনের ছাত্র সংগঠন বা ছাত্র ফ্রন্ট হিসেবে সংগঠিত হয়।[৩][৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.kolkata361.in/members-of-sfi-and-aisa-union-of-jadavpur-university/
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২।
- ↑ https://bengalwatch.in/kolkatta-1185/
- ↑ https://www.ba.cpiml.net/Deshabrati/2022/02/Protest-rally-against-Anis-murder