নায়না লাল কিদওয়াই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নায়না লাল কিদওয়াই
২০১২ সালে নায়না লাল কিদওয়াই
জন্ম
নায়না লাল কিদওয়াই

১৯৫৭ (বয়স ৬৬–৬৭)[১]
জাতীয়তাভারতীয়
কর্মজীবন১৯৮২ – বর্তমান
দাম্পত্য সঙ্গীরশিদ কে. কিডওয়াই

নায়না লাল কিদওয়াই (জন্ম: ১৯৫৭) হলেন একজন ভারতীয় ব্যাংকার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ব্যবসায়িক নির্বাহী।[২] তিনি পূর্বে গ্রুপের জেনারেল ম্যানেজার এবং এইচএসবিসি ভারত শাখার প্রধান ছিলেন।[৩][৪][৫] তিনি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতিও ছিলেন।[৬]

পেশা[সম্পাদনা]

কিদওয়াই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন (১৯৭৭ সালের ব্যাচ) থেকে অর্থনীতি বিভাগ হতে স্নাতক এবং ১৯৮২ সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন।[৭][৮] কিদওয়াই হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক সম্পন্ন করা প্রথম ভারতীয় মহিলা ছিলেন। এছাড়াও ভারতে বিদেশী ব্যাংকের কার্য পরিচালনা করা প্রথম নারী ছিলেন। তিনি একজন যোগ্য রাজকীয় সনদপ্রাপ্ত হিসাববিদ

১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কাজ করেছিলেন, যেখানে তাঁর কাজ ছিল বিনিয়োগ ব্যাংকের প্রধান হিসেবে, গ্লোবাল এনআরআই সার্ভিসের প্রধান হিসেবে এবং পশ্চিম ভারতের প্রধান হিসেবে, খুচরা ব্যাংক দেখা। ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কিদওয়াই মরগান স্ট্যানলি ইন্ডিয়া এবং জেএম মরগান স্ট্যানলি বিনিয়োগ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৯] তিনি ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এবং ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রিটেইল ব্যাংকের প্রধান ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত কিদওয়াই ইনভেস্টমেন্ট ব্যাংক ইন্ডিয়ার প্রধান ম্যানেজার ছিলেন এবং ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইনভেস্টমেন্ট ব্যাংকের উত্তর ভারতের পরিচালক ছিলেন। কিদওয়াই ১৯৮৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বোম্বে-এ অবস্থিত বিনিয়োগ ব্যাংকের ওয়েস্ট ইন্ডিয়ার ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮০ পর্যন্ত তিনি প্রাইস ওয়াটারহাউস এন্ড কো- এ কাজ করেছিলেন।

তিনি বর্তমানে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান। এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড এবং এইচএসবিসি ইনভেস্ট্রিটেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি, তার অন্যান্য পদগুলোর মধ্যে নেসলে এসএ এবং অল্টিকো ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান অন্যতম। তিনি এনসিএইআর-এর পরিচালনা পর্ষদ, ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের নিরীক্ষা উপদেষ্টা বোর্ড এবং সিআইআই এবং এফআইসিসিআইয়ের জাতীয় নির্বাহী কমিটিতে রয়েছেন। তিনি নায়ারা এনার্জি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক (পূর্বে এসার অয়েল লিমিটেড)

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

নায়না লাল কিদওয়াই পাঞ্জাবি খত্রী সম্প্রদায়ের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি সুরিন্দর লালের কন্যা, যিনি একটি বীমা সংস্থার সিইও ছিলেন। কিদওয়াইয়ের মা ছিলেন থাপার গ্রুপের প্রতিষ্ঠাতা করমচাঁদ থাপারের কন্যা এবং ললিত মোহন থাপারের বোন।

পুরস্কার[সম্পাদনা]

তাঁর প্রশংসনীয় কাজের জন্য, কিদওয়াই অনেক প্রশংসা অর্জন করেছেন। কিদওয়াই বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বিশিষ্ট পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন।[১০] ২০১৩ সালে, তিনি ব্যাংকিং খাতে অসাধারণ অবদানের জন্য এএলএল লেডিজ লীগের দিল্লি "উইমেন অফ দ্য ডেকাড অ্যাচিভার্স" পুরস্কার পেয়েছেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Business Biographies -Naina Lal Kidwai"। ২০১৬-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০১-০৪ 
  2. "Sheila Dikshit, Shobhana Bhartia and Sharmila Tagore among women achievers honoured"India Today। ২৩ জুলাই ২০১৩। 
  3. "Naina Lal Kidwai: Managing director of HSBC India"। ২৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  4. Naina Lal Kidwai to head HSBC India ops
  5. HSBC needs to have one face for its Indian businesses: Kidwai
  6. "Naina Lal Kidwai - Profile at FICCI Blog"। ২২ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  7. Harvard Business School
  8. Naina Lal Kidwai: chartered accountant
  9. "Passion is the secret:Indian finance CEO Naina Lal Kidwai"। The way women work। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩ 
  10. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৫ 
  11. "Delhi CM and Outstanding Women Achievers Honored by ALL LADIES LEAGUE"Women Economic Forum। ২৩ জুলাই ২০১৩।