নাভোই প্রদেশ

স্থানাঙ্ক: ৪২°০′ উত্তর ৬৪°১৫′ পূর্ব / ৪২.০০০° উত্তর ৬৪.২৫০° পূর্ব / 42.000; 64.250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাভোই অঞ্চল
Навоий вилояти / নাভোই ভিলোয়াতি (উজবেক)
প্রদেশ
সেন্টোব উপত্যকা
উজবেকিস্তানে নাভোই
উজবেকিস্তানে নাভোই
স্থানাঙ্ক: ৪২°০′ উত্তর ৬৪°১৫′ পূর্ব / ৪২.০০০° উত্তর ৬৪.২৫০° পূর্ব / 42.000; 64.250
দেশউজবেকিস্তান
রাজধানীনাভোই
সরকার
 • হাকিমনরমাট তুরসুনোভ
আয়তন
 • মোট১,১১,০৯৫ বর্গকিমি (৪২,৮৯৪ বর্গমাইল)
উচ্চতা১২৬ মিটার (৪১৩ ফুট)
জনসংখ্যা (২০২২)
 • মোট১০,৩৩,৮৫৭
 • জনঘনত্ব৯.৩/বর্গকিমি (২৪/বর্গমাইল)
সময় অঞ্চলপূর্ব (ইউটিসি+৫)
 • গ্রীষ্মকালীন (দিসস)নির্দিষ্ট নয় (ইউটিসি+৫)
আইএসও ৩১৬৬ কোডUZ-NW
জেলা
নগর
শহর৪৬
গ্রাম৫৮২
ওয়েবসাইটwww.navoi.uz
খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দের নাভোইয়ের সারমিসসেই হতে প্রাপ্ত প্রস্তর চিত্র

নাভোই অঞ্চল (উজবেক: Навоий вилояти, নাভোই ভিলোয়াতি, রুশ: Навоийская область) হলো উজবেকিস্থানের একটি অঞ্চল। এটি দেশটির কেন্দ্রীয় উত্তর / উত্তর পূর্বাংশে অবস্থিত। কিজিল-কুম মরুভূমির এক বৃহৎ অংশ সহ এই প্রদেশটির আয়তন ১,১১,০৯৫ কিমি (৪২,৮৯৪ মা), যা এটিকে দেশের সবচেয়ে বড় প্রদেশের মর্যাদা দিয়েছে, যদিও ১,৬৬,৫৯০ বর্গকিলোমিটার আয়তনের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র কারাকালপাকস্তান সর্ববৃহৎ অঞ্চল।[১] নাভোই অঞ্চলের কাজাখস্তান, সমরকন্দ প্রদেশ, বুক্সোরো প্রদেশ, জিজাখ প্রদেশ এবং কারাকালপাকস্তান প্রজাতন্ত্রের সাথে সীমন্ত রয়েছে। ২০২২ সালে এখানকার আনুমানিক লোকসংখ্যা ছিলো ১০,৩৩,৮৫৭ জন, যার ৫১% অধিবাসীই গ্রামীণ এলাকায় বসবাস করে।[২][৩] এর রাজধানী নাভোই, যার আনুমানিক লোকসংখ্যা ১,৪৬,৯০০ জন।[৪] এই অঞ্চলটি এবং এর রাজধানীর নামকরণ করা হয়েছে কবি আলী-শির নাভাই-এর নামানুসারে।

নাভোইয়ের জলবায়ু সাধারণ উপ-মরুভূমি এলাকার মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। নাভোই অঞ্চলটিতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা রয়েছে, বিশেষত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং দামী ধাতু ও নির্মাণ কাজের কাঁচামালের। এখানকার অর্থনীতি ভীষণভাবে খনিজ পদার্থ উত্তোলন, ধাতব পরিশোধন এবং রাসায়নিক দ্রব্য উৎপাদন কাণ্ডের উপর নির্ভরশীল। নাভোই এবং জারাফশান খনি হতে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ উত্তোলিত হয়।

প্রধান কৃষিজ পণ্য হলো তুলা এবং কারাকুল ভেড়াসেচ ব্যবস্থার আওতায় আনা গেলে এর ৯০ শতাংশ এলাকাই কৃষিজ পণ্য উৎপাদনের জন্য উর্বরভূমি হিসাবে অনন্য।

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

নাভোইয়ের জেলাসমূহ

নাভোই প্রদেশে ৮টি জেলা এবং তিনটি জেলা-পর্যায়ের নগর: নাভোই, জারাফশানগজগন রয়েছে।[১][৪]

ক্রম জেলার নাম জেলার রাজধানী
কোনিমেক্স জেলা কনিমেক্স
কিজিলটেপা জেলা কিজিলটেপ
জাটিরচি জেলা ইয়ানগিরাবড
নাভবাহর জেলা বেশরাবোট
কারমানা জেলা কারমানা
নুরোটা জেলা নুরোটা
টোমডি জেলা টোমডিবুলোক
উচকুডুক জেলা উচকুডুক

নাভোই প্রদেশে ৭টি নগর (নভোই, জারাফশান, গজগন, কিজিলটেপা, নুরোটা, উচকুডুক, ইয়ানগিরাবড) এবং ৪৬টি ছোট শহর রয়েছে।[১][৪]

অর্থনীতি[সম্পাদনা]

নাভোই অঞ্চলটি দেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি দেশের সর্ববৃহৎ শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। এই অঞ্চলে খনিজ ও কাঁচামালের সমৃদ্ধ আবাসস্থল - স্বর্ণ, সিলিকা, গ্রানাইট, মার্বেল, ফসফেট সহ আরও অনেক দ্রব্যের।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Oʻzbekiston Respublikasining maʼmuriy-hududiy boʻlinishi" [Administrative-territorial division of the Republic of Uzbekistan] (উজবেক ভাষায়)। The State Committee of the Republic of Uzbekistan on statistics। জুলাই ২০২১। ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "O'zbekistonda eng ko'p aholi qaysi viloyatda yashaydi?"Qalampir.uz (উজবেক ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১০ 
  3. "Urban and rural population by district" (পিডিএফ) (উজবেক ভাষায়)। Navoiy regional department of statistics। 
  4. "Classification system of territorial units of the Republic of Uzbekistan" (উজবেক and রুশ ভাষায়)। The State Committee of the Republic of Uzbekistan on statistics। জুলাই ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

দাপ্তরিক ওয়েবসাইট

টেমপ্লেট:নাভোই অঞ্চল