বিষয়বস্তুতে চলুন

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পুরাতন একাডেমিক ভবন
অবস্থান
মানচিত্র
নিউ ইসলামপুর

,
৬৩০০

স্থানাঙ্ক২৪°৩৫′৪৮″ উত্তর ৮৮°১৬′০৬″ পূর্ব / ২৪.৫৯৬৬৪৫° উত্তর ৮৮.২৬৮২৬৭° পূর্ব / 24.596645; 88.268267
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৩৫; ৮৯ বছর আগে (1935)
বিদ্যালয় বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচাঁপাইনবাবগঞ্জ
ইআইআইএন১২৪৪৯৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমোঃ হাসিনুর রহমান
বিদ্যালয়ের প্রধানসহকারী প্রধান শিক্ষিকা
প্রধান শিক্ষকমোছা: শাহনাজ বেগম
শিক্ষকমণ্ডলী১৩ জন
লিঙ্গবালক–বালিকা
শিক্ষার্থী সংখ্যা৯০০
শ্রেণি৬ষ্ঠ–১০ম
আয়তন১.৫ একর (৬,১০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
রং   সাদা এবং নেভি ব্লু
ডাকনামটাউন হাই স্কুল

নতুন একাডেমিক ভবন

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।[][][] বিদ্যালয়টি ১৯৩৫ সালে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। প্রতিষ্ঠানটি রাজশাহী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত।[তথ্যসূত্র প্রয়োজন]

খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস,বিজয় দিবস ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।[তথ্যসূত্র প্রয়োজন]

ল্যাবরেটরি

[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রন্থাগার

[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]

অবকাঠামো

[সম্পাদনা]

এ প্রতিষ্ঠানে মোট ২টি ভবন রয়েছে। ১টি নতুন ভবন এবং ১টি পুরাতন ভবন। বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে যা ঈদগাহ ময়দান হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়ের ১টি শহীদ মিনার রয়েছে ও বিদ্যালয়ের পাশে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় জামে মসজিদ রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল)'র প্রধান শিক্ষক হাসিনুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত"দৈনিক অনুসন্ধান। ২০২৩-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৩ 
  2. "নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়"সহপাঠী। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৩ 
  3. "নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে"দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ। ২০১৮-১০-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৩