নওয়াপাড়া পৌরসভা

স্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৮৯°২৫′ পূর্ব / ২৩.১৬৭° উত্তর ৮৯.৪১৭° পূর্ব / 23.167; 89.417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নওয়াপাড়া থেকে পুনর্নির্দেশিত)
নওয়াপাড়া
পৌরসভা
নওয়াপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
নওয়াপাড়া
নওয়াপাড়া
নওয়াপাড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৮৯°২৫′ পূর্ব / ২৩.১৬৭° উত্তর ৮৯.৪১৭° পূর্ব / 23.167; 89.417
Country Bangladesh
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
সরকার
 • মেয়রসুশান্ত কুমার দাস শান্ত, (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৫.১২ বর্গকিমি (৯.৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ [১])
 • মোট৮৫,৮৫৬
সময় অঞ্চলBST (ইউটিসি+6)
ওয়েবসাইটwww.abhaynagar.jessore.gov.bd/site/page/bcc66d5d-1c4a-11e7-8f57-286ed488c766/এক-নজরে-নওয়াপাড়া-পৌরসভা

নওয়াপাড়া হচ্ছে খুলনা বিভাগের যশোর জেলার অভয়নগর উপজেলার একটি প্রথম শ্রেণির পৌরসভা এবং শিল্প বাণিজ্য সমৃদ্ধ শহর।এটি খুলনা-যশোর মহাসড়কের খুলনা এবং যশোরের মাঝামাঝি জায়গায় অবস্থিত।ভারী শিল্পকারখানা এবং নদী বন্দরের জন্য নওয়াপাড়া একটি গুরুত্বপূর্ণ শহর।এর নামকরণ হয়েছিল শ্রীধরপুরের জমিদার ঈশ্বর বসুর প্রচেষ্টায়, নয়াহাট নাম থেকে পরবর্তীকালে পাড়া যুক্ত হয়ে বর্তমান নাম এ রুপান্তর ঘটে। যশোরের প্রসিদ্ধ প্রভাবশালী আলেম মাওলানা আবুল কাসেমের আমন্ত্রণে নপাড়ার ইরানি পীর জনাব মোহাম্মদ আলী শাহ ইরানি হযরতের আগমন ঘটে। সমাজ সংস্কারক মাওলানা আবুল কাসেম এর হাতে প্রতিষ্ঠিত এ অঞ্চলের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান " মাদ্রাসায়ে মোহাম্মাদীয়া নওয়াপাড়া" এ অঞ্চলের শিক্ষা ব‍্যাবস্থা ও চেতনায় আমুল পরিবর্তন এনে দিয়েছিল।নওয়াপাড়া শহরেই অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্রধান কার্যালয় এবং তাদের নিজস্ব শিল্প নগর যা "আকিজ সিটি" নামে পরিচিত যেখানে রয়েছে আধুনিক মানের শপিং মল,ফুড কোর্ট,একাধিক রেস্টুরেন্ট,পার্ক,রিসোর্ট,থিমড প্লেয়িং সেন্টার সহ আরও সুযোগ সুবিধা।[১]

অবস্থান[সম্পাদনা]

নওয়াপাড়া শহরের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। এর উত্তরে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন, পশ্চিমে চলিশিয়া ইউনিয়ন এবং দক্ষিণে খুলনার ফুলতলা উপজেলা। নওয়াপাড়া হতে বিভাগীয় নগরী খুলনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আকিজ সিটি" 
  2. "এক নজরে নওয়াপাড়া পৌরসভা"www.abhaynagar.jessore.gov.bd। ২২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯