ধুলু মাহাতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধুলু মাহাতো ভারতের ঝাড়খণ্ডের একজন রাজনীতিবিদ। তিনি ২০০৯ সাল থেকে বাঘমারার প্রতিনিধিত্ব করেন। [১][২][৩] ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতন্ত্রিক) বিধায়ক হিসাবে এই আসনের প্রতিনিধিত্ব করেছিলেন তবে ২০১৪-২০১৯ সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে এই আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন (স্বল্প ব্যবধানে ৮২৪ ভোট)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Empowering India - Making democracy meaningful, Know our Representative & Candidate"। empoweringindia.org। ২০১৬-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৮ 
  2. "Dulu Mahto(Bharatiya Janata Party(BJP)):Constituency - BAGHMARA(DHANBAD) - Affidavit Information of Candidate:"। myneta.info। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৮ 
  3. "Baghmara Election Results 2014 | Candidate List and winner of Baghmara Assembly (Vidhan Sabha) Constituency, Jharkhand"। elections.in। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৮