ধর্মীয় সাম্যবাদ
| সাম্যবাদ |
|---|
| সিরিজের অংশ |
|
|
ধর্মীয় সাম্যবাদ এমন এক ধরনের সাম্যবাদ যাতে ধর্মীয় মূলনীতিসমূহ ও সাম্যবাদের মূলনীতি একীভূত থাকে। বিশেষজ্ঞরা সম্পদের উপর জনস্বত্বের দিকে ধাবিত করা ইতিহাসের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলনকে বর্ণনা করতে এই পদটি ব্যবহার করেছেন।
সংজ্ঞা
[সম্পাদনা]টি.এম ব্রাউনিং "ধর্মীয় সাম্যবাদ" কে "ধর্মের নিজস্ব মূলনীতি হতে নিঃসৃত" সাম্যবাদের একটি রূপ[১] এবং হ্যান্স হিলারব্যান্ড "ধর্মীয় সাম্যবাদ" কে "সম্পদের জনস্বত্ব ও ব্যক্তিগতকরণ বাতিলের দিকে ধাবিত করা ধর্মীয় আন্দোলন" হিসেবে বর্ণনা করেন।[২] ব্রাওনিং ও হিলারব্যান্ড "ধর্মীয় সাম্যবাদ" কে "রাজনৈতিক সাম্যবাদ"[১] ও " অর্থনৈতিক সমাজতন্ত্র" [২] থেকে আলাদা করেছেন। উপরন্তু, হিলারব্যান্ড "ধর্মীয় সাম্যবাদ" কে মার্ক্সবাদের (একটি আদর্শ যা ধর্মের বিলোপের জন্য আহবান করে) বিপরীত হিসেবে বর্ণনা করেছেন। [২] ডোনাল্ড ড্রু এজবার্ট ও স্টো পার্সন্স বলেন যে, "[c]hronologically, religious communism tended to precede secular [communism]".[৩] তবে, অন্যান্য বিশেষজ্ঞ মত দেন যে, প্রচলিত " রাজনৈতিক সাম্যবাদ" বা মার্ক্সবাদের কিছু ধর্মীয় প্রকারভেদ রয়েছে। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Browning, T.B. (১৮৭৮)। "Communism"। The Canadian Monthly and National Review। ১৩: ৫৭৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬।
- 1 2 3 Hillerbrand, Hans J. (২০০৪)। Encyclopedia of Protestantism। Routledge। পৃ. ৮০০। আইএসবিএন ৯৭৮-১১৩৫৯৬০২৮৫।
- ↑ Egbert, Donald Drew; Persons, Stow (২০১৫)। Socialism and American Life। Princeton University Press। পৃ. ৯১। আইএসবিএন ৯৭৮-১৪০০৮৭৯৮৯২।
- ↑ Kula, Marcin (ডিসেম্বর ২০০৫)। "Communism as Religion"। Totalitarian Movements and Political Religions। ৬ (3): ৩৭১–৩৮১। ডিওআই:10.1080/14690760500317727।