দ্যা গ্রেট সেলজুক
দ্যা গ্রেট সেলজুক | |
---|---|
তুর্কি: Uyanış: Büyük Selçuklu | |
ধরন |
|
ভিত্তি | সেলজুক সাম্রাজ্য |
লেখক | সর্দার ওজোনালান এমরে কোনুক |
পরিচালক | সেদাত ইনচি |
সৃজনশীল পরিচালক | এমরে কোনুক |
অভিনয়ে | |
আবহ সঙ্গীত রচয়িতা | গোখান কির্দার |
উদ্বোধনী সঙ্গীত | "উয়ানিশ: বুয়ুক সেলজুকলু জেনেরিক" |
সুরকার | বাতুহান ফিরাত |
মূল দেশ | তুরস্ক |
মূল ভাষা | তুর্কি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৩৪ |
নির্মাণ | |
প্রযোজক | এমরে কোনুক |
ব্যাপ্তিকাল | ১২০–১৫০ মিনিট |
নির্মাণ কোম্পানি | আকলি ফিল্ম |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | টিআরটি ১ |
ছবির ফরম্যাট | ৫৭৬ আই এইচডিটিভি ১০৮০আই |
অডিওর ফরম্যাট | স্টেরিও |
মূল মুক্তির তারিখ | ২৮ সেপ্টেম্বর ২০২০ ৩১ মে ২০২১ | –
ক্রমধারা | |
পরবর্তী | আল্পআরসালান: বুয়ুক সেলজুকলু |
ওয়েবসাইট |
দ্যা গ্রেট সেলজুক (মূল তুর্কি নাম: উয়ানিশ: বুয়ুক সেলজুকলু, তুর্কি: Uyanış: Büyük Selçuklu, উচ্চারিত [ujænɯʃ byjyk seltʃuklu]) সের্দার ওজোনালান রচিত, সেদাত ইনচি পরিচালিত এবং এমরে কোনুক প্রযোজিত একটি তুর্কি ইতিহাস নির্ভর টেলিভিশন ধারাবাহিক। এর কাহিনী সুলতান প্রথম মালিক শাহ ও তার পুত্র আহমাদ সানজারের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে সেলজুক সাম্রাজ্যের কাঠামো, রাজনৈতিক ঘটনাবলী ও যুদ্ধগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ধারাবাহিকটিতে তুর্কি অভিনেতা বুগরা গুলসয় সুলতান মালিক শাহ চরিত্রে এবং একিন কোচ সানজার চরিত্রে অভিনয় করেছেন। টেলিভিশন ধারাবাহিকটি ২০২০ সালের ২৮ সেপ্টেম্বরে প্রিমিয়ার হয় এবং ২০২১ সালের ৩১ মে সমাপ্ত হয়।[১]
ধারাবাহিকটি সাকারিয়া, ইস্তাম্বুল ও কোকেলিসহ বিভিন্ন স্থানে টিআরটি'র আন্তর্জাতিক ফিল্ম স্টুডিওগুলোতে ধারণ করা হয়। উদ্বোধনী থিমটি রচনা করেন তুর্কি সঙ্গীতশিল্পী গোখান কিরদার। আর কাজাখ সঙ্গীতজ্ঞরা তুর্কি বিশ্বের বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে বাকি গানগুলো প্রস্তুত করেন। টেলিভিশন ধারাবাহিকটি ১৩ মাসের একটি প্রস্তুতিমূলক সময় অতিক্রম করে, যেখানে যত্ন সহকারে বিভিন্ন বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। তবুও সিরিজটিতে কিছু ঐতিহাসিক ভুল রয়ে গিয়েছে। ২০২১ সালে প্রযোজনা সংস্থা আকলি ফিল্মের বিরুদ্ধে সেট কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ আসে। তুরস্কে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী টেলিভিশন ধারাবাহিকটিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
অনুষ্ঠানটি তুরস্কে দারুণ সমাদৃত হয়। তুর্কি গণমাধ্যম একে "রেকর্ড ভঙ্গকারী টেলিভিশন সিরিজ" আখ্যা দিয়ে দিরিলিশ: আরতুগ্রুল সহ বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভকারী ধারাবাহিকগুলোর সাথে তুলনা করে। বিখ্যাত তুর্কি অভিনেতাগণ অভিনয় করায় ধারাবাহিকটি তুরস্কে জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া এটি বাংলাদেশ, পাকিস্তান এবং কিরগিজস্তানের মতো দেশেও জনপ্রিয় হয়ে ওঠে। এটি ২০২০ সালে আনাতোলিয়া মিডিয়া পুরস্কার জয় করে এবং এমরে কনুক একই বছরে ক্রিস্টাল গ্লোব পুরস্কার অর্জন করেন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ৮ নভেম্বর সুলতান আল্প আরসালানের জীবনকে কেন্দ্র করে রচিত আল্পআরসালান: বুয়ুক সেলজুকলু মুক্তি পায়।[২][৩]
কুশীলব
[সম্পাদনা]প্রধান চরিত্র
[সম্পাদনা]- বুগরা গুলসয় ইরানের রাজা সুলতান মেলিক-শাহের চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি সেলজুক সাম্রাজ্যের সুলতান প্রথম মালিক শাহ-এর উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।
- একিন কোচ আহমাদ সানজারের চরিত্রে অভিনয় করেন। আহমাদ সানজার ছিলেন প্রথম মালিক শাহের ছেলে।
- হাতিজে শেনদিল অভিনয় করেন প্রথম মালিক শাহের স্ত্রী তারকেন খাতুনের চরিত্রে।
- গুরকান উইগান হাসান সাব্বাহ চরিত্রে অভিনয় করেন। হাসান সাব্বাহ ছিলেন নিজারি ইসমাইলি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।
- সেভদা এরগিনচি অভিনয় করেন সানজারের স্ত্রী তুর্না খাতুনের চরিত্রে।
- মেহমেত ওজগুর সেলজুক সাম্রাজ্যের উজির নিযামুল মুলক চরিত্রে অভিনয় করেন।
- সেজিন আকবাশোউলারি মালিক শাহের আরেক স্ত্রী জোবাইদা খাতুনের চরিত্রে অভিনয় করেন।
পুনরাবৃত্ত চরিত্র
[সম্পাদনা]- ইলকার কিজমাজ – মালিক শাহের অন্যতম সেনাপতি আমির আরসালানতাসের চরিত্রে
- আলি গোজুশিরিন – মালিক শাহের ছেলে মুহাম্মাদ তাপারের চরিত্রে
- পিনার তোরে – বাসুলু খাতুনের চরিত্রে। এ চরিত্রটি মালিক শাহের স্ত্রী তাজেদ্দিন সাফারিয়া খাতুনকে ভিত্তি করে নির্মিত, যিনি ছিলেন তাপার ও সানজারের মা।
- বুলেন্ত আলকিশ – ওমর খৈয়ামের চরিত্রে
- লেয়লা ফেরায় – গেভার খাতুনের চরিত্রে। এ চরিত্রটি তাপারের স্ত্রী গওহর খাতুনের উপর ভিত্তি করে গঠিত।
- ভলকান কেসকিন – বোজকুশের চরিত্রে। এটি একটি কাল্পনিক চরিত্র, যাকে এ সিরিজে সানজারের সহযোগী যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে।
- মেহমেত বোজদোয়ান – তাজুল মুলক চরিত্রে। তাজুল মুলক ছিলেন সেলজুক সাম্রাজ্যের একজন উজির, যিনি তারকেন খাতুনের প্রতি বিশ্বস্ত ছিলেন।
- বুসে মেরাল – মালিক শাহ ও তারকেন খাতুনের কন্যা মাহিমুলকের চরিত্রে
- কেমাল তোকতাশ – আবু হামিদ আল-গাজ্জালির চরিত্রে। এই ধারাবাহিকে তাকে ইউসুফ হামেদানির শিষ্য হিসেবে দেখানো হয়েছে।
- ওজের তুনচা – ইউসুফ হামদানির চরিত্রে
- ইসমাইল শাশমাজ – ফয়সালের চরিত্রে। এই কাল্পনিক চরিত্রটিকে সেলজুক সাম্রাজ্যে হাসান সাব্বাহর গুপ্তচর হিসেবে দেখানো হয়েছে।
- বুচে বুসে কাহরামান – লিভিয়া চরিত্রে। এটি একটি কাল্পনিক চরিত্র, যে সেলজুক সাম্রাজ্যকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে একজন সাধারণ যুবতীর বেশে সাম্রাজ্যে প্রবেশ করে।
- কান তাশানের – মিত্রাস ও মার্কাসের চরিত্রে
- আতিলগান গুমুশ – তেকিশের চরিত্রে
- জানবি চেলান – আয়দোগদু চরিত্রে। এই কাল্পনিক চরিত্রটি সানজারের প্রতি বিশ্বস্ত ছিলেন।
- তানার তুরান – আমির ইলতেবারের চরিত্রে। এই কাল্পনিক চরিত্রটি তুর্না খাতুনের পিতা এবং শেলেমজারের আমির।
- জিদেম সেলিশিক ওনাত – মালিক-শাহের মা সাফারিয়া খাতুনের চরিত্রে
- লেয়লা লিডিয়া থুয়ুথলু – এলচিন খাতুনের চরিত্রে, যিনি কুতুলমিশ পুত্র সুলেমান শাহের কন্যা ও কিলিচ আরসালানের বোন।
- নিক শেলিলাজ – ইয়োরগোসের চরিত্রে
- মুরাত গারিপাআওলু – ইসমাইলি শিয়া নেতা আবদুল মালিক বিন আত্তাশের চরিত্রে
- ওসমান সনান্ত – আন্দ্রেয়াসের চরিত্রে। এই কাল্পনিক চরিত্রটিকে একটি বাইজেন্টাইন দুর্গের সেনাপতি হিসেবে দেখানো হয়েছে।
- আয়তেক শায়ান – রুস্তম চরিত্রে। এই কাল্পনিক চরিত্রটিকে বাতেনিরা ছোটবেলায় অপহরণ করে আনে এবং একজন যোদ্ধা হিসেবে বড় করে।
- এরতুগ্রুল পোসতোলু – কোরকুত আতার চরিত্রে। এই ধারাবাহিকে তাকে কিনিক শিবিরের বে হিসেবে দেখানো হয়েছে।
- এরদেম আকাকচে – বেহরাম চরিত্রে। এটি একটি কাল্পনিক চরিত্র, যাকে সাব্বাহর সহকারি হিসেবে দেখানো হয়েছে।
অতিথি চরিত্র
[সম্পাদনা]- সর্দার কিলিচ – সুলতান আল্প আরসালান চরিত্রে
- ওগুন কাপ্তানোলু – তুরানশাহ চরিত্রে। তুরানশাহ ছিলেন মালিকশাহের চাচা কাভুর্তের ছেলে।
- আবদুল সুসলার – কিপচ্যাকদের বে এবং বাসুলু খাতুনের ভাই বাতুরআল্প বে চরিত্রে।
পর্ব
[সম্পাদনা]নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল সম্প্রচারের তারিখ [৪] | তুর্কি র্যাংকিং (দর্শক) |
---|---|---|---|---|---|
১ | "পর্ব ১" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২৮ সেপ্টেম্বর ২০২০ | ১[৫] |
২ | "পর্ব ২" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ৫ অক্টোবর ২০২০ | ১[৬] |
৩ | "পর্ব ৩" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ১২ অক্টোবর ২০২০ | ১[৭] |
৪ | "পর্ব ৪" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ১৯ অক্টোবর ২০২০ | ১[৮] |
৫ | "পর্ব ৫" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২৬ অক্টোবর ২০২০ | ২[৯] |
৬ | "পর্ব ৬" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২ নভেম্বর ২০২০ | ৩[১০] |
৭ | "পর্ব ৭" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ৯ নভেম্বর ২০২০ | ১[১১] |
৮ | "পর্ব ৮" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ১৬ নভেম্বর ২০২০ | ২[১২] |
৯ | "পর্ব ৯" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২৩ নভেম্বর ২০২০ | ২[১৩] |
১০ | "পর্ব ১০" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ৩০ নভেম্বর ২০২০ | ১[১৪] |
১১ | "পর্ব ১১" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ৭ ডিসেম্বর ২০২০ | ১[১৫] |
১২ | "দেভলেতিন কিলিচি" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ১৪ ডিসেম্বর ২০২০ | ২[১৬] |
১৩ | "উয়ানিশ ইওলু" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২১ ডিসেম্বর ২০২০ | ২[১৭] |
১৪ | "চেঙ্ক ভাকতি" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ২৮ ডিসেম্বর ২০২০ | ১[১৮] |
১৫ | "দাভা ইওলুনদা" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ৪ জানুয়ারি ২০২১ | ১[১৯] |
১৬ | "উয়ানিশ: বুয়ুক সেলজুকলু" | সেদাত ইনচি ও এমরে কোনুক | এমরে কোনুক ও সর্দার ওজোনালান | ১১ জানুয়ারি ২০২১ | ১[২০] |
১৭ | "উয়ানিশ গুনু" | সেদাত ইনচি ও এমরে কোনুক | হাসান এরিমেজ ও সর্দার ওজোনালান | ১৮ জানুয়ারি ২০২১ | ১[২১] |
১৮ | "দেভলেত ইচিন" | সেদাত ইনচি ও এমরে কোনুক | হাসান এরিমেজ ও সর্দার ওজোনালান | ২৫ জানুয়ারি ২০২১ | ১[২২] |
১৯ | "উয়ানিশ রুয়াসি" | সেদাত ইনচি ও এমরে কোনুক | হাসান এরিমেজ ও সর্দার ওজোনালান | ১ ফেব্রুয়ারি ২০২১ | ১[২৩] |
২০ | "ইয়েনি বির উয়ানিশ" | সেদাত ইনচি ও এমরে কোনুক | সর্দার ওজোনালান | ৮ ফেব্রুয়ারি ২০২১ | ১[২৪] |
২১ | "বিরলিক ভাকতি" | সেদাত ইনচি ও এমরে কোনুক | সর্দার ওজোনালান | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ১[২৫] |
২২ | "উয়ানিশ গুনু" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১[২৬] |
২৩ | "ভাকতি গেলেন সির" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ১ মার্চ ২০২১ | ১[২৭] |
২৪ | "হেসাপ্লাশমা ভাকতি" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ৮ মার্চ ২০২১ | ১[২৮] |
২৫ | "ইচেরিদেকি হাইন" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ১৫ মার্চ ২০২১ | ১[২৯] |
২৬ | "সেলজুকলু দেমেক" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ২৯ মার্চ ২০২১ | ১[৩০] |
২৭ | "গেচমিশিন ইজিনদে" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ৫ এপ্রিল ২০২১ | ১[৩১] |
২৮ | "পর্ব ২৮" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ১২ এপ্রিল ২০২১ | TBA |
২৯ | "পর্ব ২৯" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ২৬ এপ্রিল ২০২১ | TBA |
৩০ | "পর্ব ৩০" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ৩ মে ২০২১ | TBA |
৩১ | "পর্ব ৩১" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ১০ মে ২০২১ | TBA |
৩২ | "পর্ব ৩২" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ১৭ মে ২০২১ | TBA |
৩৩ | "পর্ব ৩৩" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ২৪ মে ২০২১ | TBA |
৩৪ | "পর্ব ৩৪" | সেদাত ইনচি | সর্দার ওজোনালান | ৩১ মে ২০২১ | TBA |
সঙ্গীত
[সম্পাদনা]ধারাবাহিকটিতে ৭১টি ট্র্যাক ছিল। এর মধ্যে প্রথম ট্র্যাকটি ছিল গোখান কিরদারের, ৭টি ট্র্যাক বিখ্যাত কাজাখ ব্যান্ড হাসসাক-এর আর বাকিগুলো গেয়েছেন বাতুহান ফিরাত।[৩২] ধারাবাহিকটির উল্লেখযোগ্য কিছু সঙ্গীততের তালিকা নিম্নরূপ:
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "উয়ানিশ: বুয়ুক সেলজুকলু জেনেরিক" | গোখান কিরদার | ১:৫১ |
২. | "কোসতাক আলি জেয়বেই" | বাতুহান ফিরাত | ৩:১৫ |
৬. | "সাভাশ আলানি (যুদ্ধক্ষেত্র)" | বাতুহান ফিরাত | ২:৫৪ |
৪৭. | "আমানাত" | হাসসাক | ৩:৫৬ |
৫৮. | "সেলজুক দোআন" | বাতুহান ফিরাত | ২:৩৪ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]সাল | পুরস্কার | মনোনীত | বিভাগ | ফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০২০ | আনাতোলিয়া মিডিয়া অ্যাওয়ার্ড | দ্যা গ্রেট সেলজুক | বর্ষসেরা টিভি ধারাবাহিক | বিজয়ী | [৩৩] |
ক্রিস্টাল গ্লোব অ্যাওয়ার্ড | এমরে কোনুক | বর্ষসেরা প্রযোজক | [৩৪] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Uyanış: Büyük Selçuklu'dan iddialı sezon finali"। TRT Haber (তুর্কি ভাষায়)। ৩০ মে ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Uyanış Büyük Selçuklu Alparslan'da oynayak 2.kişi ilan edildi! Gündemden düşmeyen o isimle..."। haber7.com (তুর্কি ভাষায়)। ৫ জুলাই ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ কুয়ানদিক, আবিরা (৫ আগস্ট ২০২১)। "Kazakhstan and Turkey to Cooperate in Alp-Arslan Historical TV Series"। আস্তানা টাইমস (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Uyanış: Büyük Selçuklu – Season 1 Episodes List – Next Episode"। next-episode.net (ইংরেজি ভাষায়)। ২৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "28 September 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৮ সেপ্টেম্বর ২০২০। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "5 October 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৫ অক্টোবর ২০২০। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "12 October 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১২ অক্টোবর ২০২০। ২৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "19 October 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৯ অক্টোবর ২০২০। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "26 October 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৬ অক্টোবর ২০২০। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "2 November 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২ নভেম্বর ২০২০। ৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "9 November 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৯ নভেম্বর ২০২০। ১০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "16 November 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৬ নভেম্বর ২০২০। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "23 November 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৩ নভেম্বর ২০২০। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "30 November 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৩০ নভেম্বর ২০২০। ৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "7 December 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৭ ডিসেম্বর ২০২০। ৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "14 December 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৪ ডিসেম্বর ২০২০। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "21 December 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২১ ডিসেম্বর ২০২০। ২২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "28 December 2020 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৮ ডিসেম্বর ২০২০। ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "4 January 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৪ জানুয়ারি ২০২১। ৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "11 January 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১১ জানুয়ারি ২০২১। ১২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "18 January 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৮ জানুয়ারি ২০২১। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "25 January 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৫ জানুয়ারি ২০২১। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "1 February 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১ ফেব্রুয়ারি ২০২১। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "8 February 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৮ ফেব্রুয়ারি ২০২১। ৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "15 February 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৫ ফেব্রুয়ারি ২০২১। ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "22 February 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২২ ফেব্রুয়ারি ২০২১। ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "1 March 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১ মার্চ ২০২১। ২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "8 March 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৮ মার্চ ২০২১। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "15 March 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- ↑ "29 March 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ২৯ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "5 April 2021 TV ratings – Medya Faresi"। Medya Faresi। ৫ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Uyanış: Büyük Selçuklu - TRT Dinle"। TRT Dinle। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১।
- ↑ "Anadolu Medya Ödülleri'nde TRT'ye 2 dalda ödül"। TRT Haber (তুর্কি ভাষায়)। ৮ মার্চ ২০২১। ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১।
- ↑ "En iyi yapımcı ödülü Uyanış Büyük Selçuklu'ya, En iyi oyuncu ödülü Payitaht'a... - Yeni Akit"। Yeni Akit (তুর্কি ভাষায়)। ৮ মার্চ ২০২১। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্যা গ্রেট সেলজুক (ইংরেজি)
- আকলি ফিল্মের ওয়েবসাইটে উয়ানিশ: বুয়ুক সেলজুকলু ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০২১ তারিখে (তুর্কি ভাষায়)