দেবব্রত গোস্বামী
দেবব্রত গোস্বামী | |
---|---|
জন্ম | ইছাপুর, পশ্চিমবঙ্গ | ৩১ আগস্ট ১৯৬৪
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিএসসি, ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান কানপুর, এমএসসি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, পিএইচডি |
পরিচিতির কারণ | কোয়ান্টাম কম্পিউটিং এবং ননলিনিয়ার অপটিক্স নিয়ে কাজ করার জন্য |
পুরস্কার | ওএসএ ফেলো (২০১৮) ফেলো অভ দ্য রয়েল সোসাইটি অভ কেমেস্ট্রি (২০১৫) এসপিআইই ফেলো (২০১৯) আইসিও গ্যালিলিও গ্যালিলি পদক (২০১৮) প্রফেসর ওয়াই. টি. ঠাঠাচারী গবেষণা পদক (২০১২) স্বর্ণজয়ন্তী ফেলোশিপ (২০০৪) ওয়েলকাম ট্রাস্ট সিনিয়র রিসার্চ ফেলোশিপ (২০০৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন, পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ১৯৯৭-১৯৯৮ টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান, ১৯৯৮-২০০৪ ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান কানপুর, ২০০৪-২০২০ |
অভিসন্দর্ভের শিরোনাম | Control of Chemical Dynamics using Arbitrary Shaped Optical Pulses and Laser Enhanced NMR Spectroscopy (১৯৯৪) |
ডক্টরাল উপদেষ্টা | ওয়ারেন এস. ওয়ারেন |
দেবব্রত গোস্বামী এফইনস্টপি, এফআরএসসি (জন্ম: ৩১ আগস্ট ১৯৬৪) হলেন একজন ভারতীয় রসায়নবিদ এবং ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান কানপুরের[১] রসায়ন বিভাগের প্রফেসর এস. সম্পাথ চেয়ার অধ্যাপক।[২] তিনি একই প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের অধ্যাপক (উচ্চ প্রশাসনিক ধাপের) এবং লেজার ও ফটোনিক্স কেন্দ্রেরও অধ্যাপক। গোস্বামী ওপেন-অ্যাক্সেস জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস (Science Advances)-এর একজন সহযোগী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।[৩] এছাড়াও তিনি পিএলওএস ওয়ান (PLOS One)[৪] এবং পিরজে কেমিস্ট্রি (PeerJ Chemistry)[৫]-এরও একজন একাডেমিক সম্পাদক।
তিনি কোয়ান্টাম কম্পিউটিং তত্ত্বের পাশাপাশি ননলিনিয়ার অপটিক্যাল স্পেকট্রোস্কোপিতে অবদান রেখেছেন। তার কাজগুলো ২০০'ও অধিক গবেষণা প্রকাশনায় নথিভুক্ত হয়েছে।[৬][৭] তিনি রয়্যাল সোসাইটি অভ কেমিস্ট্রির একজন নির্বাচিত ফেলো, ইনস্টিটিউট অফ ফিজিক্স, দ্য এসপিআইই[৮][৯] এবং দ্য অপটিক্যাল সোসাইটির ফেলো।[১০] এছাড়াও তিনি আইইইই-এর একজন সিনিয়র সদস্য, রাসায়নিক বিজ্ঞানে অবদানের জন্য স্বর্ণজয়ন্তী ফেলোশিপ পেয়েছেন এবং ওয়েলকাম ট্রাস্ট সিনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন।[১১][১২] তিনি তৃতীয় ভারতীয় যিনি আলোকবিদ্যায় অনন্য-সাধারণ অবদানের জন্য ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স গ্যালিলিও গ্যালিলি মেডেল লাভ করেছেন।[১৩]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]গোস্বামী ১৯৬৪ সালের ৩১ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণের পর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভার্তি হন এবং ১৯৮৬ সালে এখান হতে স্নাতক উত্তীর্ণ হয়ে আইআইটি কানপুরে গমন করেন এবং ১৯৮৮ সালে সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যা এবং সেখানকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে স্নাতকোত্তর এবং ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জ করেন। পরবর্তীতে, ১৯৯৩-৯৪ সালে তিনি হার্ভার্ড হতে পোস্টডক্টরাল সমাপ্ত করেন। প্রিন্সটনে তার করা কাজ পরবর্তী সময়ে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ডনা স্ট্রিকল্যান্ডের কাজের সাথে আংশিকভাবে সমাপতিত ছিলো।[১৪]
কর্মজীবন
[সম্পাদনা]স্নাতক ডিগ্রি অর্জনের পর, ১৯৯৭ সালে কোয়ান্ট্রনিক্স কর্পোরেশনে এক বছর কাটানোর আগে, ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে দুই বছর কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি সেন্টার ফর আল্ট্রাফাস্ট লেজার ল্যাবসে ফিরে যান।[১৫][১৬] তিনি ১৯৯৮ সালে ডিএনএপি (পারমাণবিক ও পারমাণবিক পদার্থবিদ্যা বিভাগ)-এর অংশ ফেলো-ই হিসাবে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এ যোগ দিতে ভারতে ফিরে আসেন। ২০০৩ সালে তিনি আইআইটি কানপুরে সহযোগী অধ্যাপক হিসাবে রসায়ন বিভাগে যোগ দেন[১] এবং বর্তমারে সেখানেই একজন অধ্যাপক (উচ্চ প্রশাসনিক গ্রেড) হিসেবে কর্মরত আছেন। ২০১৮ সালে তাকে রসায়নের প্রফেসর এস. সম্পাথ চেয়ার প্রফেসরশিপ সম্মননাতে ভূষিত করা হয়।[২] তিনি একই প্রতিষ্ঠানের দ্য সেন্টার ফর লেজারস অ্যান্ড ফটোনিক্স-এও কর্মরত আছেন।
বৈদেশিক সংযুক্তি
[সম্পাদনা]- ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং কোর্স অন কোয়ান্টাম কম্পিউটিং;[১৭]
- আল্ট্রাফাস্ট লেজার ভার্চুয়াল ল্যাব।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Debabrata Goswami"। iitk.ac.in। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ ক খ "S Sampath Chair"। iitk.ac.in। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫।
- ↑ "Editorial Board | Science Advances"। advances.sciencemag.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ "PLOS ONE: accelerating the publication of peer-reviewed science"। journals.plos.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ "PeerJ - Profile - Debabrata Goswami"। peerj.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ "Debabrata Goswami - Google Scholar"। scholar.google.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ "Debabrata Goswami's Publons profile"। publons.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
- ↑ "Debabrata Goswami"। www.spie.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫।
- ↑ "Complete List | Fellows"। www.spie.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫।
- ↑ "OSA fellows of 2017"। The Optical Society (OSA)। ২০১৭-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Europe PMC"। europepmc.org। ২০০৪। ডিওআই:10.35802/073620। সংগ্রহের তারিখ ২০২১-০৮-৩০।
- ↑ "IIT Kanpur DORD International Project Listing"। ২০১৮-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "ICO Prizes and Awards | International Commission for Optics"। www.e-ico.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫।
- ↑ Hillegas, C. W.; Tull, J. X.; Goswami, D.; Strickland, D.; Warren, W. S. (১৯৯৪-০৫-১৫)। "Femtosecond laser pulse shaping by use of microsecond radio-frequency pulses"। Optics Letters। 19 (10): 737–9। আইএসএসএন 0146-9592। ডিওআই:10.1364/ol.19.000737। পিএমআইডি 19844429। বিবকোড:1994OptL...19..737H।
- ↑ Yang, Weiguo; Davis, Jennifer; Goswami, Debabrata; Fetterman, Matthew; Warren, Warren S. (১৯৯৮-১০-০৭)। Senior, John M.; Qiao, Chunming, সম্পাদকগণ। "Optical-wavelength-domain code division multiplexing using an AOM-based ultrafast optical pulse-shaping approach"। All-Optical Networking: Architecture, Control, and Management Issues। International Society for Optics and Photonics। 3531: 80–86। এসটুসিআইডি 110491334। ডিওআই:10.1117/12.327047। বিবকোড:1998SPIE.3531...80Y।
- ↑ Fetterman, Matthew; Goswami, Debabrata; Keusters, Dorine; Rhee, June-Koo; Warren, Warren S. (১৯৯৮)। "Generation of amplified shaped pulses for highly adiabatic excitation"। Elsaesser, Thomas; Fujimoto, James G.; Wiersma, Douwe A.; Zinth, Wolfgang। Ultrafast Phenomena XI। Springer Series in Chemical Physics (ইংরেজি ভাষায়)। 63। Berlin, Heidelberg: Springer। পৃষ্ঠা 24–26। আইএসবিএন 978-3-642-72289-9। ডিওআই:10.1007/978-3-642-72289-9_7।
- ↑ "Quantum Computing - Course"। onlinecourses.nptel.ac.in। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Full list of publications
- গুগল স্কলার দ্বারা সূচীবদ্ধ দেবব্রত গোস্বামীর প্রকাশনাসমূহ