দেব
অবয়ব
দেব বলতে এমন একটি সত্ত্বা বুঝানো হয় যার নারীবাচক শব্দ হলো 'দেবী'। সাধারণভাবে প্রাচীন বা বর্তমানে প্রচলিত বহু-ঈশ্বরবাদী ধর্মগুলোতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেবতাগণ দেবীদের তুলনায় অধিক ক্ষমতা সম্পন্ন হন এবং দেবতাদের দ্বারাই পুরো দেব-সমাজ শাসিত হয়; যেমনঃ গ্রীকদের ক্ষেত্রে জিউস এবং রোমানদের ক্ষেত্রে জুপিটার ছিলেন প্রধান দেবতা।[১]
উদাহরণ
[সম্পাদনা]- আনুবিস - মিশরের মমি দেবতা।
- জিউস - গ্রিক পুরান অনুসারে দেবতাদের রাজা ও মানবজাতির পিতা।
- রা - প্রাচীন মিশরীয় সূর্য দেবতা।
- ওডিন - নর্স পুরাণে বর্ণিত যুদ্ধের দেবতা ও দেবতাদের রাজা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hornblower, Simon (২০০৩)। The Oxford Classical Dictionary (3rd সংস্করণ)। Oxford: Oxford University Press। আইএসবিএন 0-19-860641-9।