বিষয়বস্তুতে চলুন

দাসিনের যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাসিনের যুদ্ধ
মূল যুদ্ধ: আরব-বাইজেন্টাইন যুদ্ধ
তারিখ৬৩৪
অবস্থান
দাসিন
ফলাফল মুসলিমদের বিজয়
বিবাদমান পক্ষ
রাশিদুন খিলাফত বাইজেন্টাইন সাম্রাজ্য
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আবু উমামা আল বাহিলি ডাক্স সেরগিয়াস টেমপ্লেট:যুদ্ধে নিহত
শক্তি
অজ্ঞাত অজ্ঞাত
হতাহত ও ক্ষয়ক্ষতি
অজ্ঞাত ৩০০

দাসিনের যুদ্ধ (আরবি: داثن)[] ৬৩৪ সালের ফেব্রুয়ারিতে রাশিদুন খিলাফতবাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে আরব-বাইজেন্টাইন যুদ্ধ চলাকালে সংঘটিত একটি ক্ষুদ্র যুদ্ধ। এসময়ের সাহিত্যে এটি বিখ্যাত হয়ে উঠে।[]

গাজার পার্শ্ববর্তী অঞ্চলে আরবদের একটি অভিযানের পর এই যুদ্ধ সংঘটিত হয়। বাইজেন্টাইন কমান্ডার (ডাক্সকেন্ডিডেটাস) সেরগিয়াস একটি ক্ষুদ্র সেনাদল (সেনা স্বল্পতার কারণে) গঠন করেন এবং কায়সারিয়ায় তার শিবির থেকে ১২৫ কিমি দক্ষিণে গাজার দিকে যাত্রা করেন। সেখান থেকে তিনি তার চেয়ে সংখ্যায় বড় একটি আরব বাহিনীর দিকে অগ্রসর হন।[] এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু উমামা আল বাহিলি[] ৬৩৪ সালের ৪ ফেব্রুয়ারি দুই পক্ষ গাজার কাছাকাছি স্থানে মুখোমুখি হয়।[] বাইজেন্টাইনরা যুদ্ধে পরাজিত হয়। সেরগিয়াস ও তার ৩০০ সৈনিক যুদ্ধে নিহত হয়।[]

ডকট্রিনা জেকোবি নুপার বেপটিজাটি নামক সমসাময়িক বিবরণী অনুযায়ী স্থানীয় ইহুদিরা মুসলিমদের বিজয় উদ্‌যাপন করে।[] ইতিপূর্বে তারা রোমান সাম্রাজ্যে তারা নির্যাতিত সংখ্যালঘু ছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Le Strange, p. 574. Variant forms of the name include al-Dāthinah, al-Dabiyyah and al-Dābiyah; al-Tabari, p. 108 & n. 587
  2. Kaegi, p. 94
  3. Kaegi, p. 93, speculated that the Arab army may have numbered "more than one thousand, perhaps double or triple that."
  4. Al-Tabari, p. 108
  5. Kaegi, p. 93; "Extract," pp. 18-19
  6. Kaegi, pp. 90-93. Al-Tabari, p. 108, and al-Baladhuri, pp. 167-68, do not name the Byzantine commander, referring to him only by the general rank of patrician (baṭrīq). Theophanes, p. 37, names Sergius, but does not specify the location of the battle and dates it to 632-633 AD.