বিষয়বস্তুতে চলুন

দাতিয়া রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাতিয়া রাজ্য
दतिया
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৬২৬–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত দাতিয়া রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৫,৫০০ বর্গকিলোমিটার (২,১০০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৫৩,৭৫৯
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬২৬
১৯৫০
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশভারত
দাতিয়া রাজবাড়ির দৃশ্য

দাতিয়া রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[]

এই রাজ্যটি ছিল ব্রিটিশ ভারতের মধ্য ভারত এজেন্সির অন্তর্গত বুন্দেলখণ্ড এজেন্সির একটি দেশীয় রাজ্য। এটি বুন্দেলখন্ড একেবারে উত্তর-পশ্চিম দিকে গোয়ালিয়রের নিকট অবস্থিত ছিল। রাজ্যটি পশ্চিম দিকে যুক্তপ্রদেশ দ্বারা এবং বাকি সকল দিকে মধ্য ভারত এজেন্সির অন্যান্য দেশীয় রাজ্য দ্বারা সীমাবদ্ধ ছিল, যার মধ্যে ছিল গোয়ালিয়র, সমথর এবং ঝাঁসি রাজ্য[]

১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে ২৯ টি পর্যায়ের ডাকটিকিট ছাপা হয়েছিল তবে ১৯২১ খ্রিস্টাব্দ থেকে শুধুমাত্র ভারতীয় ডাকটিকিটই ছাপা শুরু হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]
দাতিয়া রাজ্যের রাজা শত্রুজিৎ সিংহ
(রাজত্বকাল ১৭৬২-১৮০১)

১৬২৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করা বুন্দেলখন্ড অঞ্চলের দাতিয়া ছিল একটি পূর্বতন রাজ্য। শাসক রাজপরিবার ছিল ওর্ছা রাজ্যের কোন এক রাজার কনিষ্ঠপুত্রের বংশধর এবং বুন্দেলা গোষ্ঠীর রাজপুত রাজা।[]

বুন্দেলখন্ড অঞ্চলে অবস্থিত তোপ সেলামী সম্মানপ্রাপ্ত রাজ্যগুলির মধ্যে ওর্ছা রাজ্যের পরেই ছিল এই রাজ্যের অবস্থান। রাজ্যটি ১৭ তোপ সেলামীর সাথে সাথে মহারাজা উপাধি প্রাপ্ত রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল। রাজ্যটি ২,১৩০ বর্গমাইল (৫,৫০০ কিমি) অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী এর জনসংখ্যা ছিল ৫৩,৭৫৯ জন। রাজ্যটি ২,০০,০০০ ব্রিটিশ ডলার রাজ্যনির্বাহী কাজে ব্যবহারের জন্য পেত। ইতিহাসে ১৮৯৬-৯৭ এবং ১৮৯৯-১৯০০ সময়ের মধ্যে এই রাজ্য দুবার দুর্ভিক্ষের সম্মুখীন হয়। []

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর দাতিয়া রাজ্যের মহারাজা একীভূতকরণের দলিল স্বাক্ষর করেন এবং সম্মতিক্রমে ভারতীয় অধিরাজ্যে যোগদান করেন৷ দাতিয়াসহ বুন্দেলখণ্ড এজেন্সির রাজ্যগুলি ১৯৫০ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের বিন্ধ্যপ্রদেশের অংশীভূত হয়৷ পরে ১৯৫৬ খ্রিস্টাব্দে এটি নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷

শাসকবর্গ

[সম্পাদনা]

দাতিয়া দেশীয় রাজ্যের শাসকগণ প্রাথমিকভাবে রাও ছিলেন পরে তারা রাজা ও মহারাজা উপাধি গ্রহণ করেন৷

  • ১৭০৬ – ১৭৩৩: রাও রামচন্দ্র সিং
  • ১৭৩৩ – ১৭৬২: রাও ইন্দ্রজিৎ সিং
  • ১৭৬২ – ১৮০১: রাও শত্রুজিৎ সিং
  • ১৮০১ – ১৮৩৯: পারিজাত সিং
  • ১৮৩৯ – ২০ নভেম্বর ১৮৫৭: বিজয় সিং
  • ২০ নভেম্বর ১৮৫৭ – ১৮৬৫: ভবানী সিংহ

মহারাজা

[সম্পাদনা]

১৮৬৫ খ্রিস্টাব্দে শসকগণ "মহারাজা রাজলোকেন্দ্র" উপাধি পেলেও ১৮৭৭ খ্রিস্টাব্দে এটি কার্যকর হয়৷[]

  • ১৮৬৫ – জুলাই ১৯০৭: স্যার ভবানী সিংহ বাহাদুর
  • ৫ আগস্ট ১৯০৭ – ১৫ আগস্ট ১৯৪৭: স্যার গোবিন্দ সিংহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Gazetteer of India
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Datia"। ব্রিটিশ বিশ্বকোষ7 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 845–846। 
  3. Andreas Birken: Philatelic Atlas of British India, Hamburg 2004
  4. States before 1947